এক ঘায়েই গুঁড়িয়ে যাবে চিন ও পাকিস্তান! জানেন ভারতের অগ্নি-৫ মিসাইলের পাওয়ার?

Published on:

Agni-5

সৌভিক মুখার্জী, কলকাতা: রণক্ষেত্রে ইতিমধ্যেই ব্রহ্মাস্ত্র হিসেবে নিজের জাত চিনিয়েছে ভারতীয় মিসাইল প্রযুক্তি। একদিকে যখন ব্রহ্মস মিসাইল পাকিস্তানের সামরিক কাঠামোকে নিমেষেই গুঁড়িয়ে দিয়েছে, অন্যদিকে ভারতের হাতে রয়েছে ভয়ংকর এক অস্ত্র, যার নাম শুনলেই ইসলামাবাদ থেকে বেইজিং, সবাই ভয়ে থরথর করে কাঁপছে। হ্যাঁ, আমরা বলছি ‘অগ্নি-5’ (Agni-5)-এর কথা।

খোঁজ নিয়ে জানা গেল, এই মিসাইলটি এমন এক ধ্বংসাত্মক পরমাণু শক্তি দিয়ে তৈরি, যা একবার ছোড়া হলেই প্রতিপক্ষের বিভিন্ন শহর এক নিমেষে ধুলোয় মিশে যেতে পারে। 

কেন আলোচনায় অগ্নি-5?

ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের (DRDO) হাতে তৈরি এই অগ্নি-5। এটি আসলে একটি ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল। হ্যাঁ, এর পাল্লা 5000 কিলোমিটার। তবে প্রয়োজন পড়লে তা বাড়িয়ে 7000 কিলোমিটার পর্যন্ত করা যায়। বিশেষজ্ঞরা মনে করছে, ভারতের প্রতিরক্ষা মহল ইচ্ছাকৃতভাবেই আসল পাল্লা গোপন করে রেখেছে, যাতে আন্তর্জাতিক মহলের নজর না পড়ে।

গতি এবং ধ্বংসক্ষমতা জানলে চমকে উঠবেন

জানলে শিউরে উঠবেন, এই মিসাইলের সর্বোচ্চ গতি ঘন্টায় 35,400 কিলোমিটার। এমনকি এর ওজন প্রায় 17 টন এবং দৈর্ঘ্য 17 মিটার। সবথেকে বড় ব্যাপার, এটি 1.5 টন পর্যন্ত পরমাণু বা বোমা ধারণ করতে পারে। আর এটি MIRV প্রযুক্তি দিয়েই তৈরি, যা একাধিক লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে।

বলে রাখি, অগ্নি-5 মিসাইল একাধিক নেভিগেশন সিস্টেম দিয়েই তৈরি। যার মধ্যে থাকছে, GPS, NavIC এবং নিজস্ব মাইক্রো-নেভিগেশন সিস্টেম। ফলে প্রতিটি মিসাইল ছড়ার পর নিখুঁতভাবে তা শত্রুপক্ষের ঘাঁটিতে আক্রমণ করে। এর পাশাপাশি এতে একটি সলিড ফুয়েল ব্যবহার করা হয়, যা এটিকে আরো দ্রুত লঞ্চ হতে সাহায্য করে।

আরও পড়ুনঃ কার বকেয়া ডিএ কত? ডেডলাইন দিয়েছে আদালত, নিখুঁত হিসেব করতে নয়া প্রযুক্তি নবান্নর

ভয়তে কাঁপছে চিন এবং পাকিস্তান

বলে রাখি, পাকিস্তানের দীর্ঘ পাল্লার মিসাইল Shaheen-3, যা মাত্র 2750 কিলোমিটার পথ পাড়ি দেয়। আর সেখানে ভারতের অগ্নি-5 তার প্রায় তিনগুণ পথ পাড়ি দিচ্ছে। এমনকি চিনের সবথেকে শক্তিশালী মিসাইল Dongfeng-41 এর পাল্লা বেশি হলেও, MIRV প্রযুক্তির সংযোজন থাকার ফলে ভারতের অগ্নি-5 যে একধাপ এগিয়ে থাকবে, তা বলার অপেক্ষা রাখে না।

এদিকে চিনের সামরিক পর্যবেক্ষকরা মনে করছে যে, ভারতের অগ্নি-5 এর প্রকৃত পাল্লা হয়তো 8000 কিলোমিটারেরও বেশি। এমনকি চিনের মূল ভূখণ্ডে ঢুকেও এই অগ্নি-5 আঘাত হানতে পারে। আর সে কারণেই ভয়ে কাঁপছে ড্রাগনের দেশ এবং সন্ত্রাসের দেশ।

সঙ্গে থাকুন ➥