আম্বানি, আদানি তো ছিলই, এক বছরে ভারতে যুক্ত হল আরও ৩৩ হাজার কোটিপতির নাম

Published on:

millionaire

সৌভিক মুখার্জী, কলকাতা: 2024 সাল যেন ভারতের জন্য অর্থসম্পদের রেকর্ড বছর। বিশ্বের অর্থনীতিতে যখন টালমাটাল পরিস্থিতি, তার মধ্য দিয়ে ভারত যেন আলাদা খেল দেখালো। সাম্প্রতিক এক রিপোর্ট বলছে, এই 1 বছরে ভারতে 33 হাজারের বেশি নতুন কোটিপতি (Millionaire) যুক্ত হয়েছে, যা এক ঐতিহাসিক রেকর্ড।

বাড়ল নয়া ধনীদের উত্থান

ভারতের বাজারে যাদের বিনিয়োগযোগ্য সম্পদ 1 মিলিয়ন ডলারের বেশি, তাদের সংখ্যা 2024 সালে শেষের 3,78,888 জনে দাঁড়িয়েছে, যা 2023 সালে তুলনায় প্রায় 5.6% বেশি। হ্যাঁ, একইসঙ্গে এই ধনী ব্যক্তিদের মোট সম্পদ 8.8% বেড়েছে, যা এখন বর্তমানে পৌঁছেছে 1.5 ট্রিলিয়ন ডলারে। সবথেকে বড় ব্যাপার, এই হার ড্রাগনের দেশকেও ছাপিয়ে গিয়েছে। আর ভারতের অর্থনীতিকে বিশ্বের দ্রুত ধনী হওয়ার নিরিখে এই বৃদ্ধির হার বিরাট প্রভাব ফেলেছে।

কারা এই নতুন কোটিপতি?

সূত্র বলছে, বেশিরভাগ নয়া ধনীরা পড়ছে Millionaire Next Door ক্যাটাগরিতে। যাদের সম্পদ 1 থেকে 5 মিলিয়ন ডলারের মধ্যে। আর 2024 সালের শেষে ভারতে এমন কোটিপতির সংখ্যা ছিল 3,33,340 জন, যাদের সম্মিলিত মোট সম্পদ ছিল 628.93 বিলিয়ন ডলার। অন্যদিকে 4290 জন Ultra-HNWI ক্যাটাগরিতে ছিল, যাদের সম্পদ 30 মিলিয়ন ডলারেরও বেশি।

কী কারণে এই সম্পদ বৃদ্ধি?

প্রথমত, ভারতের শ্রেয়ার সূচক Sensex 2024 সালে 8.2% বেড়েছিল, যার ফলে ধনীদের পোর্টফোলিওতে বিরাট উত্থান দেখা গিয়েছে। পাশাপাশি প্রযুক্তি, ফিনটেক এবং পরিকাঠামগত খাতে বিনিয়োগের ক্ষেত্রে আরো নতুন ধনী ব্যক্তি তৈরি হচ্ছে। এমনকি এক রিপোর্ট বলছে, 2030 সালের মধ্যে 50% ভারতীয় ধনী উত্তরাধিকার সূত্রের সম্পদ পাবেন। ফলে এই হার 2040 সালের মধ্যে প্রায় 93%-এ পৌছবে।

বিশ্বে ভারতের স্থান কোথায়?

জানিয়ে রাখি, ইউরোপের মত অঞ্চলগুলোতে কোটিপতির সংখ্যা দিনের পর দিন কমছে। যেমন, ব্রিটেনে মাত্র 14,000 ফ্রান্সে 21,000 এবং জার্মানিতে 41,000 কোটিপতি রয়েছে বর্তমানে। তবে সেই সূত্র ধরে ভারত এবং জাপান সমান হারে বৃদ্ধি পেয়েছে। জাপানও সম্প্রতি 5.6% কোটিপতি বাড়াতে সক্ষম হয়েছে।

বলে রাখা ভালো, ভারতে এখন মোট কোটিপতির সংখ্যা 3,78,810 জন। আর চিনের কথা যদি বলি, তাহলে সেখানে মোট কোটিপতির সংখ্যা 16,02,460 জন এবং জাপানে 39,89,820 জন।

আরও পড়ুনঃ উচ্চ মাধ্যমিকে বৃত্তিমূলক বিষয়ে রেজিস্ট্রেশন, ক্লাস শুরুর দিনক্ষণ ঘোষণা করল সংসদ

ঝোঁক বাড়ছে বিদেশী বিনিয়োগের

বর্তমান সময় দাঁড়িয়ে তরুণরা শুধুমাত্র কর বাঁচানোর জন্য বিদেশে টাকা পাঠাচ্ছেন না। হ্যাঁ, 98% ভারতীয় তরুণ ধনী 2030 সালের মধ্যে বিদেশে সম্পদ বাড়াতে চান। কারণ বিনিয়োগের ধরন ও শক্তিশালী রিটার্ন, আর মসৃণ বাজারের নিরিখেই তারা বিদেশি রিয়েল এস্টেট, প্রযুক্তি স্টার্টআপ, পরিবেশবান্ধব খাতে বিনিয়োগ করছে। যার জেরেই ভারতের অর্থনীতিতে এই ঊর্ধ্বগতি।

সঙ্গে থাকুন ➥