বিশ্বের সবথেকে উঁচু ব্রিজ দিয়ে কাশ্মীরে চলছে জোড়া বন্দে ভারত! দেখে নিন ভাড়া, টাইম টেবিল

Published on:

Kashmir Vande Bharat Train

সৌভিক মুখার্জী, কলকাতা: কাশ্মীরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন আজ বাস্তবে রূপ নিয়েছে! হ্যাঁ, এবার এই সুন্দর উপত্যকার সঙ্গে জুড়ল জোড়া বন্দে ভারত ট্রেন পরিষেবা (Kashmir Vande Bharat Train)। জম্মু-কাশ্মীরে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি উদ্বোধন করেছেন এই বন্দে ভারত এক্সপ্রেস, যার এক প্রান্তে থাকবে শ্রীমাতা বৈষ্ণো দেবী কাটরা এবং অপরপ্রান্তে কাশ্মীরের শ্রীনগর।

সবথেকে বড় ব্যাপার, এই ট্রেন চলবে বিশ্বের সর্বোচ্চ রেল সেতু চেনাব ব্রিজের উপর দিয়ে। আর ভারতের প্রথম কেবল-স্টেড রেলব্রিজ অঞ্জি খাতের উপর দিয়ে, যা কিনা ভারতীয় রেলের ইতিহাসে এক নয়া অধ্যায়।

মাত্র তিন ঘন্টায় কাটরা থেকে শ্রীনগর

কাশ্মীরের এই নতুন বন্দে ভারত রুটে ট্রেন চলবে সপ্তাহের ছয় দিন। হ্যাঁ, এমনটাই জানা যাচ্ছে। মঙ্গলবার এই রুটে ট্রেন পরিষেবা বন্ধ থাকবে। এই রুটের মোট দূরত্ব 190 কিলোমিটার এবং এই পথ পাড়ি দিতে সময় লাগবে মাত্র তিন ঘন্টা। তবে এই ট্রেন দিনে দুবার চলবে অর্থাৎ, দুই জোড়া ট্রেন চলবে, যা পর্যটকদের পাশাপাশি স্থানীয় যাত্রীদের জন্যও বিরাট স্বস্তি।

ট্রেনের সময়সূচি দেখে নিন একনজরে

কাটরা থেকে শ্রীনগর

এই রুটের প্রথম ট্রেনটির নম্বর 26401। ট্রেনটি শ্রীমাতা বৈষ্ণো দেবী কাটরা স্টেশন থেকে ছাড়বে সকাল 8:10 মিনিটে, বানিহালে স্টপেজ দেবে সকাল 9:56-তে। আর ট্রেনটি শ্রীনগর পৌঁছবে সকাল 11:08 মিনিটে।

এই রুটের দ্বিতীয় ট্রেনটির নম্বর 26403। ট্রেনটি ছাড়বে দুপুর 2:55 মিনিটে এবং বানিহালে স্টপেজ দেবে বিকাল 4:40 মিনিটে। ট্রেনটি শ্রীনগর পৌছবে বিকেল 5:53 মিনিটে। 

শ্রীনগর থেকে কাটরা

এই রুটে প্রথম যে ট্রেনটি চলবে, তার নম্বর 26404। ট্রেনটি শ্রীনগর থেকে ছাড়বে সকাল 8:00 টায় এবং বানিহালে স্টপেজ দেবে সকাল 9:00 টায়। পাশাপাশি কাটরাতে পৌঁছবে সকাল 10:58 মিনিটে।

একইভাবে এই রুটে দ্বিতীয় ট্রেনটির নম্বর 26402, যেটি শ্রীনগর থেকে ছাড়বে দুপুর 2:00 টোয়, বানিহালে স্টপেজ দেবে বিকেল 3:08 মিনিটে এবং কাটরা পৌঁছবে বিকেল 4:58 মিনিটে।

খরচ কত পড়বে?

জানিয়ে রাখি, এই রুটের ট্রেনে থাকবে এসি চেয়ার কার এবং এক্সিকিউটিভ চেয়ার কার কোচ।

আরও পড়ুনঃ রথের আগে হুরমুরিয়ে পড়ল সোনার দাম, রুপো নিয়ে খারাপ খবর! আজকের রেট

কাটরা থেকে শ্রীনগর রুটে সকালের ট্রেনটিতে চেয়ার কার কোচে ভাড়া পড়বে 715 টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কারে ভাড়া করবে 1320 টাকা। তবে বিকেলের ট্রেনটিতে চেয়ার কারে ভাড়া পড়বে 660 টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কারে ভাড়া পড়বে 1270 টাকা।

ওদিকে শ্রীনগর থেকে কাটরা রুটে সকালের ট্রেনটিতে চেয়ার কারে ভাড়া পড়বে 715 টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার কারে ভাড়া পড়বে 1320 টাকা। তবে বিকেলের ট্রেনটিতে চেয়ার কারে ভাড়া পড়বে 880 টাকা এবং এক্সিকিউটিভ চেয়ার করে ভাড়া পড়বে 1515 টাকা। 

সঙ্গে থাকুন ➥