টাটার উপরেই ভরসা Apple-র! ভারত এবার হবে iPhone এবং MacBook-র হাব

Published on:

Apple

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার অ্যাপলের (Apple) হাতে হাত মেলাচ্ছে টাটা! হ্যাঁ, ভারতের বাজারে এবার এই দুই সংস্থা আরও ঘনিষ্ঠ হলো। বিশ্ব বিখ্যাত মার্কিন প্রযুক্তি সংস্থা অ্যাপল তাদের iPhone এবং MacBook-র তাদের সেল সার্ভিসের দায়িত্ব এদেশের টাটা গ্রুপের হাতে তুলে দিয়েছে বলে দাবি করছে বেশ কিছু সংস্থা। আর এই এক পদক্ষেপ শুধুমাত্র ব্যবসায়িক লেনদেন নয়, বরং প্রযুক্তিগত খাতেও এক ঐতিহাসিক পরিবর্তনের সূচনা। কারণ, ভারতে অ্যাপলের প্রধান ভরসার জায়গা হিসেবে এবার টাটাকেই বেছে নিয়েছে তারা।

কেন ভারত এবং কেনই বা টাটা?

গত কয়েক বছর ধরে অ্যাপল ধীরে ধীরে ড্রাগনের দেশ থেকে যাদের ব্যবসা গুটিয়ে আনছে। হ্যাঁ, তাদের এখন মূল টার্গেট ভারতের ভূখণ্ড। আর সেই যাত্রায় ভারতের শিল্পপতি টাটা গ্রুপ হয়ে উঠেছে তাদের নির্ভরযোগ্য সঙ্গী। কারণ, ইতিমধ্যেই টাটা দক্ষিণ ভারতের তিনটি ইউনিটে iPhone এবং MacBook অ্যাসেম্বল করছে বলে খবর। আর এবার সেই তালিকায় যুক্ত হল iPhone এবং MacBook-র সার্ভিস ও রিপিয়ারিং-এর কাজের দায়িত্ব।

বলে রাখি, অ্যাপলের আগে রিপিয়ার ও সার্ভিসিং-এর দায়িত্বে ছিল Wistron-এর ভারতীয় ইউনিট ICT। আর এবার সেই দায়িত্ব তুলে দেওয়া হচ্ছে টাটার হাতে। জানা যাচ্ছে, এবার iPhone এবং MacBook-র রিপেয়ারিং কাজ চালাবে টাটার কর্ণাটকের iPhone অ্যাসেম্বলি প্ল্যান্ট। 

আরও পড়ুনঃ ভারতে চরম দারিদ্র্যের হার ২৭.১% থেকে কমে ৫.৩%! কোথায় দাঁড়িয়ে পাকিস্তান, বাংলাদেশ?

আইফোন বিক্রিতেও রেকর্ড

সাম্প্রতিক এক রিপোর্ট বলছে, 2023 সালে ভারতে প্রায় 1.1 কোটি iPhone বিক্রি হয়েছে। আর 2020 সালের বাজারে অ্যাপলের অংশীদারিত্ব ছিল মাত্র 1 শতাংশ। সেখানে 2023 সালে বেড়ে দাঁড়িয়েছে 7 শতাংশে। আর এই বৃদ্ধির পেছনে শহরের উন্নত প্রযুক্তির যেমন চাহিদা রয়েছে, তেমনই টায়ার-1 এবং টায়ার-3 শহরগুলিতে মধ্যবিত্তদের আগ্রহও অবদান রাখছে। 

বেশ কিছু বিশেষজ্ঞ মনে করছে, এই অংশীদারিত্বের ফলে অ্যাপল ভবিষ্যতে রিফারবিশড iPhone বিক্রি করতেও পারে। হ্যাঁ, যেমনটা তারা আমেরিকায় করে থাকে। বলে রাখি, এখনো পর্যন্ত ICT থেকে টাটার কাছে সার্ভিস হস্তান্তরের প্রক্রিয়া চলছে। অর্থাৎ, এখনো সম্পূর্ণ হস্তান্তর সম্ভব হয়নি। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি টাটার মুখপাত্র।

সঙ্গে থাকুন ➥