জলে ডুবতে থাকা মানুষদের বাঁচাতেন! আজ সেই গঙ্গাতেই তলিয়ে গেলেন হুগলির সুরেন্দ্র

Published on:

Chinsurah

সৌভিক মুখার্জী, কলকাতা: চুঁচুড়ার (Chinsurah) বড়বাজারের এক চেনা মুখ ছিল সুরেন্দ্র সাহানি। তার বয়স 50। অভিজ্ঞ সাতারু হিসেবেই তাকে চিনত সবাই। বহু ডুবে যাওয়া মানুষকে জীবন ফিরিয়ে দিয়েছেন তিনি। তবে শনিবার সকালে সেই তিনিই নদীতে তলিয়ে গেলেন! হ্যাঁ, এই খবর ছড়িয়ে পড়তেই গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

ঘটনাটি কীভাবে ঘটলো?

প্রতিদিনের মতো শনিবার সকালে মাঠে দৌড় শেষ করে পুরনো লঞ্চঘাটে গঙ্গা স্নান করতে গিয়েছিলেন সুরেন্দ্র সাহানি। ঘড়িতে তখন সকাল ন’টা বাজে। ওই সময় ঘাটে আরও বেশ কয়েকজন ছিলেন, যারা নিজের চোখে দেখেন কীভাবে আচমকাই জলের তলায় তলিয়ে গেলেন সুরেন্দ্র সাহানি।

প্রথমে স্থানীয় মানুষজন উদ্ধারের চেষ্টা করেছিল। এমনকি কিছুক্ষণের মধ্যে খবর দেওয়া হয়েছিল চুঁচুড়া থানায়। ডুবুরিদের দল এবং বিপর্যয় মোকাবিলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছেও ছিল। তবে সন্ধ্যা পর্যন্ত তার কোন হদিশ মেলেনি। 

আরও পড়ুনঃ জুনেই মিলবে বকেয়া! সাথে ষষ্ঠ বেতন কমিশনে বাড়ল ৬% DA

স্থানীয়দের বক্তব্য

এ বিষয়ে তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত বলেছেন, আমার মনে হচ্ছে ও হয়তো জলে অসুস্থ হয়ে পড়েছিল। হাই প্রেসার ছিল ওর। আর খুবই বেদনাদায়ক ঘটনা! পাশাপাশি চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার ঘটনার পর বলেছেন, এ এক নির্মম নিয়তি। যে মানুষ জল থেকে অনেককে তুলে এনেছে, সে নিজেই জলে তলিয়ে গিয়েছে! এর থেকে দুঃখজনক কিছু হতে পারে না। যতক্ষণ না উদ্ধার হচ্ছে, ততক্ষণ নিশ্চিত কিছু বলা যাচ্ছে না। 

এদিকে চুঁচুড়ার 21 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মিতা চট্টোপাধ্যায় জানিয়েছেন, সুরেন্দ্রর মেয়ের বিয়ে নভেম্বর মাসে হওয়ার কথা। আর গতকাল সে লজ বুক করেছে। আর আজ এমন অঘটন ঘটবে, তা কেউ ভাবতেই পারেনি। কোথা থেকে কি হয়ে গেল! কার্যত শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়।

সঙ্গে থাকুন ➥