বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইন্ডিয়ান সুপার লিগের গত মরসুমে জামশেদপুরকে টোপ বানিয়ে খেল দেখিয়েছিল মোহনবাগান। আর সেই ম্যাচেই শত্রুপক্ষের বিরুদ্ধে দূরপাল্লার শট টেনে ফ্রিকিক থেকে দুরন্ত গোল করেছিলেন বাগানের অন্যতম দিগপাল তারকা জেসন কামিন্স। এবার সেই গোলটাই গোটা ইন্ডিয়ান সুপার লিগ 2024-25 মরসুমের সেরা গোল (Best Goal Of ISL 2024-25) হিসেবে নির্বাচিত হল।
কীভাবে গোল আদায় করেছিলেন কামিন্স?
জামশেদপুরের বিরুদ্ধে সবুজ মেরুন জার্সি গায়ে একপ্রকার দাপুটে পারফর্ম দেখাচ্ছিলেন বাগানের ছেলের। এমতাবস্থায়, প্রতিপক্ষের আশুতোষ মেহতার ফাউলের শিকার হওয়ায় দ্রুত ফ্রিকিক পেয়ে যান কামিন্স। এরপরই সুযোগের সদ্ব্যবহার করতে ফ্রিকিকে বেশ খানিকটা দূর থেকে দৃশ্যত বাঁকানো শট টেনেই জালে বল জড়ান কামিন্স। গোল পেয়ে যায় মোহনবাগান। এদিন কামিন্সের বাঁকা শট ঠেকাতে ব্যর্থ হয়েছিলেন জামশেদপুরের গোলরক্ষক আলবিনো গোমস।
এক গোলে ম্যাচ জিতে যায় জামশেদপুর
প্রতিপক্ষ জামশেদপুরের বিরুদ্ধে মোহনবাগানের আত্মবিশ্বাস চওড়া করে দিয়েছিল কামিন্সের ওই একটা গোল। এদিন বাগান তারকার বাঁকা শটের গোলেই জয়ের আশা বেশ খানিকটা তীব্র হয়েছিল বাগানের। তবে শেষ পর্যন্ত 2-1 ব্যবধানে ম্যাচ জিতে যায় জামশেদপুর। বলা বাহুল্য, প্রথম লেগে না হলেও দ্বিতীয় লেগে অবশ্য মোহনবাগান জয় পেয়েছিল 2-0 ব্যবধানে। আর সেই সূত্র ধরেই ফাইনালে পৌঁছে বেঙ্গালুরুকে পরাস্ত করে ট্রফি তুলে নেয় কলকাতা ময়দানের এই প্রধান।
অবশ্যই পড়ুন: বাংলাদেশে নির্বাচন ঘোষণা করেও শান্তি নেই, বিরাট ফ্যাসাদে পড়লেন ইউনূস!
ভক্তদের ভোটে কামিন্সের গোলই সেরার তকমা পেল
গত 27 মে থেকে 7 জুন পর্যন্ত চারটি ধাপে আয়োজিত হয় ভোট প্রক্রিয়া। ফুটবল ভক্তদের ভোট পেতে মনোনীত হয়েছিল মোট 32টি দুরন্ত গোল। তবে সেই চার পর্বের ভোটের মাধ্যমে বেশিরভাগ ভক্তই বেছে নিয়েছিলেন বাগান তারকা কামিন্সের গোলটিকে। বলে রাখি, ফুটবল ভক্তদের তরফে 49.66 শতাংশ ভোট পেয়েছিল কামিন্সের গোল। যার ফলে সহজেই এটি সেরার তকমা পেয়ে যায়। অন্যদিকে, 30.93 শতাংশ ভোট পেয়ে গোলের নিরিখে দ্বিতীয় হয়েছে কেরালা ব্লাস্টারসের ফুটবলার নোয়া সাদাউই-র গোল।