চুপিসারে দল গোছাচ্ছে মশাল ব্রিগেড! এবার ইস্টবেঙ্গল এলেন আই লিগের দুই বড় তারকা

Published on:

East Bengal fc signs two I-League footballers

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত মরসুমে হতশ্রী পারফরমেন্সের জন্য নানা মহলে তুমুল সমালোচিত হয়েছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। যার কারণে প্রতিবেশী মোহনবাগানের একের পর এক সাফল্যের মাঝে এক প্রকার ফিকে হয়ে এসেছিল লাল হলুদের রঙ। তবে পুরনো ভুল ত্রুটি শুধরে ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছে মশাল ব্রিগেড।

আসন্ন মরসুমের জন্য নিঃশব্দে চলছে দল সাজানোর পর্ব। অনেকেই আশা করছেন, দীর্ঘ ব্যর্থতা কাটিয়ে অবশেষে বাঘের মতো কামব্যাক করবে ইস্টবেঙ্গল এফসি। আর সেই লক্ষ্যেই এবার একের পর এক নতুন ফুটবলার সই করিয়ে ক্রমশ ক্ষমতা বৃদ্ধি করছে কলকাতা ময়দানের এই প্রধান। এবার নাকি আই লিগের দুই ধরন্ধুরকে সই করিয়ে নিল ইমামি ইস্টবেঙ্গল।

আই লিগের দুই শক্তিমানকে সই করালো ইস্টবেঙ্গল

বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, রিজার্ভ বেঞ্চের শক্তি বাড়ানোর লক্ষ্যে অন্যান্য ফুটবলারের পাশাপাশি এবার নাকি আই লিগে নজরকাড়া ফুটবল উপহার দেওয়া দুই তারকাকে সই করেছে ইস্টবেঙ্গল এফসি। আপাতত যা খবর, গত শনিবার রিয়াল কাশ্মীরের মিডফিল্ডার রামসাঙ্গাকে চূড়ান্ত করে ফেলেছে লাল হলুদ। বলে রাখি, মিজোরামের এই ফুটবলার মূলত ডিফেন্সিভ ব্লকারের ভূমিকায় বিশেষ নজর কেড়েছেন।

অন্যদিকে রাজস্থান এফসি মার্তন্ড রায়ানকেও নাকি সই করিয়ে নিয়েছে লাল হলুদ ব্রিগেড। জানিয়ে রাখা ভাল, লাল হলুদে আসা এই রায়ান মূলত স্টপারের ভূমিকায় খেলেন। গত আই লিগে মোট 21 ম্যাচে অংশ নিয়ে দুরন্ত ফুটবল দেখিয়েছেন এই তরুণ ডিফেন্ডার। শোনা যাচ্ছে, কোচ অস্কার ব্রুজোর সবুজ সংকেতে ও হেড অফ ফুটবল থাংবোই সিংটোর পরামর্শেই নাকি এই তুখোড় ফুটবলারকে সই করিয়েছে ইস্টবেঙ্গল।

অবশ্যই পড়ুন: বাঁকা শটেই বাজিমাত! বাগান তারকা কামিন্সের গোলই ISL সেরা

নজরে রয়েছে জাতীয় দলের দুই ডিফেন্ডার

বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, দীর্ঘ বেশ কিছুদিন ধরেই জাতীয় দলের দুই বড় তারকা মেহতাব সিং ও অভিষেক সিংকে রাডারে রেখেছে ইস্টবেঙ্গল এফসি। তবে শোনা যাচ্ছে, অভিষেক সিংকে নিয়ে আশানুরূপ প্রত্যুত্তর পায়নি লাল হলুদ, অন্যদিকে মেহতাব সিং লাল হলুদে খেলবেন কিনা তা নিয়ে একাধিক সংশয় রয়েছে। কারণ, ইতিমধ্যেই জাতীয় দলের এই দুই ডিফেন্ডারকে টার্গেট করে রেখেছে মোহনবাগান। এদিকে মেহতাবকে ছাড়তে বিশাল অঙ্কের ট্রান্সফার ফি চেয়ে বসেছে মুম্বাই সিটি এফসিও।

সঙ্গে থাকুন ➥