বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় নাগরিকদের জন্য আধার কার্ড একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি। গ্যাস বুকিং হোক কিংবা সম্পত্তি কেনা-বেচা, সবেতেই প্রয়োজন হয় আধার কার্ডের (Aadhaar Card)। তবে অনেকেই হয়তো জানেন না, সরকারি সুবিধা থেকে শুরু করে অন্যান্য বিষয়ে অত্যাবশ্যক এই আধার কার্ডের ক্ষেত্রে জরিমানা হতে পারে আপনার। শুধু তাই নয়, আধার কার্ড সম্পর্কিত বেশ কিছু ভুল করলে হতে পারে 3 বছরের জেল যাত্রাও। কোন ভুল একেবারেই করা যাবে না? কী করলে বাঁচতে পারবেন? রইল সব উত্তর।
আধার কার্ড থাকলেই হবে জেল ও জরিমানা?
ভারত সরকারের নিয়ম অনুযায়ী, আধার কার্ড বর্তমানে সবচেয়ে গুরুত্বপূর্ণ নথি হয়ে উঠেছে। তবে অনেকেই একটা বিষয়ে অজ্ঞাত তা হল, যদি কোনও ব্যক্তি আধারে ভুল তথ্য দিয়ে থাকেন কিংবা সেই আধার কার্ড অপব্যবহার করেন তবে সে ক্ষেত্রে এটি আইনি অপরাধ হিসেবে গণ্য করা হয়। হ্যাঁ, ভারত সরকারের নিয়ম বলছে, যদি কোনও অসাধু ব্যক্তি ইচ্ছাকৃতভাবে তাঁর আধার কার্ডে ভুল তথ্য যেমন, ভুল নাম, ঠিকানা, জন্মের তারিখ, মোবাইল নম্বর বা অন্যান্য ব্যক্তিগত তথ্য ভুল দিয়ে থাকেন তবে সেটি একটি গুরুতর অপরাধের পর্যায়ে পড়ে।
তাছাড়াও, যদি কেউ অন্য কারও পরিচয়ের অপব্যবহার করে জাল নথির সাহায্যে আধার কার্ড তৈরির চেষ্টা করেন, তবে সেক্ষেত্রে তাঁকে ভারতের অনন্য পরিচয় কর্তৃপক্ষ দ্বারা আইনি ব্যবস্থার সম্মুখীন হতে হবে। আরও বলি, কেউ যদি অন্য কারও আধার নম্বর বা বায়োমেট্রিক ডেটা ব্যবহার করেন সে ক্ষেত্রে তা আরও গুরুতর অপরাধ হিসেবে গণ্য করা হয়।
হতে পারে জেল ও জরিমানা
ভারতের আধার আইন অনুযায়ী, আধার কার্ডে ভুল তথ্য দেওয়া ও অন্যের পরিচয়ের অপব্যবহার করে আধার তৈরির চেষ্টা সব ক্ষেত্রেই শাস্তির বিধান রয়েছে। বলে রাখি, ভারতের আধার আইন ও তথ্য প্রযুক্তি আইনের অধীনে 38 নম্বর ধারা অনুযায়ী, যদি কেউ ইচ্ছাকৃত অন্য কারও আধার ব্যবহার করেন সে ক্ষেত্রে 10 হাজার টাকা থেকে 1 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা ও 3 বছরের জেল যাত্রা হতে পারে।
একইভাবে অপরাধ যদি 39 নম্বর ধারার অধীনে পড়ে অর্থাৎ কেউ যদি কারও অনুমতি ছাড়াই তাঁর আধারের তথ্য সংগ্রহ বা শেয়ার করেন, সেক্ষেত্রে 3 বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারে। বলা বাহুল্য, আধার সম্পর্কিত বেআইনি কার্যকলাপ থেকে দূরে থাকার জন্য বারংবার সতর্ক করে চলেছে ভারত সরকার।
অবশ্যই পড়ুন: নির্ধারিত সময়ের আগেই ডুববে কলকাতা! ঘরছাড়া হবেন কয়েক কোটি মানুষ! ভয়ঙ্কর রিপোর্ট
এই ভুলগুলি কখনই করবেন না
প্রথমত, কোনও দিনই কারও আধার কার্ড ব্যবহার করা যাবে না। দ্বিতীয়ত, অনলাইন বা অফলাইনে আধার কার্ডের ফর্মে ইচ্ছাকৃত ভুল তথ্য দেবেন না। তৃতীয়ত, জাল নথি কিংবা অন্য কারও পরিচয় ব্যবহার করে আধার কার্ড তৈরির চেষ্টা করবেন না। চতুর্থত, অন্য কোনও ব্যক্তির আধার কপি ডাউনলোড বা ব্যবহার করা যাবে না। এবং পঞ্চমত, কোনও অপরিচিত ব্যক্তি কিংবা ওয়েবসাইটে নিজের আধারের তথ্য কিংবা অন্যান্য কোনও গুরুত্বপূর্ণ তথ্য দেবেন না। চারিদিকে ঘটে চলা জালিয়াতির ঘটনা থেকে দূরে থাকুন।