সৌভিক মুখার্জী, কলকাতা: ভারতীয় অর্থনীতির গতি বাড়াতে সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক আবারও বিরাট পদক্ষেপ নিয়েছে। হ্যাঁ, রেপো রেট এবার 5.5 শতাংশ কমিয়ে এনেছে RBI। আর ঠিক তারপরেই দেশের অন্যতম রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পিএনবি (Punjab National Bank) সুদের হার কমানোর ঘোষণা করে ফেলল। হ্যাঁ, ইএমআই দিতে যাদের কালঘাম ছুটছিল, তাদের জন্য বিশাল স্বস্তির খবর।
কী বলছে RBI?
গত শুক্রবার ঘোষিত নতুন মুদ্রানীতির বৈঠকে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক 50 বেসিস পয়েন্ট রেপো রেট কমিয়েছে। আর এবার রেপো রেট করা হয়েছে মাত্র 5.5 শতাংশ। অর্থাৎ, ব্যাঙ্কগুলি রিজার্ভ ব্যাঙ্কের থেকে যে হারে ঋণ নেবে, তা এখন অনেকটাই সস্তা। আর এই সিদ্ধান্তের ফলে সাধারণ গ্রাহকরা প্রচুর উপকৃত হবে।
বলে রাখি, শুধুমাত্র রেপো রেট কমিয়েই থেমে থাকেনি RBI। এবার নগদ সঞ্চয়ের অনুপাত বা CRR-ও 1 শতাংশ কমানো হয়েছে। আর এর ফলে বাজারে 2.5 লক্ষ কোটি টাকা নগদ ছাড়া হবে, যা দেশের অর্থনীতির জন্য ইতিবাচক পদক্ষেপ।
PNB-র তরফ থেকে কী বলা হয়েছ?
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের সিদ্ধান্তের ঠিক কয়েক ঘন্টার মধ্যেই পিএনবি তাদের RLLR (Repo Linked Lending Rate) কমানোর সিদ্ধান্তের কথা জানায়। হ্যাঁ, ব্যাঙ্কের তরফ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয় যে, রেপো রেট কমেছে। তাই আমরা RLLR কমাচ্ছি। এবার 50 বেসিস পয়েন্ট ছাড় পাবে গ্রাহকরা। আর নতুন এই হার কার্যকর হবে আগামী 9 জুন, 2025 থেকে।
বলে রাখি, এবার পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের হোম লোনের সুদের হার শুরু হচ্ছে মাত্র 7.45 শতাংশ থেকে এবং গাড়ি লোনে সুদের হার শুরু হচ্ছে মাত্র 7.8% থেকে। এর ফলে লোন নিলে মাসিক ইএমআই অনেকটাই সস্তা হবে, তা বলার অপেক্ষা রাখে না। আর ইএমআই কমা মানেই সাধারণ মানুষের পক্ষে বাজেট সামলানো অনেকটাই সহজ হয়ে যাবে।
আরও পড়ুনঃ কেন্দ্রের নয়া আইনে বাঁচবে টাকা! ১০ সেকেন্ডের বেশি সময় লাগলেই আর দিতে হবে না টোল
কেন এই সিদ্ধান্ত নেওয়া হল?
জানিয়ে রাখি, RBI-র এর মনিটরি পলিসি কমিটির ছয় সদস্যের মধ্যে পাঁচজন সুদের হার কমানোর পক্ষে ভোট দিয়েছিল। আর কারণ হিসেবে উঠে আসছে, দেশের অর্থনৈতিক বৃদ্ধি মন্থর হয়ে যাওয়া, মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ হ্রাস এবং বাজারের চাহিদা বৃদ্ধির প্রয়োজনীয়তা।
আর এ কারণেই রিজার্ভ ব্যাঙ্ক রেপো রেট কমানোর সিদ্ধান্তের পথে হেঁটেছে। বলে রাখি, এর আগে ফেব্রুয়ারি এবং এপ্রিল মাসেও দুই দফায় 25 বেসিস পয়েন্ট করে রেপো রেট কমানো হয়েছিল। ফলে 2025 সালে মোট 100 বেসিস পয়েন্ট রেপো রেট হ্রাস করল RBI।