সৌভিক মুখার্জী, কলকাতা: আপনার বাড়িতে কি পুরনো গাড়ি পড়ে রয়েছে? তাহলে চিন্তার কারণ নেই। পুরনো গাড়ি বদলে এবার নতুন করে Grand Vitara কেনার সুযোগ থাকছে। হ্যাঁ, মারুতি সুজুকি নিয়ে এসেছে বিরাট অফার, যা সত্যিই নিম্নবিত্ত থেকে শুরু করে মধ্যবিত্তদের জন্য সেরা বিকল্প হতে পারে।
আসলে যদি আপনার কাছে 5 বছরের পুরনো বা অন্তত 75 হাজার কিলোমিটার চলা কোন মারুতির গাড়ি থেকে থাকে এবং আপনি Grand Vitara কেনার কথা ভেবে থাকেন, তাহলে আজকের প্রতিবেদনটি আপনার জন্যই। তো চলুন বিস্তারিত জেনে নিই এই অফার সম্পর্কে।
কী থাকছে এই স্কিমে?
মারুতি সুজুকির তরফ থেকে জানানো হয়েছে যে, এবার থেকে পুরনো গাড়ির গ্রাহকরা একটি নির্দিষ্ট স্কিমের মাধ্যমে Grand Vitara কিনতে পারবে। তাও মাত্র 9999 টাকা মাসিক EMI-তে। অর্থাৎ, অন্যান্য সাধারণ ফিনান্স স্কিমের তুলনায় বলতে গেলে 20 শতাংশ কম EMI। এই স্কিমের সবথেকে বড় আকর্ষণ 5 বছর বা 75 হাজার কিলোমিটার পর আপনি গাড়িটি ফেরত দিতে পারবেন কোম্পানিকে। যেখানে গাড়িটির বর্তমান মূল্যের 50% দাম নিশ্চিত Buyback পাবেন।
কোন কোন শহরে শুরু হয়েছে এই স্কিম?
এখনো পর্যন্ত যা খবর, প্রথম ধাপে এই স্কিমটি দিল্লি-এনসিআর, মুম্বাই এবং বেঙ্গালুরুতে চালু করা হয়েছে। তবে মার্কেটের সাড়া এবং অভিজ্ঞতার উপর ভিত্তি করে ভবিষ্যতেই স্কিম গোটা ভারতের বিভিন্ন রাজ্যে চালু করা হবে বলে জানিয়েছে মারুতি সুজুকি সিনিয়র এক্সিকিউটিভ অফিসার।
আরও পড়ুনঃ ভোটের আগে বিরাট তোড়জোড় নবান্নের, চাইল সমস্ত সরকারি কমিটির তথ্য
কীভাবে কাজ করবে পুরো স্কিমটি?
প্রথমত, আপনার পুরনো মারুতি গাড়িটি ডাউন পেমেন্টে হতে হবে। এরপর সঙ্গে আপনার এক্সচেঞ্জ বোনাস থাকতে হবে। আর বাকি দাম ফিনান্স হবে। আপনাকে শুধুমাত্র বাকি টাকার জন্য প্রতি মাসে 9999 টাকা EMI-র কিস্তি জমা দিতে হবে। আর পাঁচ বছর পর আপনি চাইলে গাড়িতে ফেরত দিয়ে 50% টাকা নিয়েও নিতে পারবেন।
বলে রাখি, এই Grand Vitara মাত্র 32 মাসেই 3 লক্ষ ইউনিট বিক্রির রেকর্ড ছুঁয়ে ফেলেছে। মারুতির এই মিড-সাইজ SUV এখন শুধু শহরের রাস্তা নয়, বরং গ্রামের বাজারেও সবার কাছে সেরা বিকল্প হয়ে উঠেছে। স্টাইলিশ, পারফরম্যান্স এবং মাইলেজের দিক থেকে নজরকাড়া এই গাড়ি। তাই যদি আপগ্রেড করার কোনও ইচ্ছা থেকে থাকে, তাহলে অবশ্যই অফারটিকে লুফে নিতে পারেন।