বিক্রম ব্যানার্জী, কলকাতা: পহেলগাঁও জঙ্গি হামলার পর প্রত্যাঘাত হিসেবে কূটনৈতিকভাবে সিন্ধু জল বন্টন চুক্তি স্থগিত করে পাকিস্তানকে প্রথম ধাক্কা দিয়েছিল ভারত। তবে সেই যন্ত্রণা আজও বয়ে বেড়াচ্ছে ইসলামাবাদ। সূত্রের খবর, পাকিস্তানের সেই জলযন্ত্রণাকে আরও দীর্ঘমেয়াদী করতে এবার নতুন পরিকল্পনা (Canal Project) তৈরি করে ফেলল কেন্দ্র। আপাতত যা খবর, পাকিস্তানে যাওয়া সিন্ধু নদের জল সীমিত করতে এবার বিরাট কর্মযজ্ঞ হাতে নিয়ে ফেলল দিল্লি।
এবার শিক্ষা পাবে পাকিস্তান!
বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, পাকিস্তানের কর্মকাণ্ডের সাজা বোঝানোর মাঝে হঠাৎ করেই নতুন পরিকল্পনা তৈরি করে ফেলল ভারত। খোঁজ নিয়ে জানা গেল, সন্ত্রাসবাদের আশ্রয়দাতাকে আরও কিছুটা শিক্ষা দিতে এবার পাকিস্তানে যাওয়া সিন্ধু নদের জল সীমিত করার পথে হাঁটল কেন্দ্র। জানা যাচ্ছে, জল বন্টন চুক্তি রদের পর এবার নাকি সিন্ধু, শতদ্রু ও বিয়াস নদীর জল সীমিত করতে চলেছে দিল্লি।
সূত্রের খবর, বর্তমানে কেন্দ্রীয় সরকার যে পরিকল্পনা হাতে নিয়েছে তাতে সিন্ধু নদকে রবি-বিয়াস নদীর সাথে যুক্ত করা হতে পারে। যার দৌলতে, শতদ্রু নদীর মাধ্যমে পাঞ্জাবের হরিকে ব্যারেজে বিপুল পরিমাণ জল প্রবাহিত হবে। এছাড়াও নদী খালটি অন্তত 200 কিলোমিটার দীর্ঘ করা হবে বলেই খবর। তাছাড়াও খালের দৈর্ঘ্য বাড়িয়ে অন্তত 12টি বৃহৎ টানেল নির্মাণ করবে মোদি সরকার।
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, মেগা খালটিকে 200 কিলোমিটার দীর্ঘ করার পর টানেল গুলির মধ্যে দিয়ে সিন্ধু, রবি ও বিয়াসের জল প্রবাহিত হবে ইন্দিরা গান্ধী খাল ও রাজস্থানের গঙ্গা-খাল সহ আরও কয়েকটি খাল দিয়ে। যা শেষ পর্যন্ত যমুনা নদীতে গিয়ে মিশবে বলেই খবর।
সূত্র বলছে, খাল সম্প্রসারণ এবং সিন্ধু তার উপনদীগুলির জল সীমিত করে সেগুলিকে যমুনার সাথে যুক্ত করার মাধ্যমে পাঞ্জাবের সিরহিন্দ ফিডার, হরিয়ানার রাজস্থান ফিডার ও ইন্দিরা গান্ধী খালের সাথে গঙ্গা খালের ক্ষমতা বৃদ্ধি, পলি অপসারণের কাজ শুরু হবে। তবে জানা যাচ্ছে, টানেলের ফাঁকফোকর বন্ধের কাজ চলছে জোর কদমে।
সম্প্রতি প্রকাশিত একটি সংবাদমাধ্যমের প্রতিবেদন জানাচ্ছে, 200 কিলোমিটার দীর্ঘ যে খালটি খনন করা হবে তা হরিকে ব্যারেজের সাথে সমান্তরাল ভাবে নির্মিত হবে। বলে রাখি, কেন্দ্রের এই বৃহৎ পরিকল্পনার মাধ্যমে, বিভিন্ন টানেলের মধ্যে দিয়ে দেশের বিভিন্ন খালে প্রবাহিত হওয়ার পাশাপাশি পাকিস্থানে যাওয়া জল অনেকটাই আটকানো যাবে বলেই খবর।
অবশ্যই পড়ুন: বাংলাদেশে কুরবানির পশু কাটতে গিয়ে আহত ৩০০ পার!
উপকৃত হবে একাধিক রাজ্য
জানা যাচ্ছে, কেন্দ্রের এই প্রকল্পের কাজ সম্পন্ন হলে জম্মু ও কাশ্মীর, পাঞ্জাব, রাজস্থান, হরিয়ানা, হিমাচল প্রদেশ ও উত্তরপ্রদেশ সহ বেশ কয়েকটি রাজ্য সিন্ধু নদীর জলে পাবে। এছাড়াও পরিকল্পনা অনুযায়ী অতিরিক্ত জল গঙ্গা ও যমুনা নদীতে প্রবাহিত হয়ে যাবে। এ প্রসঙ্গে এক কর্মকর্তা জানিয়েছেন, সবকিছু ঠিকমতো চললে আগামী দু থেকে তিন বছরের মধ্যে কেন্দ্রের এই গোটা প্রকল্পের কাজ সম্পন্ন হবে।