কলকাতার কাছেই রয়েছে ‘মিনি পহেলগাঁও’, উইকএন্ডে ঢুঁ মারুন দক্ষিণবঙ্গের বৈসরন ভ্যালিতে

Published on:

mini pahalgam purulia

সহেলি মিত্র, কলকাতা: বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে কোনো জিনিস ভাইরাল হতে সময় লাগে না। এবারেও তাই হল। এখন ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব খুললে বাংলার এমন এক সুন্দর জায়গার ছবি, ভিডিও ভাইরাল হচ্ছে যা দেখে অবাক সকলে। অনেকে জায়গাটিকে আবার ‘মিনি পহেলগাঁও’-এর তকমা দিতেও শুরু করেছেন। তবে এখানে যেতে কিন্তু আবার কাঁড়ি কাঁড়ি টাকাও খরচ হবে না। এমনকি অফিস থেকে লম্বা ছুটি নেওয়ারও দরকার নেই। উইকেন্ড ট্রিপ (Weekend Tour) কিংবা দুদিনের জন্য প্ল্যান করলেও হবে। আজকের এই প্রতিবেদনে আপনাদের বাংলার এমনই এক সুন্দর জায়গার খোঁজ দেব যেখানে গেলে আপনি আপনার চোখকে বিশ্বাস করতে পারবেন না।

ঘুরে আসুন বাংলার ‘মিনি পহেলগাঁও’ থেকে

এমনিতে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে প্রাক বর্ষার বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আর পরিস্থিতিতে চারিদিকে রীতিমতো সবুজের সমাহার। এই মরসুমে কোথাও ঘুরতে যাওয়ার মজাই আলাদা। আপনিও কি রোজকার একঘেয়ে জীবন থেকে একটু ব্রেক নিয়ে কোথাও ঘুরে আসতে চান? তাহলে যেতে পারেন কলকাতা থেকে কিছুটা দূরে পুরুলিয়া জেলার ঝালদায়। এই ঝালদায় এমন এক জায়গা আছে যেখানে গেলে আপনি প্রকৃতির প্রেমে পড়ে যাবেন। মনে হবে প্রকৃতি এখানে সবকিছু উজাড় করে দিয়েছে। ফিল পাবেন কাশ্মীরের। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি। চোখের সামনে এক টুকরো পহেলগাঁও ভেসে উঠবে।

পুরুলিয়ায় রয়েছে এত সুন্দর জায়গা!

যারা গিয়েছেন তাঁরা জানেন পহেলগাঁওয়ের বৈসরণ ভ্যালি কতটা সুন্দর। পুরুলিয়ার ঝালদা স্টেশনের পাশ দিয়েই প্রায় দুই কিলোমিটার এগোলে ঝালদার পুরনো মাঠ পড়বে। স্থানীয়রা এটিকে সোনাটাঁরির মাঠ বলেন। এই মাঠই এখন যেন এক টুকরো পহেলগাঁওয়ের বৈসরণ ভ্যালি হয়ে উঠেছে। এখানে এলে আপনি চারিদিকে সবুজ আর সবুজ দেখতে পাবেন।

আরও পড়ুনঃ ২৭ জুনের মধ্যে DA না মেটালেই…! চরম হুঁশিয়ারি সংগ্রামী যৌথ মঞ্চের

এছাড়াও চোখে পড়বে ছোট ছোট সব টিলা। সব থেকে বড় কথা যারা একটু নিরিবিলিতে ঘুরতে পছন্দ করেন তারা এই সোনাটাঁরির মাঠ থেকে অনায়াসেই ঘুরে আসতে পারবেন। কারণ এখনো অবধি পর্যটকদের মধ্যে এই জায়গাটির জনপ্রিয়তা ততটা বৃদ্ধি পায়নি ফলে আপনারা যদি কোথাও উইকেন্ডে ঘুরতে যাওয়ার প্ল্যান হয়ে থাকে তাহলে এই জায়গা থেকে অনায়াসেই ঘুরে আসতে পারেন।

সঙ্গে থাকুন ➥