‘হিন্দু ৫০-র নীচে নামলেই শরিয়ত আইন! লক্ষ্মীর ভান্ডারে ৩০০০ টাকা!’ বিরাট ঘোষণা শুভেন্দুর

Published on:

Suvendu Adhikari

সৌভিক মুখার্জী, কলকাতা: এই রাজ্যে শুধুমাত্র প্রতিবাদ নয়, প্রতিরোধ চাই। হ্যাঁ, 2026 সালের বিধানসভা ভোটের এক বছর আগে রাজনীতিকে ফের উস্কে দিলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার উত্তর 24 পরগনার ন্যাজাটে জনসভা থেকে তৃণমূল সরকারকে কটাক্ষ করে বিজেপি নেতা শুভেন্দু অধিকারী সাফ জানিয়ে দিলেন, এবার আর পেছনে ফেরা নয়, সোজাসুজি 2026-এর লক্ষ্যের দিকে এগোতে হবে।

2026-এ বিজেপি সরকার গড়বে বাংলায়?

ন্যাজাটের মঞ্চে দাঁড়িয়ে এদিন শুভেন্দু বলেন, আজ থেকেই প্রস্তুতি শুরু করতে হবে। আমরা সবাই মিলে জোট বাঁধবো। তৃণমূলকে সরিয়ে 2026-এ বাংলা বিজেপি দখল করবে। তার বক্তব্যের মাঝে উঠে এসেছে কেন্দ্রীয় সরকারের উন্নয়নমূলক প্রকল্প, উত্তর প্রদেশ এবং অসমে বিজেপি সরকারের কার্যকলাপ এবং সেই মডেল বাংলায় আনার প্রতিশ্রুতি।

500-এর বদলে 3000 টাকা দেবে বিজেপি সরকার

তৃণমূল সরকারের লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে এদিন কটাক্ষ করে শুভেন্দু অধিকারী বলেছেন, মায়েরা 500/1000 টাকার জন্য শাখা পলা বিসর্জন দেবে না। বিজেপি ক্ষমতায় আসলে প্রথম মাসের 1 তারিখ থেকেই মহিলাদের অ্যাকাউন্টে 3000 টাকা করে ভাতা দেওয়া হবে।

তিনি দাবি করেছেন, 1 লক্ষ 20 হাজার টাকায় ঘর হয়? বিজেপি আসলে 3 লক্ষ টাকার ঘর হবে। স্মার্ট মিটার লাগিয়ে সরকার মধ্যবিত্তদের পকেট থেকে টাকা শুষে নিচ্ছে। আর এবার সেই শোষণের যোগ্য জবাব আমরা দেব।

হিন্দু ভাগ হলেই সর্বনাশ!

এদিনের সভায় বারবার হিন্দু জোটের কথা বলেছেন শুভেন্দু অধিকারী। বলেছেন ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈষ্ণব, শূদ্র, তপশিলি জাতি বা উপজাতিতে কোনো ভাগ থাকবে না। আমাদের ঐক্যের প্রয়োজন। সমস্ত হিন্দু মঠ, সংগঠন, বিশ্বাসের মানুষ একসঙ্গে থাকতে হবে এবং হাতে গীতা রাখতে হবে।

তিনি আরো বলেছেন যে, 1951 সালে আমরা 85% ছিলাম। আজ সেখানে 67%-এ নেমে এসেছি। বাংলাদেশে 1971-এ হিন্দু ছিল 23%। আজ মাত্র 7%-এ দাঁড়িয়েছে। যদি সংখ্যাটা 50%-এর নিচে নেমে যায়, তখন আর কোনোরকম সংবিধান চলবে না। চলবে শরিয়ৎ আইন। আর এই বাংলাকে কোনোভাবেই সে জায়গায় যেতে দেওয়া হবে না।

এদিন তিনি তৃণমূল শাসনের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেছেন, সন্দেশখালিতে বিজেপি 700 ভোটে এগিয়ে রয়েছে। শাহজাহানের দাদাগিরি অতীত। সঙ্গে তিনি সোনারঘাট, বসিরহাটের কথাও উল্লেখ করেন। এমনকি বলেছেন, রোহিঙ্গা মুসলিমরা দখল করছে। এবার সুন্দরবন, গোসাবা, ক্যানিংয়ের মানুষজনদের জেগে উঠতে হবে।

আরও পড়ুনঃ স্বল্প বিনিয়োগে শুরু করুন এই ব্যবসা! মাস গেলে আয় হবে ৭০ হাজার টাকা

পহেলগাঁও, অপারেশন সিঁদুর নিয়েও মন্তব্য

এদিন শুভেন্দু অধিকারী কঠোর বার্তায় বলেন, জঙ্গিরা মাথায় সিঁদুর দেখে মেরেছে। মোদি সেদিন সেনা পাঠিয়ে অপারেশন সিঁদুর করেছেন। হ্যাঁ, 100 কিলোমিটার ভেতরে ঢুকে জঙ্গিদের গুঁড়িয়ে দিয়েছে। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। এবার বাংলার মানুষ প্রতিশোধ নেবে না? 

বামদেরও এক হাত নিয়ে তিনি বলেছেন, চন্দন দাস, হরগোবিন্দ দাসদের মেরেছে বাম বলে নয়, হিন্দু বলে। ফলে এবার ঐক্যবদ্ধ হলে আর কেউ কিচ্ছু করতে পারবে না।

সঙ্গে থাকুন ➥