প্রীতি পোদ্দার, নয়া দিল্লি: বিজ্ঞানের জগতে ফের ইতিহাস তৈরি করতে চলেছে ভারত। রাকেশ শর্মার ৪০ বছর পরে আবার মহাকাশে পাড়ি জমাতে চলেছেন লখনউয়ের ছেলে শুভাংশু শুক্ল (Indian Astronaut Shubhanshu Shukla)। জোড় কদমে চলছে শেষ মুহূর্তে প্রস্তুতি। প্রায় ৯ মাস আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে কাটানোর পরে গত মার্চে ফিরে এসেছেন ভারতীয় বংশোদ্ভূত নভোচর সুনীতা উইলিয়ামস এবং বুচ উইলমোর। আর এবার আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে যাওয়ার কথা শুভ্রাংশু শুল্কার।
কবে পাড়ি দিচ্ছেন মহাকাশে?
প্রাপ্ত রিপোর্ট সূত্রে জানা গিয়েছে, লখনউয়ের ছেলে শুভাংশু শুক্ল হলেন ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন। তাঁকে নাসার ‘অ্যাক্সিয়ম-৪’ নামে এক বিশেষ অভিযানে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে। সেক্ষেত্রে এই অভিযানে সঙ্গ দিতে চলেছে ইলন মাস্কের সংস্থা স্পেস-এক্সের ‘ড্রাগন’ মহাকাশযান। প্রযুক্তি এবং যান্ত্রিক সমস্যা ঠিকঠাক থাকলে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার, সকাল ৮টা ২২ মিনিটে মহাকাশের উদ্দেশে রওনা দেবে শুভাংশুদের যান। আর এই মহাকাশযানটি উৎক্ষেপণ করবে ফ্যালকন ৯ রকেট।
পূর্বের পরিকল্পনা ব্যাহত হয়েছিল!
গত বছরের আগস্ট থেকেই এই মহাকাশযানের প্রস্তুতি শুরু হয়েছিল। ISRO-র তরফ থেকে প্রাথমিকভাবে ‘অ্যাক্সিয়ম-৪’ অভিযানের জন্য বেছে নেওয়া হয়েছিল ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্ল এবং প্রশান্ত বালাকৃষ্ণন নায়ারকে। আর এই দুজনের মধ্যে মূল মহাকাশচারী হিসাবে বেছে নেওয়া হয় শুভাংশুকে।
এছাড়াও ওই অভিযানে থাকছেন নাসার প্রাক্তন মহাকাশচারী পেগি হুইটসন, পোল্যান্ডের স্লায়োস উজ়নানস্কি-উইসনিউস্কি এবং হাঙ্গেরির টিবর কাপু। এর আগে ২৯ মে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাড়ি দেওয়ার কথা ছিল ইন্ডিয়ান এয়ার ফোর্সের গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুল্কার। কিন্তু ইন্টারন্যাশনাল স্পেস স্টেশনে যাওয়ার সেই অভিযান স্থগিত হয়ে যায়।
আরও পড়ুন: ৫০ হাজার ভুয়ো সরকারি কর্মী, ২৩০ কোটির বেতন দুর্নীতি মধ্যপ্রদেশে? বিরাট তথ্য ফাঁস
দীর্ঘদিন চলেছিল প্রশিক্ষণ পর্ব!
জানা গিয়েছে, আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে শুভাংশু শুক্ল ১৪ দিন আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে থাকবেন। সেখানে বিভিন্ন পরীক্ষানিরীক্ষাও চালাবেন তাঁরা। তবে কোনও কারণে যদি ওই অভিযান ব্যর্থ হয় তাহলে বুধবারও উৎক্ষেপণের চেষ্টা করা হবে বলে জানিয়েছে নাসা।
পূর্বে শুভাংশুর শুক্ল এএন-৩২, জাগুয়ার, হক, মিগ-২১-সহ নানা ধরনের যুদ্ধবিমান চালানোর অভিজ্ঞতা রয়েছে। কিন্তু মহাকাশযান এই প্রথমবার সে পাড়ি দিতে চলেছে। তাই স্পেসএক্স এবং ‘অ্যাক্সিয়ম স্পেস ইনকর্পোরেশন’-এর কাছে প্রশিক্ষণও নিতে হয়েছে তাঁকে। এবার শুধু সময়ের অপেক্ষা নতুন ইতিহাস গড়ে ওঠার।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।