বিরাট সুখবর! ভারতে খেলতে আসছে মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা

Published on:

Argentina is coming to play in India

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতে খেলতে আসছে বিশ্বকাপজয়ী আর্জেন্টিনা (Argentina)। লিওনেল মেসি ও তাঁর দলকে নিয়ে ভারতীয় ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনার অন্ত নেই। এমতাবস্থায়, মেসির দেশে আসার স্বপ্ন এক প্রকার বাস্তব রূপ পেতে চলেছে বলেই নিশ্চয়তা দিয়ে রাখলেন কেরালার ক্রীড়ামন্ত্রী ভি আবদুরাহিমান। জানা যাচ্ছে, চলতি বছরেই কেরালায় একটি প্রীতি ম্যাচ খেলতে ভারতে আসছে মেসি ও তাঁর গোটা দল!

কবে নাগাদ ভারতে পা পড়বে মেসিদের?

গত বছর অর্থাৎ 2024 সালে আর্জেন্টিনার ভারত সফরের ঘোষণা সত্ত্বেও দীর্ঘ ছয় মাস ধরে কোনও সুখবর পাননি দেশবাসী। অনেকে ধরেই নিয়েছিলেন, সফরটি বাতিল করেছে মেসির দল। তবে সেই স্বপ্ন ভেঙে যাওয়ার আগেই ফের আশার আলো জোগালেন ভিন রাজ্যের ক্রীড়া মন্ত্রী। সম্প্রতি কেরালার ক্রীড়া মন্ত্রী আবদুরাহিমান জানিয়েছেন, আগামী অক্টোবর বা নভেম্বর মাস নাগাদ কেরালায় একটি প্রীতি ম্যাচ খেলতে আসছে মেসির নেতৃত্বাধীন আর্জেন্টিনা।

এ প্রসঙ্গে, ক্রীড়া মন্ত্রী আরও বলেন, আর্জেন্টিনা দল ভারত সফর করলে মেসিদের রাষ্ট্রীয় অতিথির মর্যাদায় স্বাগত জানাবে কেরালা সরকার। তাছাড়াও ওই মন্ত্রী বলেন, ম্যাচ ফি বাবদ প্রয়োজনীয় অর্থ প্রদান করছে স্পন্সর প্রতিষ্ঠান রিপোর্টার ব্রডকাস্টিং কোম্পানি। ফলত, আর্জেন্টিনার ভারত সফরে আর কোন বাধা থাকছে না। সব মিলিয়ে কেরালার ক্রীড়া মন্ত্রীর আশায় তাল মিলিয়ে বলাই যায়, অবশেষে মেসিদের ভারতে আসার স্বপ্ন পূরণ হতে চলেছে!

ক্রীড়া মন্ত্রীর ফেসবুক পোস্ট

গত শুক্রবার নিজের ফেসবুক হ্যান্ডল থেকে একটি ক্ষুদ্র পোস্ট করেন কেরালার ক্রীড়ামন্ত্রী। তিনি লিখেছিলেন, ‘Messi Will Come’, সেই সাথেই স্পন্সর সংস্থাকে ধন্যবাদ জানান ওই মন্ত্রী। যদিও পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেরালার ঐ মন্ত্রী জানিয়েছিলেন, স্পনসর প্রতিষ্ঠান এখন প্রয়োজনীয় অর্থ পরিশোধ করছে। কাজেই আর্জেন্টিনার ভারত সফরে আর কোনও জটিলতা থাকছে না। অক্টোবর থেকে নভেম্বরের মধ্যে ফিফা উইন্ডোতে এই ম্যাচটি আয়োজনের সম্ভাবনা সবচেয়ে বেশি।

অবশ্যই পড়ুন: বাংলাদেশে কুরবানির পশু কাটতে গিয়ে আহত ৩০০ পার!

প্রসঙ্গত, কেরালার ওই মন্ত্রী স্পষ্ট জানিয়েছেন, আর্থিক চুক্তিতে কেরালা সরকার জড়িত নয়। এই চুক্তি আসলে স্পন্সর সংস্থা ও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের মধ্যেকার বিষয়। সরকার শুধুমাত্র আতিথিয়তা ও নিরাপত্তার দায়িত্ব নেবে। সব মিলিয়ে, স্পন্সর সংস্থার উদ্যোগ ও কেরালা সরকারের বাড়তি দায়িত্ব মিলিয়ে মেসির মতো একজন বিশ্বজয়ী ফুটবলারকে ভারতের মাটিতে দেখতে পেয়ে ফুটবল প্রিয় মানুষজনের অবস্থাটা ঠিক কেমন হবে, তা কল্পনা করে নিচ্ছেন অনেকেই।

সঙ্গে থাকুন ➥