প্রীতি পোদ্দার, কলকাতা: গরমের ছুটি পড়তেই অনেকে বেড়াতে যাওয়ার পরিকল্পনা শুরু করে দেয়। যার দরুন বহু যাত্রীর টিকিট ওয়েটিং লিস্টে চলে যায়। তাইতো এইসময়, ট্রেনের টিকিট পেতে বেশ ঝক্কি পোহাতে হয়। তাই গ্রীষ্মকালে যাত্রীদের টিকিটের চাহিদার কথা মাথায় রেখে এবার বড় সিদ্ধান্ত নিল রেল (Indian Railways)। যাত্রীদের সুবিধার জন্য নিয়ে আসা হল সামার স্পেশাল ট্রেন।
সামার স্পেশাল ট্রেন চালু করল রেল!
জানা গিয়েছে, গ্রীষ্মকালীন ছুটি এবং যাত্রীদের ক্রমবর্ধমান সংখ্যার কথা মাথায় রেখেই যাত্রীদের সুবিধার্থে রেল প্রশাসন মাদার-রোহতক বিশেষ ট্রেন পরিষেবা শুরু করেছে। রেল সূত্রে জানা গিয়েছে, এই সামার স্পেশাল ট্রেনটি সম্পূর্ণরূপে অসংরক্ষিত, যাতে আরও বেশি সংখ্যক যাত্রী এর সুবিধা নিতে পারেন। এবং টিকিটের মূল্য বেশ সস্তা, যাতে সব শ্রেণীর মানুষ এই ট্রেনের যাত্রার সুবিধা উপভোগ করতে পারে।
ট্রেনের সময় তালিকা
উত্তর পশ্চিম রেলওয়ের প্রধান জনসংযোগ কর্মকর্তা শশী কিরণ জানিয়েছেন এই সামার স্পেশাল ট্রেনটির পরিষেবা মিলবে ৮ জুন থেকে ৩০ জুন ২০২৫ পর্যন্ত। রেল সূত্রে জানা গিয়েছে, এই বিশেষ ট্রেনটি প্রতিদিন ভোর ৪ টে ৩০ মিনিটে মাদার স্টেশন থেকে ছেড়ে দুপুর ১২ টা ৫০ মিনিটে রোহতকে পৌঁছাবে। ফেরার সময়, ০৯৬৪০ নম্বর ট্রেনটি রোহতক থেকে দুপুর ১টা ২০ মিনিটে ছেড়ে রাত ১০টা ৩৫ মিনিটে মাদারে পৌঁছাবে।
কোন কোন স্টেশনে থামবে ট্রেন?
আর এই রুটের মাঝেই ট্রেনটি কিষাণগড়, নরেনা, ফুলেরা, রেনওয়াল, বাধল, রিঙ্গাস, শ্রীমাধোপুর, কাওয়ান্ত, ভাগেগা, নিম কা থানা, মানওয়াদা, ডাবলা, নিজামপুর, নারনৌল, আতেলি, কুন্দ, রেওয়ারি, গোকলগড়, ঝাজ্জার এবং আবোহর স্টেশনে থামবে। ফলে সেখানকার যাত্রীদেরও বেশ সুবিধা হবে। উল্লেখযোগ্য বিষয় হল এই বিশেষ ট্রেনটিতে মোট ১২টি কোচ থাকবে, যার মধ্যে ১০টি সাধারণ ক্লাস এবং ২টি গার্ড কোচ থাকবে।
আরও পড়ুন: ৫০ কিমি বেগে হাওয়া, সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি! বিকেলে দক্ষিণবঙ্গের ৮ জেলায় আবহাওয়ার মুড বদল
প্রসঙ্গত, বেশ কিছুদিন আগে পূর্ব রেলওয়ের শিয়ালদহ, হাওড়া, কলকাতা, আসানসোল ও মালদা টাউন স্টেশন থেকে ভারতের বিভিন্ন গন্তব্যে ১৯ জোড়া গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন সূচনা করেছে। যাত্রীদের নিরাপদ, আরামদায়ক যাত্রার জন্য রেলের এই উদ্যোগকে অনেকেই ধন্যবাদ জানিয়েছে। তবে এই বিষয়ে আরও জানতে রেলের তরফে দেওয়া বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নেওয়ার আবেদন জানিয়েছে রেল।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।