দাম কমল CNG-র

Published on:

cng price

সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি সিএনজি (CNG) গাড়ি ব্যবহার করেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সুখবর। মুল্যবৃদ্ধির বাজারে আচমকা দাম কমানো হল সিএনজি-র। শুনে বিশ্বাস হচ্ছে না তো? কিন্তু এটাই দিনের আলোর মতো সত্যি। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

দাম কমল CNG-র

আসলে সাধারণ মানুষকে কিছুটা হলেও স্বস্তি দিয়ে ইন্দ্রপ্রস্থ গ্যাস লিমিটেড (আইজিএল) সিএনজির দাম কমানোর উদ্যোগ নিয়েছে। আইজিএল হরিয়ানার করনালে সিএনজির দাম ১ টাকা প্রতি কিলো কমিয়েছে। আজ সোমবার থেকে করনালে এক কিলো সিএনজি বিক্রি হচ্ছে ৮৩.৪৩ টাকায়। তবে এখানে একটি বিষয় জানিয়ে রাখি, অন্যান্য শহরে সিএনজির দাম নিয়ে এখনও কোনো পরিবর্তন হয়নি।

উল্লেখ্য, কিছুদিন আগে সরকার প্রাকৃতিক গ্যাসের দাম কমিয়েছিল, এর পর থেকেই সিএনজির দাম কমার সম্ভাবনা করা হচ্ছিল। এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে পেট্রোল, ডিজেল থেকে শুরু করে রান্না গ্যাসের দামও কমাবে সরকার? না এই বিষয়ে সরকারের তরফ থেকে কোনো ঘোষণা করা হয়নি।

খুশি সাধারণ মানুষ

সিএনজি এবং পিএনজি উভয়ই প্রাকৃতিক গ্যাস থেকে তৈরি হয়। সরকার ওএনজিসিকে নিলামের ছাড়াই বরাদ্দকৃত এলাকাগুলি থেকে প্রাকৃতিক গ্যাসের দাম ৬.৭৫ ডলার প্রতি মিলিয়ন ব্রিটিশ থার্মাল ইউনিট (এমএমবিটিইউ) থেকে কমিয়ে ৬.৪১ ডলার করেছে।

কোন শহরে কত দাম সিএনজি-র

  • দিল্লি 77.09
  • নয়ডা 85.7
  • গ্রেটার নয়ডা 85.7
  • গাজিয়াবাদ 85.7
  • মুজফফরনগর 87.08
  • মেরঠ 87.08
  • শামলী 87.08
  • গুরুগ্রাম 83.12।
গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥