সহেলি মিত্র, কলকাতা: কেন্দ্রীয় সরকারি কর্মীদের অপেক্ষার যেন শেষই হতে চাইছে না। সকলে এখন দুটি জিনিসের জন্য দীর্ঘ অপেক্ষা করছেন। এক হল অষ্টম বেতন পে কমিশন লাগু হওয়ার এবং দ্বিতীয় হল আরও এক দফায় ডিএ (DA) বৃদ্ধি। কেন্দ্রীয় কর্মচারীরা দীর্ঘদিন ধরে মহার্ঘ্য ভাতা বৃদ্ধির অপেক্ষা করছেন। বর্তমানে সকলে মহার্ঘ্য ভাতা পাচ্ছেন। কয়েক মাস আগে হওয়া এই ঘোষণায় উপকৃত হয়েছেন কয়েক কোটি কেন্দ্রীয় সরকারি কর্মী। এখন অপেক্ষা পরবর্তী ডিএ নিয়ে ঘোষণার।
কবে ঘোষণা হবে পরবর্তী DA- র?
গত এপ্রিল মাসে কেন্দ্রীয় সরকার প্রায় ১.২ কোটি কেন্দ্রীয় কর্মচারী এবং পেনশনভোগীদের জন্য মহার্ঘ্য ভাতা (ডিএ) এবং মহার্ঘ্য ত্রাণ (ডিআর) ২% বৃদ্ধি করে ৫৫% করার ঘোষণা করে। জানুয়ারি থেকে জুন সময়ের জন্য মহার্ঘ ভাতায় ২% বৃদ্ধি গত ৭৮ মাসের মধ্যে সর্বনিম্ন। এদিকে ২০২৫ সালের ক্যালেন্ডার বছরের প্রথম তিন মাসে মুদ্রাস্ফীতির আরও হ্রাস ইঙ্গিত দেয় যে কেন্দ্রীয় কর্মচারীদের ডিএ ২% এরও কম বৃদ্ধি পেতে পারে। ২০২৫ সালের প্রথম দুই মাসের জন্য অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স (AICPI-IW) তথ্যে হ্রাস দেখা গেছে, যা জুলাই-ডিসেম্বর ২০২৫ এর জন্য ডিএ বৃদ্ধি কমাতে পারে।
কর্মীদের জন্য ডিএ বৃদ্ধি গণনা করার জন্য AICPI-IW একটি গুরুত্বপূর্ণ সূচক। যদি পরবর্তী ৪ মাস ধরে এই হ্রাস অব্যাহত থাকে, তাহলে ভাতা প্রভাবিত হতে পারে। যদি এই রিপোর্ট বিশ্বাস করা হয়, তাহলে এটি কোটি কোটি কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং পেনশনভোগীদের আরও হতাশ করবে। প্রযুক্তিগতভাবে, এটি হবে সপ্তম বেতন কমিশনের শেষ ডিএ সংশোধন। আপনাকে জানিয়ে রাখি যে এই বছরের ৩১ ডিসেম্বর, সপ্তম বেতন কমিশন তার ১০ বছরের মেয়াদ পূর্ণ করবে।
আরও পড়ুনঃ মাত্র ১০ কোটি ৪১ লক্ষ টাকা বেতন পান আদানি! আম্বানি-মিত্তালদের কত?
সুখবরের অপেক্ষায় কর্মীরা
এদিকে আবার অন্য একটি রিপোর্ট অনুযায়ী, শিল্প শ্রমিকদের জন্য অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইনডেক্স এপ্রিল মাসে ০.৫ পয়েন্ট বৃদ্ধি পেয়েছে, যা কর্মচারীদের মনে আশা জাগিয়েছে। এআইসিপিআই-আইডাব্লু সূচক ২০২৫ সালের জানুয়ারিতে ছিল ১৪৩.২। এপ্রিলে তা হয়েছে ১৪৩.৫। অর্থাৎ টানা দ্বিতীয় মাসে এই সূচক বেড়েছে। এখন যদি মে ও জুনের সিপিআই-আইডব্লিউ-র পরিসংখ্যানও বাড়ে, তাহলে কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ভাতা ৩ থেকে ৪ শতাংশ বাড়তে পারে। যদিও চূড়ান্ত ঘোষণার জন্য এখন মুখিয়ে রয়েছেন আধিকারিকরা।