বিক্রম ব্যানার্জী, কলকাতা: বর্তমানে ভারতে ইন্টারনেট পরিষেবার বাজার ধরে রেখেছে দেশের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio ও আরেক জায়ান্ট সংস্থা Airtel। তবে, মুকেশ আম্বানিদের সেই সুদিন খুব শীঘ্রই ফিকে হতে চলেছে! কেননা, ইতিমধ্যেই ভারত সরকারের তরফে লাইসেন্স পেয়ে গিয়েছে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী সংস্থা স্টারলিংক (Starlink)।
বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন মাস্কের এই সংস্থা ভারতের বাজারে পা রাখতেই ঢোক গিলতে শুরু করেছেন আম্বানি-মিত্তালরা! বিশেষজ্ঞরা বলছেন, মাস্ক সংস্থা স্টারলিংক ভারতের বাজার কব্জা করতে Jio ও Airtel-র পুরনো পন্থা অবলম্বন করতে পারে। কীভাবে? রইল বিস্তারিত।
Jio-র পথেই হাঁটতে পারে স্টারলিংক
বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, ভারতে ইন্টারনেটের বাজারে দখল জমাতে দেশের বৃহত্তম টেলিকম নেটওয়ার্ক সংস্থা Jio-র দেখানো পথে হাঁটতে পারে মাস্কের স্টারলিংক। খোলসা করে বলতে গেলে, শুরুর দিকে Jio যেমন গ্রাহকদের একেবারে সস্তা ও বিনামূল্যে ইন্টারনেট পরিষেবা প্রদান করেছিল, যার ফলে দেশের কোটি কোটি মানুষ তড়িঘড়ি Jio-র সাথে যুক্ত হয়ে যায়। মনে করা হচ্ছে, ভারতের বাজারে রিলায়েন্স সংস্থার দাপাদাপি কমাতে এবার ওই একই পথে হাঁটতে পারে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা সরবরাহকারী সংস্থা স্টারলিংকও।
বিশেষজ্ঞদের মতে, ভারতে বাজার পেতে প্রথমদিকে গ্রাহকদের একেবারে সস্তায় বিভিন্ন আনলিমিটেড ডেটা প্ল্যান অফার করতে পারে স্টারলিংক। আপাতত যা খবর, মাস্ক সংস্থা প্রথমদিকে ভারতের গ্রামীণ ক্ষেত্রগুলিকে টার্গেট করবে। এবং সেই সূত্রেই প্রত্যন্ত অঞ্চলগুলিতে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নিচ্ছে আমেরিকার এই সংস্থা। রিপোর্ট বলছে, ভারতে স্টারলিংকের প্রাথমিক মূল্য প্রতিমাসে 810 টাকা হতে পারে।
অবশ্যই পড়ুন: মাত্র ১০ কোটি ৪১ লক্ষ টাকা বেতন পান আদানি! আম্বানি-মিত্তালদের কত?
ব্যাপক চ্যালেঞ্জের মুখে পড়বে Jio ও Airtel
বর্তমানে ভারতের বাজারে বলা চলে, একাই রাজ করছে Jio ও Airtel। তবে হঠাৎ করেই বহিরাগত শক্তির প্রবেশে কিছুটা হলেও রাতের ঘুম উড়েছে আম্বানি থেকে শুরু করে মিত্তাল সংস্থার। বেশ কয়েকজন বিশেষজ্ঞ মনে করছেন, ভারতের বাজারে স্টারলিংক যদি একবার জায়গা করে নেয়, তবে ইন্টারনেট সরবরাহের দৌড়ে অনেকটাই পিছিয়ে পড়বে Jio, Airtel এর মতো সংস্থাগুলি।
শুধু তাই নয়, মাস্ক সংস্থা যদি ভারতীয় সংস্থাগুলিকে টেক্কা দিতে একেবারে কম মূল্যে স্যাটেলাইট ভিত্তিক ইন্টারনেট পরিষেবা সরবরাহ করে, তবে সে ক্ষেত্রে কিন্তু আম্বানি থেকে শুরু করে মিত্তাল সংস্থা Airtel যথেষ্ট চাপের মুখে পড়বে।
গুরুত্বপূর্ণ খবরের জন্য | Join Group |
চাকরির খবরের জন্য | Join Hood Jobs |
রাশিফলের জন্য | Join Hood Rashifal |
খেলার খবরের জন্য | Join Whatsapp |