বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতের কাছে বেধাক্কা পিটানি খেয়েও শিক্ষা হয়নি কাঙাল পাকিস্তানের! মূলত বন্ধু দেশ তুরস্ক ও চিনের সমর্থনকে শক্তি বানিয়ে আজও ভারতের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে সন্ত্রাসবাদের আশ্রয়দাতা। সম্প্রতি ভারতের যুদ্ধবিমান ধ্বংস করে দেওয়ার একাধিক দাবি তুলে প্রচার চালিয়েছিল ইসলামাবাদ।
যদিও দিল্লির তরফে ভারতীয় যুদ্ধ বিমানের ক্ষতির কথা স্বীকার করে নেওয়া হয়। কিন্তু তা সত্ত্বেও একের পর এক মিথ্যা তথ্য প্রচার করছে পশ্চিমের দেশ। এমতাবস্থায়, পাকিস্তানের এক শুভাকাঙ্ক্ষী (Turkey) এবার ভারতের এক বন্ধু রাষ্ট্রকে হুমকি দিতে শুরু করেছে। যা দিল্লির কাছে যথেষ্ট উদ্বেগের!
ভারত বন্ধু গ্রিসকে হুমকি দিল তুরস্ক!
বেশ কয়েকটি সূত্র অনুযায়ী, ভারত-পাক সংঘাতকে নিজেদের এজেন্ডা হিসেবে ব্যবহার করতে চাইছে তুর্কি। জানা যাচ্ছে, গতমাসে ভারতের সাথে পাকিস্তানের তীব্র সংঘাতের আবহে দিল্লির বিরুদ্ধে খোলাখুলি রুখে দাঁড়ানোর পর এবার ভারত বন্ধু গ্রিসকে হুমকি দিতে শুরু করেছে তুরস্ক! সূত্র বলছে, গ্রিসকে ভয় দেখাতে এবার পাকিস্তানের বক্তব্য ব্যবহার করছে তুর্কি মিডিয়া।
সদ্য পাকিস্তানের তরফে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংসের দাবি তোলা হয়েছিল, এবার সেই বক্তব্যকে সামনে রেখে গ্রিসকে ভয় দেখানোর চেষ্টা করছে তুরস্কের সংবাদমাধ্যমগুলি। বলে রাখি, ভারতের পাশাপাশি গ্রিসও ফ্রান্সের কাছ থেকে 24টি রাফাল যুদ্ধবিমান কিনেছে। আর সেই চুক্তিকে লক্ষ্য বানিয়ে তুর্কি মিডিয়া পাকিস্তানের রাফাল ধ্বংসের দাবিকে সামনে রেখে বোঝাতে চাইছে, পাকিস্তান যদি, ভারতের যুদ্ধবিমান ধ্বংস করে দিতে পারে, সেক্ষেত্রে আগামী দিনে রাফাল যুদ্ধবিমানের ওপর গ্রিসের নির্ভরতা যথেষ্ট বিপজ্জনক হবে।
বলা বাহুল্য, বিগত বেশ কয়েক বছর ধরে তুরস্ক ও গ্রিসের মধ্যে পারস্পরিক দ্বন্দ্ব লেগেই রয়েছে। বলা চলে, এই দুই দেশ কেউই একে অপরকে সহ্য করতে পারেনা! ফলত, সেই শত্রুতাকে সামনে রেখেই এবার পাকিস্তানের ভারতীয় বিমান ধ্বংসের ঘটনা স্মরণ করিয়ে গ্রিসকে চেপে ধরতে চাইছে তুরস্ক!
অবশ্যই পড়ুন: গোপনে ১২৩ জনের প্রাণ কেড়েছেন ইউনূস! ভারত থেকেই বিরাট তথ্য ফাঁস
প্রসঙ্গত, পাক বন্ধু তুরস্কের সংবাদমাধ্যম একেবারে গলা ফাটিয়ে ভারতীয় বিমান ধ্বংসের খবর প্রচার করলেও পাকিস্তানের সাথে সংঘাতকালে ভারত যে একাধিক তুর্কি ড্রোন গুঁড়িয়ে একেবারে ধুলিস্যাৎ করে দিয়েছিল সে খবর ঠোঁটের আগায় তো দূর বরং কলমের গোড়াতেও আনতে চাইছে না তুরস্কের সংবাদমাধ্যম।।