সার্থক ১৬ বছরের দীর্ঘ কেরিয়ার! ICC-র তরফে বিরাট সম্মান পেলেন মহেন্দ্র সিং ধোনি

Published on:

MS Dhoni inducted into ICC Hall of Fame

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের তরফে অনন্য সম্মানে সম্মানিত হলেন প্রিয় মাহি (MS Dhoni)। গতকাল অর্থাৎ সোমবার লন্ডনের এক অনুষ্ঠান থেকে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির উদ্দেশ্যে বিশেষ সম্মান ঘোষনা করা হয়। দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে অবিস্মরণীয় অবদানের কারণে ICC-র হল অফ ফেম-এ জায়গা পেলেন ক্যাপ্টেন কুল।

সাত লেজেন্ডকে সম্মান জানায় ICC

ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের প্রাক্কালে সোমবার লন্ডনে অনুষ্ঠিত হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার বিরাট অনুষ্ঠান। মূলত, এ ডে উইথ দ্য লেজেন্ডস নামক ওই অনুষ্ঠানে মোট 7 জন লেজেন্ডের নাম ঘোষণা করা হয়। যাঁদের মধ্যে দুজন মহিলা ক্রিকেটার ও পাঁচ জন পুরুষ ক্রিকেটার ছিলেন। তালিকায় একেবারে প্রথম দিকে নাম ওঠে ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির।

এরপরই একে একে ম্যাথু হেডেন, গ্রেম স্মিথ, হাসিম আমলা, ড্যানিয়েল ভিত্তোরি, সানা মীর ও সারা টেলারের নাম ঘোষণা করা হয় ICC-র ওই অনুষ্ঠানে। বলে রাখি, এদিন আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের অনন্য সম্মানে সম্মানিত হওয়ার পাশাপাশি মহেন্দ্র সিং ধোনির প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল ICC।

ধোনির প্রশংসায় ICC

সোমবার লন্ডনের ওই অনুষ্ঠান থেকে ভারতীয় মহা তারকা মহেন্দ্র সিং ধোনিকে প্রশংসায় ভরিয়ে দেয় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। ICC-র তরফে বিবৃতি দিয়ে বলা হয়, প্রচন্ড চাপের মুখেও বরফের মতো শান্ত। অতুলনীয় বুদ্ধি। এদিকে স্বল্প ওভারের ম্যাচে ঝড় তুলতে সিদ্ধহস্ত। অন্যতম শ্রেষ্ঠ ফিনিশার, অধিনায়ক ও উইকেট রক্ষক মহেন্দ্র সিং ধোনি।

অবশ্যই পড়ুন: নতুন নোট ছাপিয়ে বিরাট বিপাকে বাংলাদেশ

ধোনির প্রতিক্রিয়া

নিজের 16 বছরের দীর্ঘ ক্রিকেট কেরিয়ারে ভারতীয় দলকে একাধিক ট্রাফিক তুলে দিয়েছেন। জিতিয়েছেন বিশ্বকাপও। এছাড়াও টেস্ট ক্রিকেটে দেশকে এক নম্বরে নিয়ে গিয়েছিলেন তিনি। অনবদ্য ক্রিকেট দেখিয়ে পেয়েছেন অসংখ্য সম্মান।

শেষ পর্যন্ত, ICC-র তরফে বড় প্রাপ্তির পর প্রিয় মাহি মুখ খুলেছেন। ধোনি বলেন, ICC-র হল অফ ফেম এক অনন্য সম্মান। এটা আমার গোটা জীবনের প্রাপ্তি। তালিকায় এতজন বড় বড় স্টার ক্রিকেটারদের পাশে নিজেকে দেখতে পাওয়াটা সত্যিই আনন্দের ও সৌভাগ্যের।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥