অবশেষে পুলিশের জালে ধরা দিল অভিযোগকারী ওয়াজাহাত খান! শর্মিষ্ঠা গ্রেফতারি কাণ্ডে নিল নয়া মোড়

Published on:

Updated on:

Wazahat Khan Arrested

প্রীতি পোদ্দার, কলকাতা: বহু তদন্ত অভিযানে পর অবশেষে স্বস্তি। ইনস্টাগ্রাম ইনফ্লুয়েন্সার শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে অভিযোগকারী সেই ওয়াজাহাত খানকে গ্রেফতার (Wazahat Khan Arrested) করল কলকাতা পুলিশ। গত ১৫ মে ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগে শর্মিষ্ঠা পানোলির বিরুদ্ধে গার্ডেনরিচ থানায় অভিযোগ দায়ের করেছিলেন ওয়াজাহাত খান।এরপর গ্রেফতারি পরোয়ানা জারি করে শর্মিষ্ঠাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ। এদিকে, ওয়াজাহাতের বিরুদ্ধেও সোশ্যাল মিডিয়ায় ধর্মীয় ভাবাবেগে আঘাত দেওয়ার অভিযোগ ওঠে।

আত্মগোপন করেছিল ওয়াজাহাত খান

তবে শুধু গল্ফগ্রিন থানা নয়, কলকাতার একাধিক থানায় ওয়াজাহাত খানের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে। এমনকি, অসমেও একটি উপাসনালয়কে নিয়ে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ ওঠে ওয়াজাহাতের বিরুদ্ধে। সে রাজ্যেও তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের হয়। কিছুদিন আগেই তাঁকে নিজেদের হেফাজতে নিতে অসম পুলিশ কলকাতা আসে। কিন্তু, সেইসময় তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি। বাড়ির লোকের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা জানান যে ছেলে ১ জুন থেকে নিখোঁজ, কোথায় রয়েছে সেটা নিয়েও স্পষ্ট কোনো মন্তব্য করছে না।

অবশেষে গ্রেফতার!

তবে হাল ছাড়েনি কলকাতা পুলিশ। ধারাবাহিক অভিযান চালানো হয়েছিল। অবশেষে গতকাল অর্থাৎ সোমবার, সন্ধ্যা ৭টা নাগাদ গল্ফগ্রিন থানায় অভিযোগের প্রেক্ষিতে আমহার্স্ট স্ট্রিট থানা এলাকা থেকে ওয়াজাহাত খানকে গ্রেফতার (Wazahat Khan Arrested) করল কলকাতা পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি বহুতলের ফ্ল্যাট থেকে তাঁকে গ্রেফতার করা হয়। সংবাদ সংস্থা ANI জানিয়েছে যে, সোশ্যাল মিডিয়ায় ঘৃণা ছড়ানো এবং ধর্মীয় অনুভূতিতে আঘাত করার অভিযোগে তাঁর বিরুদ্ধে বিএনএস ধারা 196(1)(a)/299/352/353(1)(c) এর অধীনে মামলা করা হয়েছে।

আরও পড়ুন: আপাতত বাড়ি বাড়ি বসছে না স্মার্ট মিটার, বিতর্কের জেরে নয়া বিজ্ঞপ্তি রাজ্য সরকারের

রাজ্য সরকারকে কটাক্ষ বিরোধী দলের

এদিকে ওয়াজাহাত খানের গ্রেফতারি নিয়ে রাজ্য সরকারকে কটাক্ষ করতে ছাড়লেন না বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্য। তিনি এক্স হ্যান্ডলে লেখেন, “অপরাধের জন্য তাঁকে গ্রেফতার করা হয়নি। সুরক্ষা দিতে গ্রেফতার করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ। কারণ, অসম ও হরিয়ানায় ওয়াজাহাতের বিরুদ্ধে একাধিক অভিযোগ দায়ের হয়েছে। তবে ওয়াজাহাতকে আড়াল করা যাবে না। আইনের জয় হবে।”

অন্যদিকে, অপারেশন সিঁদুর সংক্রান্ত মামলায় শর্মিষ্ঠা পানোলিকে শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে। আদালতের পর্যবেক্ষণ, মত প্রকাশের স্বাধীনতা নিরঙ্কুশ নয়— তা ধর্মীয় অনুভূতিতে কখনই আঘাত করার অনুমতি দেয় না।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

সঙ্গে থাকুন ➥