বিক্রম ব্যানার্জী, কলকাতা: অভিজ্ঞ হাড়ের ভেলকি অনেক! দ্বিতীয়বার উয়েফা নেশনস লিগ চ্যাম্পিয়ন হয়ে বুঝিয়ে দিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। শেষ পর্যন্ত এ মরসুমে ট্রফি কাঁধে তুলেছে পর্তুগাল।
আর সেই সাফল্যের পরই নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে মুখ খুললেন প্রিয় সিআর সেভেন। ম্যাচ শেষে সাক্ষাৎকারে রোনাল্ডো যে কথা দিলেন, তা এখন মোহনবাগান (Mohun Bagan SG) শিবিরে আনন্দের জোয়ার বইয়ে দিচ্ছে। কী এমন বললেন রোনাল্ডো? ক্রিশ্চিয়ানোর ভবিষ্যৎ পরিকল্পনার সাথে বাগানের সম্পর্ক কোথায়? জানব।
রোনাল্ডোর এক কথায় আনন্দে আত্মহারা সবুজ মেরুন জনতা
তরুণের সমারাহ সত্বেও ইয়ামালদের স্পেনকে টাইব্রেকারে বধ করেছে পর্তুগাল। আর সেই সাফল্যের পরই এক সাক্ষাৎকারে নিজের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে অপপট হয়েছেন রোনাল্ডো। সাম্প্রতিক সময়ে পর্তুগালের এই মহাতারকাকে নিয়ে নানান খবর উঠে আসছিল। শোনা যাচ্ছিল, খুব শীঘ্রই আল নাসের ছাড়তে পারেন রোনাল্ডো। জানা যায়, আল নাসের ছেড়ে অন্য কোনও ক্লাবের যোগ দিতে পারেন সিআর সেভেন।
তবে দলকে চ্যাম্পিয়ন করেই সেই সম্ভাবনায় জল ঢাললেন ক্রিশ্চিয়ানো। পর্তুগিজ মহাতারকা স্পষ্ট জানিয়ে দিলেন, ক্লাব বিশ্বকাপে খেলছেন না তিনি। আর এখানেই প্রশ্ন উঠে যাচ্ছে, তাহলে কি আল নাসেরেই থাকবেন রোনাল্ডো? এমন প্রশ্নের মধ্যেই মোহনবাগান সমর্থকদের উচ্ছ্বাস লুকিয়ে রয়েছে। কীভাবে? আসলে সৌদি প্রো লিগে তিন নম্বরে শেষ করে AFC চ্যাম্পিয়নস লিগ এলিটে খেলার সুযোগ হারিয়েছে আল নাসের। কিন্তু তাতে কী? বর্তমানে AFC চ্যাম্পিয়নস লিগ 2-এ নামবে রোনাল্ডোর দল।
আর সেখানেই দেখা হবে মোহনবাগান সুপার জায়ান্টসদের সঙ্গে। মূলত ইন্ডিয়ান সুপার লিগ কাপ ও টানা দুবার লিগ শিল্ড জয় করে AFC চ্যাম্পিয়নস লিগ টু পর্যায়ে খেলার সুযোগ করে নিয়েছে বাগান। আর সেই আসরেই রোনাল্ডোদের মুখোমুখি হওয়ার সুযোগ রয়েছে সবুজ মেরুনের। ফলত, সেইসব সম্ভবনাকে সামনে রেখেই আনন্দে আত্মহারা মোহনবাগান জনতা।
অবশ্যই পড়ুন: পাকিস্তান থেকে এবার পাল পাল গাধা কিনছে চিন! হু হু করে বাড়ছে দাম, বিরাট প্ল্যান বেজিংয়ের
যদিও মোহনবাগানের সাথে আল নাসেরের ম্যাচ আদৌ পড়বে কিনা সেই চিত্র এখনও স্পষ্ট নয়। তবে স্বপ্ন দেখতে ক্ষতি কী? তাই সম্ভবনাকে সামনে রেখে উচ্ছ্বাস জাহির করছেন বাগানিরা। যদিও মোহনবাগানের বিপক্ষে রোনাল্ডোর রুখে দাঁড়ানোর দৃশ্য বাস্তব রূপ পাবে তখনই যখন সিআর সেভেন থেকে যাবেন আল নাসেরেই।