লর্ডসে ক্যাঁচাল! ইংল্যান্ড সিরিজের আগেই ভারত-অস্ট্রেলিয়ার অশান্তি! জেনে নিন সবটা

Published on:

India-Australia dispute over practice at Lord's ahead of India vs England series!

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইংল্যান্ডে চলছে ক্রিকেট মরসুম। আগামী 20 জুন থেকে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ডের টেস্ট সিরিজ (India Vs England)। অন্যদিকে 11 জুন ইংল্যান্ডের লর্ডসে অনুষ্ঠিত হতে চলেছে দক্ষিণ আফ্রিকা বনাম অস্ট্রেলিয়ার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। এমতাবস্থায়, লর্ডসের অনুশীলন গ্রাউন্ডে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যে বাঁধল বিতর্ক!

ঠিক কী হয়েছিল?

বেশ কয়েকটি জনপ্রিয় ক্রীড়া সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, 20 জুন ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম টেস্টের আগে ভারতীয় দলকে লর্ডসে অনুশীলনের অনুমতি দেওয়া হলেও, অস্ট্রেলিয়া দাবি থেকে বঞ্চিত হয়েছে। এক কথায়, ভারতীয় দলকে অনুশীলনের অনুমতি দেওয়া হলেও অস্ট্রেলিয়াকে অনুশীলন করতে দেওয়া হয়নি।

জানা যাচ্ছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য অনুশীলন করতে চেয়েও লর্ডসের মাঠ পায়নি অজিরা! এদিকে ওই মাঠেই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের অনুশীলন করেছিল ভারতীয় দল। আরে তাতেই একেবারে চোটে লাল অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা! বলে রাখি, প্রথমদিকে অনুমতি না পেলেও গত রবিবার অনুশীলনের সুযোগ পেয়েছে অস্ট্রেলিয়া দল।

সূত্রের খবর, প্রথমদিকে অনুশীলনের অনুমতি না পাওয়ায় অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স প্রস্তুতি, পরিকল্পনা এবং লর্ডসে খেলার সময় যে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন তা নিয়ে কথা বলতে গিয়েই বলে ফেলেন, আমি মনে করি আজ সকালে স্টেডিয়ামে সবচেয়ে ভাল পরিবেশ ছিল। এখানে খুব একটা উত্তেজনা ছিল না। এরপরই অজি অধিনায়ক বলেন, আমি নিশ্চিত এবার অনেক বেশি সভ্য আচরণ দেখা যাবে।

অ্যাশেজ সিরিজের সময় পরিস্থিতি যথেষ্ট উত্তপ্ত হয়েছিল, তবে আমি মনে করি, এখান থেকে অনেকেই শিক্ষা নিয়েছে, আশা রাখবো এবার থেকে ভদ্র আচরণ করবে। কামিন্স এই কথাগুলি ঠিক কাদের উদ্দেশ্য করে বলেছেন তা স্পষ্ট না হলেও অন্তর্নিহিত অর্থ বুঝে গিয়েছেন অনেকেই!

অবশ্যই পড়ুন: বিনামূল্যে স্যাটেলাইট ইন্টারনেট? Jio, Airtel-কে টাইট দিতে কোমর বাঁধছে মাস্কের স্টারলিংক

উল্লেখ্য, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আগামীকাল অর্থাৎ 11 জুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে নামছে অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের নেতৃত্বে, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে বোলিং আক্রমণ শানাবেন, মিচেল স্টার্ক, জশ হ্যাজলউড ও স্পিনার নাথান লিওনরা। বলা বাহুল্য, WTC ফাইনালের জন্য প্রথমদিকে অনুশীলন নিয়ে সমস্যায় পড়লেও এবার যুদ্ধজয়ের জন্যই নিজেদের অস্ত্রে শান দিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া।

সঙ্গে থাকুন ➥