হাওড়া লাইনে বিরাট ধরপাকড়, টিকিট ছাড়া কয়েকশ যাত্রীকে ফাইন পূর্ব রেলের! টাকা উঠল …

Published on:

howrah bandel

সহেলি মিত্র, কলকাতাঃ ট্রেনে বিনা টিকিটে ভ্রমণ করা দণ্ডনীয় অপরাধ। রেলের তরফে বারবার এই বার্তা দেওয়া হচ্ছে রেল যাত্রীদের। তারপরেও কিছুজনের যে টনক নড়েনি তা বলাই বাহুল্য। হাওড়া-ব্যান্ডেল শাখায় (Howrah Bandel) অভিযান চালিয়ে কয়েকশো যাত্রীকে বিনা টিকিটে ভ্রমণ করা অবস্থায় পাকড়াও করলেন রেল আধিকারিকরা। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই সত্যি।

কয়েকশো যাত্রীকে ধরল পূর্ব রেল

হাওড়া থেকে চন্দননগরের দূরত্ব মাত্র ৩৫ কিলোমিটার। আর এই দূরত্বের মধ্যেও বহু যাত্রী এমন ছিলেন যারা কিনা বিনা টিকিটে ভ্রমণ করছিলেন। জানলে অবাক হবেন, গড়ে প্রতি দেড়শো মিটারের কাছাকাছি দূরত্বে একজন করে বিনা টিকিটের যাত্রী ধরা পড়েছেন। পূর্ব রেল সূত্রে খবর, অভিযান চালিয়ে একদিন ২০৭ জন বিনা টিকিটের যাত্রীকে পাকড়াও করল হাওড়া ডিভিশনের টিকিট পরীক্ষকদের একটি দল।

এই দলে ছিলেন ১২ জন টিকিট পরীক্ষক এবং তিন কমার্শিয়াল ইনস্পেক্টর সঙ্গে বেশ কয়েকজন রেলরক্ষী। তাঁদের লক্ষ্য ছিল চলন্ত ট্রেনের যাত্রীদের থেকে টিকিট পরীক্ষার পাশাপাশি চন্দননগরে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা যাত্রীদের এবং সদ্য ট্রেন থেকে নামা যাত্রীদের টিকিটও পরীক্ষা করা হবে। এরপর অভিযান শুরু হতেই স্বাভাবিকভাবেই চমকে গিয়েছিলেন যাত্রীরা। এদিকে এত সংখ্যক মানুষ একদিকে এই স্বল্প দূরত্বে ভ্রমণের জন্যেও টিকিট কাটেননি দেখে অবাক রেল আধিকারিকরাও।

আরও পড়ুনঃ বৈধতা ৩৬৫ দিন! Jio-র এই প্ল্যানে পাবেন ৯১২ জিবি ডেটা, আনলিমিটেড কলিং, OTT সহ সবকিছু

জরিমানার অঙ্ক ছাড়াল ৭৮ হাজার টাকারও বেশি

জরিমানা বাবদ ওই যাত্রীদের থেকে কয়েক হাজার টাকাও একদিকে হাসিল করেছে রেল। পূর্ব রেল জানিয়েছে, হাওড়ার সিনিয়র ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার রাহল রঞ্জনের নেতৃত্বে এই অভিযানে প্রধানত টিকিট না কেটে ট্রেনে চাপা যাত্রী এবং টিকিটের সীমা পেরিয়ে যাওয়ার পরেও নির্দিষ্ট স্টেশনে না নেমে আরও কয়েকটি স্টেশন পার করা যাত্রীদের আটক করে জরিমানা আদায় করা হয়। ৭৮ হাজার ৩৫৫ টাকা জরিমানা আদায় করা হয়েছে মাত্র কয়েক ঘণ্টায়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥