দশম ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়াদের স্কলারশিপে আবেদন শুরু, মিলবে ৪৮ হাজার টাকা

Published on:

Scholarship

সৌভিক মুখার্জী, কলকাতা: উচ্চশিক্ষার পথে অনেক সময় অর্থাভাব বাঁধা হয়ে দাঁড়ায়। তবে সেই বাধা দূর করতে রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকার বিভিন্ন রকম স্কলারশিপ (Scholarship) প্রদান করে থাকে। আর ঠিক তেমনই একটি স্কলারশিপ হল SC/ST/OBC স্কলারশিপ। হ্যাঁ, এই সম্প্রদায়ের ছাত্রছাত্রীরা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা অর্জন করলেই মোটা অংকের স্টাইপেন্ড পায়।

জানা যাচ্ছে, বর্তমানে প্রি-ম্যাট্রিকুলেশন থেকে স্নাতক স্তর পর্যন্ত আর্থিক সহায়তা প্রদান করা হয় এই স্কলারশিপের আওতায়। ফলে শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার পথ আরো মসৃণ হয়ে ওঠে। তো চলুন আজকের প্রতিবেদনে এই স্কলারশিপ সম্পর্কিত বিস্তারিত জেনে নিই…কীভাবে আবেদন করবেন, কত টাকা স্টাইপেন্ড পাওয়া যাবে, সমস্ত কিছু জানিয়ে দিচ্ছি।

বৃত্তির প্রকারভেদ

বেশ কয়েকটি সূত্র জানাচ্ছে, এখানে মূলত তিন ধরনের স্কলারশিপ দেওয়া হয়। প্রি-ম্যাট্রিক স্কলারশিপ, পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ এবং মেরিট-কাম-মিনস স্কলারশিপ। এবার অনেকের মনেই প্রশ্ন আসতে পারে, কারা কোন স্কলারশিপ পাওয়ার যোগ্য।

প্রথমত, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা প্রি-ম্যাট্রিক স্কলারশিপ পায়, একইভাবে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা পোস্ট-ম্যাট্রিক স্কলারশিপ পায় এবং যারা স্নাতক বা স্নাতকোত্তর কোর্স করছে, তাদেরকে মেরিট-কাম-মিনস স্কলারশিপ দেওয়া হয়। 

ইন্ডিয়াহুডের বিশেষ প্রতিবেদন

আর্থিক সুবিধার পরিমাণ

বেশ কয়েকটি রিপোর্ট মারফত খবর, প্রি-ম্যাট্রিক স্কলারশিপে বার্ষিক 15 হাজার টাকা থেকে 20 হাজার টাকা পর্যন্ত দেওয়া হয়। পোস্ট ম্যাট্রিক স্কলারশিপে বার্ষিক 25 হাজার টাকা থেকে 35 হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হয়, স্নাতক কোর্সের জন্য বার্ষিক 35 হাজার টাকা থেকে 42 হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হয় এবং স্নাতকোত্তর প্রোগ্রামের জন্য বার্ষিক 42 হাজার টাকা থেকে 48 হাজার টাকা পর্যন্ত স্টাইপেন্ড দেওয়া হয়।

তবে হ্যাঁ, এই স্টাইপেন্ডের মধ্যে টিউশন ফি, পরীক্ষার ফি, হোস্টেল চার্জ, এমনকি অন্যান্য প্রয়োজনীয় শিক্ষাগত ব্যয়গুলিকে কভার করা হয়। এর ফলে শিক্ষার্থীরা সফলভাবে তাদের উচ্চ শিক্ষার কোর্স সম্পন্ন করতে পারে এবং প্রতিষ্ঠিত হওয়ার সুযোগ পায়।

আবেদন করার জন্য কী যোগ্যতা লাগে?

এই স্কলারশিপে আবেদন করার জন্য অবশ্যই শিক্ষার্থীদের কিছু যোগ্যতার মানদন্ড পূরণ করতে হয়। প্রথমত, শিক্ষার্থীকে বৈধ ভারতীয় নাগরিক হতে হবে। দ্বিতীয়ত, শিক্ষার্থীর বয়স 30 বছরের কম হতে হবে এবং সরকার স্বীকৃত শিক্ষা প্রতিষ্ঠানে যুক্ত থাকতে হবে। তৃতীয়ত, পূর্ববর্তী পরীক্ষায় নূন্যতম 60% নম্বর পেতে হবে এবং পরিবারের বার্ষিক আয় নির্দিষ্ট সীমার মধ্যে থাকতে হবে। এমনকি উপযুক্ত কর্তৃপক্ষ দ্বারা ইস্যু করা বৈধ SC/ST/OBC সার্টিফিকেট থাকতে হবে।

আবেদন কীভাবে করবেন?

যোগ্য এবং আগ্রহী শিক্ষার্থীরা ন্যাশনাল স্কলারশিপ পোর্টালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবে। প্রথমে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে নতুন অ্যাকাউন্ট তৈরি করতে হবে। এরপর শিক্ষার্থীদের ব্যক্তিগত তথ্য, যোগাযোগের বিবরণ, সমস্ত কিছু আপলোড করতে হবে। এরপর সমস্ত ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করতে হবে। সবশেষে সাবমিট করে দিতে হবে।

আরও পড়ুনঃ ফুঁসছে জোড়া ঘূর্ণাবর্ত, দক্ষিণবঙ্গের ৯ জেলায় জারি সতর্কতা, আজকের আবহাওয়া

আবেদন করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে?

জানা যাচ্ছে, এই স্কলারশিপে আবেদন করার জন্য পরিচয়ের প্রমাণপত্র হিসেবে আধার কার্ড দিতে হয়। পাশাপাশি, একাডেমিক কাগজপত্র হিসেবে মার্কশিট, বর্তমান শিক্ষা প্রতিষ্ঠান থেকে পাওয়া সার্টিফিকেট, ভর্তির প্রমাণপত্র, জাতিগত সার্টিফিকেট এবং ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফারের জন্য ব্যাঙ্ক অ্যাকাউন্টের বিবরণ দিতে হয়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥