বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বের বুকে তৈরি হবে নতুন নিদর্শন। এবার দুনিয়ার সবচেয়ে উঁচু মেট্রো স্টেশন (Highest Metro Station) তৈরি করে তাক লাগাতে চলেছে ওমান, সৌদি আরবের প্রতিবেশী দেশ। হ্যাঁ, বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, গণপরিবহন নেটওয়ার্কের ক্ষেত্রে বিশ্ব মহলে সবচেয়ে উঁচু মেট্রো স্টেশন তৈরির নজির গড়তে চলেছে দুবাই (আমিরাত)।
বিশ্বের সবচেয়ে উঁচু মেট্রো স্টেশন পাচ্ছে দুবাই
বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে যা খবর, আর কয়েকটা দিনের মধ্যেই বিশ্বের সবচেয়ে উঁচু মেট্রো স্টেশন তৈরি হবে দুবাইতে। হ্যাঁ! জানা যাচ্ছে, দুবাইয়ের প্রপার্টিজ স্টেশনের উচ্চতা হতে চলেছে 74 মিটার। জানিয়ে রাখি, গোটা বিশ্বে প্রশংসিত আমেরিকার স্থাপত্য সংস্থা স্কিডমোর, ওয়িংস অ্যান্ড মেরিল দুবাইয়ের এই মেট্রো স্টেশনটির নকশা তৈরি করেছে।
খোঁজ নিয়ে জানা গেল, দুবাইতে বিশ্বের সবচেয়ে উঁচু মেট্রো স্টেশন তৈরির দায়িত্ব হাতে নেওয়া আমেরিকার দুই জনপ্রিয় সংস্থা স্কিডমোর ও ওয়িংস অ্যান্ড মেরিলই নাকি বুর্জ খলিফা, শিকাগোর সিয়ার্স টাওয়ার ও নিউ ইয়র্কের অলিম্পিক টাওয়ারের মতো আইকনিক কাঠামোগুলি তৈরি করেছিল।
বিশ্বের সবচেয়ে উঁচু মেট্রো স্টেশনের বৈশিষ্ট্য
একাধিক সংবাদ প্রতিবেদন মারফত খবর, দুবাইতে অবস্থিত বিশ্বের সবচেয়ে উঁচু মেট্রো স্টেশন প্রপার্টিজ প্রায় 11,000 বর্গমিটার এলাকা জুড়ে বিস্তৃত, দুবাইয়ের এই স্টেশন দিয়েই প্রতিদিন কমপক্ষে 1 লক্ষ 60 হাজার যাত্রী যাতায়াত করতে পারবে বলেই খবর।
জানা যাচ্ছে, আমিরাতের কর্মক্ষমতা ও জলবায়ুগত চাহিদাগুলিকে বিবেচনা করে তবেই এই স্টেশনটি তৈরি করা হবে। সূত্র বলছে, স্টেশনটির কাঠামো তৈরি হবে ব্রোঞ্জ ধাতব প্রাচীর প্যানেল, গ্রানাইট এবং জুরা চুনাপাথর দিয়ে। তাছাড়াও দুবাইয়ের সংস্কৃতিকে ফুটিয়ে তোলার জন্য অর্থাৎ পরিচয় খোদাই করতে ব্যবহার করা হবে ব্রোঞ্জ এবং কাঁচের মিশ্রণের।
অবশ্যই পড়ুন: মেশিনগান দিয়েই ৭২ কোটির চিনা যুদ্ধবিমান ধ্বংস! মিয়ানমারে মুখ পুড়ল বেজিংয়ের
উল্লেখ্য, বিশেষজ্ঞরা আশা করছেন, দুবাইয়ের এমার প্রপার্টিজ মেট্রো স্টেশনটি একবার তৈরি হয়ে গেলে দেশের ব্লু লাইন আমিরাতের ট্রানজিট ব্যবস্থা উল্লেখযোগ্য হারে প্রসারিত হবে। এছাড়াও রেল নেটওয়ার্কের মোট দৈর্ঘ্য বৃদ্ধি পাবে 131 কিলোমিটার। তাছাড়াও স্টেশনের সংখ্যা গিয়ে দাঁড়াবে 78-এ। মনে করা হচ্ছে, বিশ্বের সবচেয়ে উঁচু স্টেশনটির মাধ্যমে আমিরাতের মেট্রো পরিষেবার নতুন দিগন্ত উন্মোচিত হবে।