প্রীতি পোদ্দার, কলকাতা: অবশেষে গ্রেফতার! সোদপুর পর্নকাণ্ড এবং তরুণী নির্যাতনের ঘটনায় কাণ্ডে (Sodepur Girl Assault Case) কলকাতার গল্ফগ্রিন থেকে গ্রেফতার করা হয় আরিয়ান খানকে। জানা গিয়েছে এতদিন কলকাতাতেই ছিলেন তিনি। তবে এখনও অধরা শ্বেতা খান। জোরকদমে তল্লাশি চলছে।
গ্রেফতার আরিয়ান
তদন্ত সূত্রে জানা গিয়েছে হাওড়ার বাকড়ার বাসিন্দা শ্বেতা খান ও তাঁর ছেলে আরিয়ান খান দীর্ঘদিন ধরে একটি পর্নোগ্রাফি র্যাকেট চালাচ্ছিলেন। একটি প্রোডাকশন হাউজের ছদ্মবেশে তাঁরা সোশ্যাল মিডিয়ায় কাজের খোঁজে থাকা তরুণীদের টার্গেট করতেন। আর সেই সব মেয়েদেরকে চাকরির প্রলোভন দেখিয়ে ‘ইভেন্ট ম্যানেজমেন্ট’-এর ছুতোয় ডেকে এনে জোর করে পর্ন ভিডিও শ্যুট করানো হত। ঘটনাটি প্রকাশ্যে আসতেই মা ও ছেলে দুজনেই বাড়ি থেকে পালিয়ে যায়। তদন্তকারীরা প্রথমে মনে করেছিলেন শ্বেতা হয়তো ছেলেকে নিয়ে বিদেশে পালিয়েছেন। কিন্তু অবশেষে ধরা পড়ল পুলিশের জালে।
মায়ের খোঁজে তল্লাশি জারি পুলিশের
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় এক সপ্তাহ ধরে নিখোঁজ থাকার পর আজ অর্থাৎ বুধবার সকালে দক্ষিণ কলকাতার গল্ফগ্রিন এলাকা থেকে গ্রেফতার করা হল আরিয়ান খানকে। তার সঙ্গে গ্রেফতার করা হয়েছে জয়া নামের এক মহিলাকেও। তবে এখনও অধরা শ্বেতা খান, যাঁর বিরুদ্ধে একের পর এক উঠছে নানা গুরুতর অভিযোগ। তাই এখন মায়ের খোঁজে তল্লাশি জারি রেখেছে পুলিশ।
আরও পড়ুন: ক্রমেই গুরুত্ব বাড়ছে দমদম ক্যান্টনমেন্ট স্টেশনের! এয়ারপোর্ট মেট্রো চালুর আগেই এবার বড় সিদ্ধান্ত
এদিকে তদন্তের খাতিরে শ্বেতার মাকে আটক করেছে পুলিশ। অভিযুক্তের ব্যাপারে আরো তথ্য সংগ্রহের জন্য চাপ দেওয়া হচ্ছে। তবে পুলিশের অনুমান, তিনি জানেন যে শ্বেতা কোথায় গেছেন। বাদ যায়নি ছেলে। তাই এবার ছেলে আরিয়ানকেই জেরা করে মায়ের ব্যাপারে জানার তোড়জোড় শুরু করেছে পুলিশ। অনুমান করা হচ্ছে, আরও কিছু কুকীর্তি ফাঁস হতে পারে তাদের।
রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।