বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিবেশী মোহনবাগান যখন নির্বাচন নিয়ে ব্যস্ত, ঠিক সেই সময়ে দল গোছানোর কাজ চালিয়ে যাচ্ছে কলকাতা ময়দানের অন্যতম প্রধান ইস্টবেঙ্গল (East Bengal FC)। আর হবে নাই বা কেন? গত মরসুমে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ থেকে শুরু করে, AFC চ্যালেঞ্জ লিগ, কলিঙ্গ সুপার কাপ, কোনও ক্ষেত্রেই বাঘের মতো ঝাঁপিয়ে পড়তে পারেনি লাল হলুদ।
তাই পুরনো যন্ত্রণাকে বুকে বেঁধেই কামব্যাক করতে চাইছে ইলিশ প্রেমীদের দল। আর সেই লক্ষ্যেই কোচ অস্কার ব্রুজো ও হেড অফ ফুটবল থাংবোই সিংটোর হাত ধরে একের পর এক নতুন ফুটবলার সই করিয়ে নিচ্ছে ইমামির মালিকানাধীন ইস্টবেঙ্গল এফসি। শোনা যাচ্ছে, এবার সেই তালিকায় নাকি নাম জুড়তে চলছে এক ধুরন্ধর স্প্যানিশ তারকার।
বেঙ্গালুরুর স্প্যানিশ তারকাকে সই করাতে চায় ইস্টবেঙ্গল!
ইতিমধ্যেই জল্পনাকে সত্যি করে ব্রাজিলের দাপুটে ফুটবলার মিগুয়েল ফেরেইরা ও প্যালেস্টাইনের ভয়ঙ্কর ফুটবলার মহম্মদ রশিদের সাথে চুক্তি পাকা করেছে লাল হলুদ। দুই বড় ফুটবলারকে সই করিয়ে একে একে নতুন ছেলেদের দলে টানছেন কোচ অস্কার। এহেন আবহে, শোনা যাচ্ছে এক স্প্যানিশ তারকাকে দলে নিতে একেবারে উঠে পড়ে লেগেছে ইস্টবেঙ্গল।
যদিও সাম্প্রতিক সময় তাঁকে নিয়ে জল্পনা বেড়েছিল লাল হলুদ শিবিরে। অনেকেই বলেছিলেন, খুব শীঘ্রই বেঙ্গালুরুর হয়ে গত সিজেনে মাঠ কাঁপানো ফুটবলার আলবার্তো নগুয়েরাকে সই করিয়ে নেবে বাগান প্রতিবেশী। তবে সেই সম্ভাবনা সত্যি হতে কিছুটা বিলম্ব হয়েছে। কিন্তু এবার শোনা যাচ্ছে, লাল হলুদের নজর থেকে আর সরছেন না আলবার্তো।
অবশ্যই পড়ুন: প্রথম টেস্টের আগেই খারাপ খবর! ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন না টিম ইন্ডিয়ার প্রধান অস্ত্র?
সূত্রের যা খবর, গত মরসুমে বেঙ্গালুরু হ5টি গোল ও 4টি গুরুত্বপূর্ণ অ্যাসিস্ট করা এই ক্ষুরধার স্প্যানিশ তারকাকে সই করাতে এবার কোমর বেঁধেছে লাল হলুদ। খোঁজ নিয়ে জানা গেল, অন্যান্য ফুটবলারদের পাশাপাশি এবার এই স্প্যানিশ তারকার সাথে চুক্তি পাকা করে নেবে লাল হলুদ। ইতিমধ্যেই নাকি ইস্টবেঙ্গল কর্তাদের তরফে নগুয়েরার সাথে যোগাযোগ করা হয়েছে। শোনা যাচ্ছে, সব ঠিক থাকলে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই লাল হলুদের সাথে চুক্তির মাধ্যমে সম্পর্ক করবেন এই তারকা ফুটবলার। যদিও ইস্টবেঙ্গল ম্যানেজমেন্টের তরফে এ প্রসঙ্গে এখনও পর্যন্ত কোনও আনুষ্ঠানিক বিবৃতি আসেনি।