মোহনবাগানের সংসার ভাঙছে মহামেডান!

Published:

Mohammedan SC may sign a footballer who played for Mohun Bagan
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আর্থিক সঙ্কটে জর্জরিত কলকাতার অন্যতম ঐতিহ্যবাহী দল মহামেডান স্পোর্টিং (Mohammedan SC)। ক্লাবের আর্থিক দুর্বলতার কারণে অভিযোগ রয়েছে, মহামেডান নাকি দলের প্লেয়ার থেকে শুরু করে কোচিং স্টাফ এবং অন্যান্য কর্মীদের দীর্ঘদিনের বেতন আটকে রেখেছে। তাছাড়াও এই দলের ওপর রয়েছে বিপুল ঋণের বোঝা।

সব মিলিয়ে, নতুন মরসুমে ISL খেলা হবে কিনা তা নিয়েই নিশ্চিত নয় সাদাকালো ব্রিগেডের কর্তারা! তবে সেসবের মাঝেও আসন্ন সিজনের জন্য ঘর গোছাচ্ছে মহামেডান। সূত্রের খবর, নতুন সিজনের জন্য দলের শক্তি বাড়াতে এবার নাকি মোহনবাগানের হয়ে খেলা এক ফুটবলারে নজর পড়েছে মহামেডান কর্তাদের।

নতুন মরসুমে সাফল্য নিশ্চিত করতে মরিয়া মহামেডান

গত মরসুমটা সুখকর হয়নি সাদাকালো ব্রিগেডের। সিজনের শুরু থেকে মাঝ বরাবর চেষ্টা করেও শেষ পর্যন্ত সম্মান বাঁচাতে পারেনি কলকাতার ঐতিহ্যবাহী দলটি। বিদেশি কোচ হাকিম সেকেন্ডোর তত্ত্বাবধানে ভাল পারফরমেন্স দেখানোর লক্ষ্য নিয়ে মাঠে নামলেও শেষ পর্যন্ত জাত চেনাতে পারেনি মহামেডান।

তবে এবার সুযোগ রয়েছে! তাই নতুন সিজনের আগে প্রতিবেশী ইস্টবেঙ্গলের মতোই নতুন রূপে কামব্যাক করতে চাইছে সাদা কালোদের দল। আর সেই সূত্রেই এবার নাকি মোহনবাগানে খেলা এক ফুটবলারকে রাডারে রেখেছে মহামেডান।

অবশ্যই পড়ুন: UPI পেমেন্টের জন্য গুনতে হবে অতিরিক্ত চার্জ? কবে থেকে! জানাল অর্থ মন্ত্রণালয়

মোহনবাগানের ঘর ভাঙছে মহামেডান!

ইন্ডিয়ান সুপার লিগে সাফল্য নিশ্চিত করতে এবার দলের অন্দরে একাধিক বদল আনতে চলেছে মহামেডান স্পোর্টিং। সেই সূত্র ধরেই এবার নাকি মোহনবাগান সুপার জায়ান্টের হয়ে খেলা ফুটবলার ফারদিন আলি মোল্লাকে নজরে রেখেছে কলকাতার এই ঐতিহ্যবাহী দল।

সূত্রের যা খবর, বাগান শিবিরে খেলা এই ভারতীয় ফরোয়ার্ডকে সই করাতে একেবারে জান প্রাণ লাগিয়ে দিচ্ছে সাদা কালো ম্যানেজমেন্ট! শোনা যাচ্ছে, ইতিমধ্যেই নাকি মোল্লার সাথে যোগাযোগ করার চেষ্টা করেছে মহামেডান। সবকিছু ঠিক থাকলে, খুব শীঘ্রই বাগানের এই তারকাকে সই করিয়ে নিতে পারে শহরের এই শতাব্দি প্রাচীন দল।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join