বিক্রম ব্যানার্জী, কলকাতা: প্রতিবছরই নতুন নতুন স্কিম (Post Office Scheme) নিয়ে হাজির হয় ভারতীয় পোস্ট অফিস। মূলত চড়া মাত্রায় সুদ সহ মোট রিটার্ন ও নিরাপদে বিনিয়োগের জন্যই দেশের কোটি কোটি গ্রাহকের অন্যতম পছন্দের তালিকায় জায়গা করেছে ইন্ডিয়ান পোস্ট অফিস।
তবে অনেকেই হয়তো জানেন না, পোস্ট অফিসের অন্যান্য আকর্ষণীয় স্কিমের ভিড়ে এমন একটি স্কিম লুকিয়ে রয়েছে, যেখানে মাত্র 50 টাকা করে বিনিয়োগ করে লাখপতি হতে পারবেন গ্রাহক। কোন স্কিম? কীভাবে বিনিয়োগ করবেন? রইল সব তথ্য।
মাত্র 50 টাকা করে বিনিয়োগ করেই হতে পারবেন লাখপতি
ভারতীয় পোস্ট অফিসে RD স্কিম নামক একটি স্কিম রয়েছে। বর্তমানে এই রেকারিং ডিপোজিট স্কিমের সাথে কমবেশি সকলেই পরিচিত। এবার এই স্কিমে মাত্র 50 টাকা করে বিনিয়োগ করেই লাখপতি হয়ে উঠতে পারবেন আপনি। কিন্তু কীভাবে?
কীভাবে মাত্র 50 টাকা বিনিয়োগ করে লাখপতি হওয়া যায়?
বলে নাকি, একজন বিনিয়োগকারী যদি প্রতিদিন নিজস্ব উদ্যোগে 50 টাকা করে সাশ্রয় করেন তবে মাসের শেষে টাকার অঙ্কটা গিয়ে দাঁড়াবে 1500-তে। অভিজ্ঞ ইনভেস্টাররা বলছেন, এই মোট অর্থ প্রতি মাসে যদি ভারতীয় পোস্ট অফিসের রেকারিং ডিপোজিট স্কিমে বিনিয়োগ করা যায় তবে নির্দিষ্ট মেয়াদ শেষে মোটা অঙ্কের রিটার্ন পাবেন গ্রাহক।
আসলে পোস্ট অফিসের RD স্কিমে যদি কেউ প্রতিমাসে 1500 টাকা করে 5 বছরের জন্য বিনিয়োগ করেন সে ক্ষেত্রে 6.7 শতাংশ সুদের হিসেবে 5 বছরের মেয়াদ শেষ হলে বিনিয়োগকারী এককালীন 1,78,415 টাকা হাতে পাবেন। অর্থাৎ 5 বছরের মেয়াদ শেষ হলেই প্রায় 1 লক্ষ 80 হাজার টাকা পাবেন গ্রাহক।
সেক্ষেত্রে সুদ হিসেবে হাতে আসবে 28,415 টাকা। এভাবে একজন গ্রাহক যদি মেয়াদ বাড়িয়ে বিনিয়োগ করতে থাকেন সে ক্ষেত্রে আগামী দিনে আরও মোটা অঙ্কের তহবিল গড়তে পারবেন বিনিয়োগকারী।
অবশ্যই পড়ুন: বড় খবর, আগামী দিনে বাংলাদেশ সরকারের কোনও দায়িত্বে থাকবেন না মহম্মদ ইউনূস!
প্রসঙ্গত, একজন গ্রাহক চাইলে প্রতিমাসে 1500 টাকা করে 3 বছরের জন্যও বিনিয়োগ করতে পারেন। সেক্ষেত্রে 6.7 শতাংশ সুদের হারে 3 বছরের মেয়াদে 98,874 টাকা পাবেন গ্রাহক। বলা বাহুল্য, পোস্ট অফিসের RD স্কিমে সর্বোচ্চ বিনিয়োগের কোনও নির্দিষ্ট সীমা নেই। একজন ব্যক্তি চাইলে 3 বা 5 বছরের জন্য 100 টাকা থেকে শুরু করে যত খুশি বিনিয়োগ করতে পারেন। বলে রাখি, বিনিয়োগের মেয়াদ পূর্ণ হয়ে গেলে সেই সময়সীমা আরও 3 বা 5 বছরের জন্য বাড়িয়ে নেওয়া যায়।