শ্রেয়স আইয়ারের PBKS দলের স্টার প্লেয়ারকে অধিনায়ক ঘোষণা

Published on:

Washington Freedom appoints Punjab Kings star player as captain

বিক্রম ব্যানার্জী, কলকাতা: IPL 2025 মরসুমে প্রীতি জিন্টার দল পাঞ্জাব কিংসের (Punjab Kings) হয়ে খেলা তারকা প্লেয়ারকে এবার অধিনায়ক করল এক ভারতীয় ধন কুবেরের দল। নিশ্চয়ই মুম্বই ইন্ডিয়ান্সের কথা ভাবছেন? না, আম্বানির দলে যাননি তিনি। তাহলে? জানা যাচ্ছে, প্রীতির দল পাঞ্জাব কিংসের হয়ে দীর্ঘদিন মাঠ কাঁপানো তারকা প্লেয়ার গ্লেন ম্যাক্সওয়েলকে এবার অধিনায়ক করেছে একটি জনপ্রিয় দল। হ্যাঁ, PBKS তারকাকে একেবারে প্রধান সেনাপতির আসনে বসিয়েছে দলটি।

পাঞ্জাবের সাথে ম্যাক্সওয়েলের সম্পর্ক দীর্ঘদিনের

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টদশ সংস্করণে অস্ট্রেলিয়ান তারকা গ্লেন ম্যাক্সওয়েলকে 4.2 কোটি টাকায় কিনে নিয়েছিল প্রীতির পাঞ্জাব কিংস। তবে গত সপ্তাহে বিরাট কোহলিদের রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে ফাইনালে পরাস্ত হওয়া, এই দলে ম্যাক্সওয়েলের যাত্রাটা কিন্তু নতুন নয়।

বলে রাখি, 2025 সিজনের আগে বেশ কয়েকবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঞ্জাবের জার্সি গায়েই মাঠে নেমেছিলেন তিনি। বলা বাহুল্য, 2014 থেকে 2017 মরসুম পর্যন্ত পাঞ্জাব কিংসের হয়েই IPL খেলেছেন এই অজি তারকা। তবে শেষ পর্যন্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 18তম সংস্করণের ফাইনালে বেঙ্গালুরুর কাছে হারের পরই এক জনপ্রিয় দলে অধিনায়কের দায়িত্ব পেলেন ম্যাক্সওয়েল। কিন্তু কোন দলে?

ম্যাক্সওয়েলকে অধিনায়ক করল এই দল

প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাঞ্জাব কিংসের তাবড় তারকা গ্লেন ম্যাক্সওয়েলকে অধিনায়ক হিসেবে নিযুক্ত করল ওয়াশিংটন ফ্রিডম। হ্যাঁ, 13 জুন থেকে আমেরিকায় অনুষ্ঠিত হতে যাওয়া MLC 2025 বা মেজর লিগে ক্রিকেট টুর্নামেন্টের জন্য ভারতীয় ধনু কুবের সঞ্জয় গোভিলের মালিকানাধীন দল ওয়াশিংটন ফ্রিডমে প্রধান সেনাপতি হিসেবে নিযুক্ত হলেন পাঞ্জাবের হয়ে IPL কাঁপানো প্লেয়ার ম্যাক্সওয়েল।

অবশ্যই পড়ুন: মোহনবাগানের সংসার ভাঙছে মহামেডান!

উল্লেখ্য, গত বছর অর্থাৎ 2024 মরসুমের ওয়াশিংটন ফ্রিডমের হয়ে মেজর লিগ ক্রিকেট টুর্নামেন্টে 153 রান করেছিলেন ম্যাক্সওয়েল। যার মধ্যে ছিল একটি দুরন্ত অর্ধশতরান। তবে এবার তাঁর কাঁধে অধিনায়কের দায়িত্ব। ফলত, এ যাত্রায় যে চাপটা অনেকটাই বেশি তা বলার অপেক্ষা রাখে না।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥