সৌভিক মুখার্জী, কলকাতা: ফের সোনার দর রেকর্ড স্পর্শ করল। একধাক্কায় অনেকটাই বাড়লো আজ হলুদ ধাতুর বাজার দর (Gold Price)। ফলে সাধারণ ক্রেতা থেকে শুরু করে মধ্যবিত্তদের কপালে আবারো চিন্তার ভাঁজ। অন্যদিকে রুপোর দর আজ বিরাট সুখবর শোনাচ্ছে। আজ অনেকটাই দরপতন হয়েছে সাদা ধাতুর। ফলে যারা রুপো কিনতে চাইছেন, তাদের জন্য সুখবর। কিন্তু আজ কোন শহরে কতই বিকোচ্ছে সোনা রুপো? সবটা জানতে হলে আজকের প্রতিবেদনটি পড়ুন।
22 ক্যারেট হলমার্ক সোনার দাম | Gold Price Today |
- আজ কলকাতার বাজারে 22 ক্যারেট হলমার্ক সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 92,800 টাকায়, যা গতকালের তুলনায় 500 টাকা ঊর্ধ্বগতি।
- আজ চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 92,950 টাকায়।
- আজ দিল্লি, লখনৌতে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 93,100 টাকায়।
- আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 22 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 93,000 টাকা।
24 ক্যারেট পাকা সোনার দাম
- আজ কলকাতার বাজারে 24 ক্যারেট পাকা সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 97,600 টাকা, যা গতকালের তুলনায় 500 টাকা ঊর্ধ্বগতি।
- আজ চেন্নাই, মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,01,400 টাকায়।
- আজ দিল্লি, লখনৌতে 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,01,550 টাকায়।
- আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরের 24 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 1,01,450 টাকায়।
18 ক্যারেট সোনার দাম
- আজ কলকাতার বাজারে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 76,500 টাকায়।
- আজ চেন্নাইতে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 76,500 টাকায়।
- আজ মুম্বাই, বেঙ্গালুরু, হায়দ্রাবাদ, কেরালা, পুনে ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 76,050 টাকায়।
- আজ দিল্লি, লখনৌয়ের মতো শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 76,180 টাকায়।
- আজ ভদোদরা, আহমেদাবাদ ইত্যাদি শহরে 18 ক্যারেট সোনা বিক্রি হচ্ছে প্রতি 10 গ্রাম 76,090 টাকায়।
আজ রুপোর বাজার দর | Silver Price Today |
- আজ কলকাতার বাজারে খুচরো রুপো বিক্রি হচ্ছে প্রতি কেজি 1,05,400 টাকায়, যা গতকালের তুলনায় 1450 টাকা দরপতন।
- আজ চেন্নাই, হায়দ্রাবাদ, কেরালা ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,20,000 টাকায়।
- আজ মুম্বাই, দিল্লি, বেঙ্গালুরু, পুনে, আহমেদাবাদ ইত্যাদি শহরে প্রতি কেজি রুপো বিক্রি হচ্ছে 1,10,000 টাকায়।
আরও পড়ুনঃ চীন রপ্তানি বন্ধ করতেই খেল দেখাল ভারত! সব পরিকল্পনা বানচাল জিনপিং-এর
এখনই কি বিনিয়োগ করবেন?
টানা কয়েকদিন দরপতনের পর ফের আজ সোনার বাজার ঊর্ধ্বমুখী। ফলে বিনিয়োগকারীদের জন্য আজ কিছুটা দুশ্চিন্তার দিন হতে পারে। অন্যদিকে যারা রুপো কিনবেন বলে ভাবছেন বা রুপোয় বিনিয়োগ করতে চাইছেন, তাদের জন্য এটি সেরা সময়। তবে হ্যাঁ, অবশ্যই বিনিয়োগ করার আগে বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবেন।