গুটখাখোরদের দাপটে লাল হয়ে যাচ্ছে ঝাঁ চকচকে মেট্রো স্টেশন! এবার শায়েস্তা করবে কর্তৃপক্ষ

Published on:

kolkata metro

সহেলি মিত্র, কলকাতাঃ পান, গুটখা-র পিকে রেল স্টেশন চত্ত্বর হামেশাই নোংরা হয়। এ তো চেনা দৃশ্যই সকলের কাছে। বারবার রেলের তরফে যাত্রীদের সচেতন করা হলেও কেউ যে কানে কথা তুলছেন না তা রোজকার এই ছবি দেখলেই স্পষ্ট হয়ে যায়। কিন্তু এবার এই একই দৃশ্য দেখা গেল মেট্রো স্টেশনেও। আর যা নিয়ে বেজায় বিরক্ত মেট্রো রেল কর্তৃপক্ষও (Kolkata Metro)। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই দিনের আলোর মতো সত্যি।

নোংরা হচ্ছে মেট্রো স্টেশনগুলিও

মেট্রো রেলকেও অনেকের লাইফলাইন বলা হয়ে থাকেন। বহু মানুষ এমন রয়েছেন যারা প্রতিদিন মেট্রোতে করে যাতায়াত করেন বা এতে করে যাতায়াত করতে ভালোবাসেন। কিন্তু যাতায়াতের সময়ে এরকম যদি গুটকা, পানের পিক ফেলার মতো নোংরা দৃশ্য দেখতে হয় তাহলে তো কথাই নেই। এখন যাত্রীরাও অভিযোগ জানাচ্ছেন মেট্রো রেল কর্তৃপক্ষের কাছে। এখন বর্তমানে কলকাতা মেট্রোর পরিধি বাড়ছে। এখন শুধু একটা লাইনেই কিন্তু মেট্রো সীমাবদ্ধ নেই।

আগামী দিনে মেট্রো থেকে মেট্রো স্টেশনের সংখ্যা বাড়বে। সেখানেও যদি এরকম নোংরা দৃশ্য দেখতে হয় তাহলে তা মোটেও ভালো নয়। কলকাতার ইস্ট-ওয়েস্ট মেট্রোতে এই দৃশ্য এখন দেখা যাচ্ছে। ইস্ট ওয়েস্ট মেট্রোর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেড শাখার প্রতিটি মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মের বিভিন্ন জায়গায় গুটখার পিক ছিটিয়ে রয়েছে। সাদা মার্বেল একপ্রকার লালচে খয়েরি হয়ে উঠছে। বাদ যাচ্ছে না এসকেলেটারও।

আরও পড়ুনঃ হেরে গেল ভারত, ইংল্যান্ড! ওয়ানডে ক্রিকেটে ইতিহাস লিখল চুনোপুঁটি নেদারল্যান্ডস

লাল হয়ে যাচ্ছে ঝাঁ চকচকে মেট্রো স্টেশনগুলি

ইতিমধ্যে ঝাঁ চকচকে প্ল্যাটফর্মে এই গুটখার পিকের ছবি দেখে অনেক যাত্রীই ক্ষোভ প্রকাশ করছেন। যাত্রীদের অভিযোগ, মেট্রো রেলের এই গুটখার পিক ফেলা রুখতে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। তাঁদের মতে, এখনই এনিয়ে পদক্ষেপ না নেওয়া হলে নতুন নির্মাণ হওয়া মেট্রো স্টেশনগুলির হাল আগামীদিনে আরও খারাপ হবে। এদিকে লাইনে আরও অনেক মেট্রো স্টেশনের উদ্বোধন হওয়ার কথা রয়েছে। সেগুলির হালও বেহাল হতে পারে বলে আশঙ্কা করছেন অনেক যাত্রী। এদিকে এহেন ঘটনার জন্য যাত্রীদেরই দায়ী করেছে কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে, পরিস্থিতির বদল ঘটাতে যাত্রীদের সচেতন করা হচ্ছে। স্টেশন নোংরা করার পিছনে যাত্রীদের একাংশ দায়ী।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥