ফের Air India! এবার বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি, থাইল্যান্ডে জরুরি অবতরণ বিমানের

Published:

Air India Flight
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ আহমেদাবাদে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনা সকলকে নাড়িয়ে রেখে দিয়েছে। এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনায় একজন ছাড়া বাকি সব যাত্রীর মৃত্যু হয়েছে বলে খবর। এই ঘটনায় হাই লেভেলের তদন্ত শুরু হয়েছে বলে খবর। কিন্তু এরই মাঝে ফের শিরোনামে Air India-র বিমান। কয়েকশো যাত্রীকে নিয়ে এমার্জেন্সি ল্যান্ডিং করল বিমানটি। হ্যাঁ একদম ঠিক শুনেছেন। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

ফের দুর্ঘটনার কবলে Air India-র বিমান!

জানা গিয়েছে, শুক্রবার থাইল্যান্ডের ফুকেট দ্বীপ থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমানে বোমা হামলার হুমকি পাওয়া যায়। এর পর, বিমানটিকে তাড়াহুড়ো করে জরুরি অবতরণ করতে হয়। একজন কর্মকর্তা আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন যে AI-379 ফ্লাইটটি নিরাপদে অবতরণ করেছে। বিমানটিতে সেইসময়ে ১৫৬ জন যাত্রী ছিলেন। স্বাভাবিকভাবে গতকালের ঘটনার পর আজকের এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে, মানুষ আদৌ আর বিমানেও সুরক্ষিত তো?

এক রিপোর্ট অনুসারে, বিমানটি শুক্রবার সকাল ৯.৩০ মিনিটে ফুকেট বিমানবন্দর থেকে দিল্লির উদ্দেশ্যে যাত্রা শুরু করেছিল। কিন্তু আন্দামান সাগর ক্রশ করতেই সেটি আবার ফিরে আসে এবং এমার্জেন্সি ল্যান্ডিং করে। শেষ পাওয়া খবর অনুযায়ী, সমস্ত যাত্রী এবং ক্রু নিরাপদে আছেন, কারও কোনও ক্ষতি হয়নি।

নেশন থাইল্যান্ড জানিয়েছে যে বোমার হুমকি পাওয়ার সাথে সাথে ফুকেট বিমানবন্দর বিমানবন্দর কন্টিনজেন্সি প্ল্যান (এসিপি) সক্রিয় করেছে। বিমানবন্দর কর্মকর্তারা জানিয়েছেন যে হুমকির বিষয়ে প্রয়োজনীয় সকল পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে, লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান তিন ঘন্টা আকাশে থাকার পর মুম্বাইতে ফিরে অবতরণ করে। বিমানটি মুম্বাই থেকে লন্ডন যাচ্ছিল এবং ভোর ৫.৩৯ মিনিটে উড্ডয়ন করে।

বিবৃতি জারি এয়ার ইন্ডিয়ার

এয়ার ইন্ডিয়া এক বিবৃতি জারি করে জানিয়েছহে যে ইরানের পরিস্থিতি এবং এর আকাশসীমা বন্ধের কারণে, অনেক ফ্লাইটকে তাদের মূল গন্তব্যে ফিরিয়ে আনা হচ্ছে অথবা অবতরণ করানো হচ্ছে। উউল্লেখ্যম বৃহস্পতিবার, আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার একটি বিমান দুর্ঘটনার কবলে পড়ে। উড্ডয়নের কয়েক সেকেন্ড পরেই বিমানটি বিজে হাসপাতালের হোস্টেলে বিধ্বস্ত হয়। বিমানে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জন মারা গিয়েছেন। শুধু তাই নয়, দুর্ঘটনার সময়ে হোস্টেলে থাকা অনেকেই মারা যান। সর্বশেষ তথ্য অনুসারে, এখনও অবধি মোট ২৬৫ জন প্রাণ হারিয়েছেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join