হেরে গেল ভারত, ইংল্যান্ড! ওয়ানডে ক্রিকেটে ইতিহাস লিখল চুনোপুঁটি নেদারল্যান্ডস

Published on:

Netherlands beat India and England in ODI cricket by chasing 370 runs

বিক্রম ব্যানার্জী, কলকাতা: আগামী 20 জুন থেকে শুরু হবে ভারত বনাম ইংল্যান্ডের 5 ম্যাচের টেস্ট সিরিজ। তবে সেই মহারণের প্রাক্কালে বিরাট ধাক্কা খেলো দুই দল! আসলে ওয়ানডে ক্রিকেটে চুনোপুটি নেদারল্যান্ডসের (Netherlands) কাছে পরাস্ত হয়েছে ভারত ও ইংল্যান্ড! না, সরাসরি ম্যাচে হারতে হয়নি তাদের।

আসলে ICC 2023-27 ক্রিকেট বিশ্বকাপ লিগে প্রতিপক্ষ স্কটল্যান্ডের বড় লক্ষ্য তাড়া করে জয় তুলেছে নেদারল্যান্ডস। আর সেই সূত্র ধরেই, এবার দীর্ঘ রান তাড়া করে জয়ের নিরিখে ভারত ও ইংল্যান্ডের মতো দুই শক্তিশালী দলকেও পেছনে ফেলে দিল ইউরোপের এই দেশ।

ওয়ানডে ক্রিকেটে বড় কীর্তি নেদারল্যান্ডসের

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের 2023-27 বিশ্বকাপ লিগের সাম্প্রতিক এক ম্যাচে প্রতিপক্ষ স্কটল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছিল নেদারল্যান্ডস। যেই আসরে দুইদলের ব্যাটসম্যানরাই দুরন্ত পারফরমেন্সের দেখিয়েছে। এদিন স্কটল্যান্ড ও নেদারল্যান্ডস উভয় দল মোট 743 রান করেছিল।

তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, প্রথম ইনিংসে ব্যাট করতে
আসা স্কটল্যান্ড নির্ধারিত 50 ওভার 6 উইকেট হারিয়ে প্রতিপক্ষকে 370 রানের লক্ষ্য ছুঁড়ে দিলে তা তাড়া করতে নেমে মাত্র 49.2 ওভারেই 6 উইকেট খুইয়ে পূরণ করে ফেলে নেদারল্যান্ডস।

আর সেই সূত্র ধরেই ওয়ানডে ক্রিকেটে ইতিহাস গড়ে ফেলে দলটি। আসলে, একদিনের ক্রিকেট ইতিহাসে প্রথমবারের জন্য 300 রানের বেশি লক্ষ্য তাড়া করেছে নেদারল্যান্ডস। আর সেই পথ ধরেই এবার ভারত ও ইংল্যান্ডের রেকর্ডেও ছেদ করেছে স্কট এডওয়ার্ডসের দল!

অবশ্যই পড়ুন: ISL-এ ভরাডুবি! ৩ বিদেশিকে বিদায় দিল ইস্টবেঙ্গল

কীভাবে ভারত ও ইংল্যান্ডকে হারাল নেদারল্যান্ডস?

জানিয়ে রাখি, স্কটল্যান্ডের বিপক্ষে 370 রানের বড় লক্ষ্য তাড়া করে জয় তুলেছে নেদারল্যান্ডস। যার দরুণ ওয়ানডে ক্রিকেটে বড় কীর্তি গড়ার পাশাপাশি ভারত ও ইংল্যান্ডের মতো দলকেও পিছনে ফেলে দিয়েছি নেদারল্যান্ডস। বলা বাহুল্য, 2013 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 360 রানের লক্ষ্য তাড়া করে জিতেছিল ভারত।

অন্যদিকে 2019 সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে 361 রানের লক্ষ্য তাড়া করেছিল ইংল্যান্ড। বলে রাখি, বর্তমানে ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে তৃতীয় বৃহত্তম লক্ষ্য তাড়া করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে নেদারল্যান্ডস। যেখানে 2006 সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 435 রানের লক্ষ্য পূরণ করে তালিকার শীর্ষে জায়গা ধরে রেখেছে দক্ষিণ আফ্রিকা।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥