বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফুটবলে বেহাল দশা ভারতীয় দলের (Indian Football Team)! সদ্য AFC এশিয়ান কাপের বাছাই পর্বের ম্যাচে পিছিয়ে থাকা হংকংয়ের কাছে হেরে লজ্জা বাড়িয়েছেন সুনীল ছেত্রীরা। এর আগে বাংলাদেশের হামজাদের বিরুদ্ধে এক ফোঁটাও জায়গা করে উঠতে পারেননি স্বদেশিরা।
এমতাবস্থায়, দলের ছেলেদের ছন্নছাড়া ফুটবলের মাঝে এবার নাকি ভারতীয় ফুটবল দলের হাল ধরতে আসছেন বিদেশিরা! শোনা যাচ্ছে, ভারতীয় ফুটবল দলে যাতে প্রবাসী ভারতীয়রাও খেলতে পারেন তার জন্য কেন্দ্র সরকারের কাছে অনুরোধ জানানো হয়েছে। এবার সেই আবেদন খতিয়ে দেখার পালা মোদি সরকারের।
ভারতীয় দলে এবার পা বাড়াবেন বিদেশিরাও!
সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নাম প্রকাশে অনিচ্ছুক অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের এক কর্তা নাকি জানিয়েছেন, বিষয়টি নিয়ে আলোচনা চলছে। ইতিমধ্যেই আমাদের প্রেসিডেন্ট বেশ কয়েকবার সরকারি দপ্তরে কথা বলেছেন। আসলে এ ব্যাপারে আমাদের কোনও হাত নেই। যা সিদ্ধান্ত নেওয়ার সরকারই নেবে। তবে আপাতত ইতিবাচক খবরই মিলছে। সরকার যদি শেষ পর্যন্ত আমাদের কথায় সায় দেয় সেই আশাই এখন একমাত্র সম্বল।
তবে ওই ফেডারেশন কর্তা এও জানান, প্রবাসী ভারতীয়রা জাতীয় দলে খেললেই সাফল্য আসবে না! তবে প্রবাসীরা যদি ভারতীয় দলে খেলার সুযোগ পান তবে প্রথম একাদশ গড়ার ক্ষেত্রে বহু বিকল্প থাকে হাতে। এছাড়াও প্রবাসী ফুটবলাররা বিদেশের একাধিক ফুটবল ক্লাবে খেলে যথেষ্ট অভিজ্ঞতা সঞ্চয় করেছেন, তাই পরবর্তীতে সেই সব অভিজ্ঞতা কাজে লাগবে আমাদের। যদিও ওই কর্তা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, প্রবাসী ভারতীয়রা জাতীয় দলে খেললেই যে সাফল্য চলে আসবে এমন কথা ভাবার কোনও প্রয়োজন নেই।
অবশ্যই পড়ুন: শত্রুতা ভুলে ভারতের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ! হঠাৎ কোন ভয়ে নরম ইউনূস?
প্রবাসীদের ভারতীয় দলে খেলার অনুমতি দেবে সরকার?
দীর্ঘদিন ধরেই ভারতীয় বংশোদ্ভুত ফুটবলারদের জাতীয় দলে খেলানোর বিষয়টি নিয়ে জল ঘোলা হয়েছে অনেকটাই। বারংবার নানা মহল থেকে অনুরোধ সত্বেও নরম হয়নি ফেডারেশন। তবে জাতীয় দলের বর্তমান অবস্থা দেখে মন ঘুরেছে AIFF কর্তাদের! তবে ফেডারেশন চাইলেই কি হবে? কেন্দ্রের তরফে সবুজ সংকেত পেলে তবেই বিদেশে থাকা প্রবাসী প্লেয়ারদের খেলাতে পারবে ফেডারেশন! তবে তা কি আদৌ সম্ভব হবে এখন? ফেডারেশনের ওই কর্তা দাবি করেন, ফেডারেশনের তরফে কেন্দ্রকে শুধুমাত্র এতটুকু জানানো হয়েছে যে, প্রবাসী ভারতীয়দের খেলাতে পারলে দলের জন্য মঙ্গল! এবার সেই সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে কেন্দ্র কী জানায় সেদিকে নজর রাখতে হবে আমাদের।