বিক্রম ব্যানার্জী, কলকাতা: কথায় আছে, পরিশ্রমই সাফল্যের একমাত্র চাবি কাঠি! তবে বিগত দিনগুলিতে শ্রেয়স আইয়ারের (Shreyas Iyer) ক্ষেত্রে এই প্রচলিত বাক্যটি সবদিক থেকে মেলেনি। কেন বলছি? ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 17তম সংস্করণে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করার পরই IPL 2025 সিজনে প্রীতির পাঞ্জাবের দায়িত্ব নিয়েছিলেন আইয়ার। সেই মতো সেনাপতির দায়িত্ব একেবারে অক্ষরে অক্ষরে পালন করেছিলেন তিনি।
দীর্ঘ 11 বছরের অপেক্ষা কাটিয়ে শেষ পর্যন্ত আইয়ারের হাত ধরেই ফাইনালে উঠেছিল পাঞ্জাব কিংস। তবে দুঃখের বিষয়, শেষ পর্যন্ত প্রধান মঞ্চে রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে পরাস্ত হয়ে চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন একেবারে ভেঙে চুরমার হয়ে যায় শ্রেয়সের। আর সেই ধাক্কার দশ দিনের ব্যবধানে আবারও ফাইনাল থেকে মুখ কালো করে ফিরতে হল এই ভারতীয় ক্রিকেটারকে।
দশদিনের মধ্যে ফের ফাইনাল হারলেন শ্রেয়স আইয়ার
রয়েল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে স্বপ্ন বিকিয়ে এবার টি-টোয়েন্টি মুম্বই 2025 টুর্নামেন্টের ফাইনালে মুম্বই সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালসের কাছে 5 উইকেটে ফাইনাল হেরে লজ্জা বাড়াল আইয়ারের দল মুম্বই ফ্যালকনস। যার জেরে টানা দ্বিতীয়বার ফাইনালে পরাস্ত হয়ে এবার কার্যত ভেঙে পড়লেন ভারতীয় ক্রিকেটার শ্রেয়স আইয়ার!
এদিন ম্যাচ শুরু হতেই প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 4 উইকেট হারিয়ে 157 রান করে আইয়ারের মুম্বই ফ্যালকনস। এদিন দলের হয়ে সর্বোচ্চ রান করেছিলেন ময়ূরেশ ট্যান্ডেল। এদিন 32 বলে তাঁর ব্যাট থেকে 50 রানের যোগদান পেয়েছিল মুম্বই ফ্যালকনস।
অবশ্যই পড়ুন: ফেডারেশনের কড়া সিদ্ধান্তে মাথায় বাজ মহামেডানের
তবে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, এদিন চেষ্টা করেও ব্যর্থ হয়েছিলেন অধিনায়ক শ্রেয়স আইয়ার! পরবর্তীতে প্রতিপক্ষের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র 19.2 ওভারেই 5 উইকেট হাতে রেখে প্রয়োজনীয় রান তুলে নেয় মুম্বই সাউথ সেন্ট্রাল মারাঠা রয়্যালস। বলা বাহুল্য, এদিন আইয়ারদের বিরুদ্ধে ম্যাচ জয়ে সবচেয়ে বড় অবদান রেখেছিলেন চিন্ময় রাজেশ।
এদিন তাঁর ব্যাট থেকে 53 রানের বড় যোগদান পেয়েছিল মুম্বই সাউথ সেন্ট্রাল, যা ছিল সর্বোচ্চ। বলে রাখি, শত্রুপক্ষের গলার টুঁটি চেপে ধরতে এদিন শত চেষ্টা করেও কার্তিক মিশ্র ও যশের 2টি করে উইকেট ছাড়া মুম্বই ফ্যালকনসের আর কোনও বোলারেই খাতায় সংখ্যা যোগ করতে পারেননি।












