বিক্রম ব্যানার্জী, কলকাতা: সপ্তম বারের জন্য FIFA বিশ্বকাপে যোগ্যতা অর্জন করে নিল অস্ট্রেলিয়া। হ্যাঁ, বাছাই পর্বের ম্যাচে সাফল্যের পর এবার 2026 FIFA বিশ্বকাপে (2026 FIFA World Cup) খেলতে নামছে অস্ট্রেলিয়ার ফুটবল দল।
কিন্তু তাতে ভারতীয় ফুটবলের লাভ কোথায়? অজিদের বিশ্বকাপ যাত্রার প্রসঙ্গ জেনেই বা কী হবে? ভারত তো আর বিশ্বকাপে জায়গা করতে পারল না! এমন একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সমর্থকদের মনে।
তবে অস্ট্রেলিয়ার FIFA বিশ্বকাপে যোগ্যতা অর্জনের মধ্যে দিয়েও লাভের আশা খুঁজে পাচ্ছেন বহু ভারতীয় ফুটবল সমর্থক। কীভাবে? আসলে মোহনবাগানের হয়ে খেলা তিন ফুটবলার দিমিত্রি পেত্রাতোস, জেসন কামিন্স ও জেমি ম্যাকলারেন আসন্ন বিশ্বকাপে অস্ট্রেলিয়ার হয়ে খেলবেন কিনা তা নিয়ে জিজ্ঞাসা রয়েছে অনেকেরই! তাই সেই প্রশ্নের উত্তর দিতেই আজকের এই প্রতিবেদন।
এক নজরে আন্তর্জাতিক ফুটবলে 3 অজি বিশ্বকাপারের যাত্রা
প্রথমেই আসি মোহনবাগানের তারকা ফুটবলার পেত্রাতোসের প্রসঙ্গে, বর্তমানে ISL মরসুম শেষ করে বিশ্রামে রয়েছেন অস্ট্রেলিয়ার এই স্টার ফুটবলার। বলে রাখি, বাগানের অন্যতম ভরসা তথা পুরনো সদস্য 2018 সালের বিশ্বকাপে অংশ নিয়েছিলেন। তবে অস্ট্রেলিয়ার জার্সি গায়ে তুলে মাত্র 3 ম্যাচে খেলার সুযোগ পেয়েছিলেন দিমি।
যদিও সেই আসরে গোল করতে পারেননি তিনি। বলা বাহুল্য, জাতীয় দলের হয়ে গোল না পেলেও বাগানের হয়ে মাঠে নেমে প্রায় প্রতিবারই গোল করার কাজটা করেছেন দিমিত্রি। শেষবারের মতো অস্ট্রেলিয়ার জার্সিতে 2019 সালে খেলেছিলেন তিনি।
এবার আসা যাক জেসন কামিন্সের প্রসঙ্গে, অস্ট্রেলিয়ার এই তারকা ফুটবলার দেশের জার্সিতে শেষবারের মতো খেলেছিলেন 2023 সালের মার্চ মাসে। তবে যদি বিশ্বকাপের কথা বলা হয় সেক্ষেত্রে 2022 সালে অস্ট্রেলিয়ার হয়ে কাতারে শেষবারের মতো মাঠ কাঁপিয়েছিলেন কামিন্স।
অন্যদিকে গত মরসুমে মোহনবাগানে যোগ দেওয়া জেমি ম্যাকলারেন অস্ট্রেলিয়ার হয়ে বয়সভিত্তিক দলে খেলার পর জাতীয় দলের সুযোগ পেয়েছিলেন। তিনি 2018 ও 2022 সালের বিশ্বকাপে অংশ নেন। এছাড়াও 2019 AFC এশিয়া কাপেও খেলেছিলেন এই ফুটবলার। জেমির শেষ আন্তর্জাতিক ম্যাচ ছিল 2023 সালে বাংলাদেশের বিরুদ্ধে। আর সেই আসরে পদ্মা পাড়ের ছেলেদের 3 গোল খাইয়েছিলেন তিনি।
অবশ্যই পড়ুন: শত্রুতা ভুলে ভারতের পাশে দাঁড়াচ্ছে বাংলাদেশ! হঠাৎ কোন ভয়ে নরম ইউনূস?
2026 FIFA বিশ্বকাপে খেলবেন এই তিন মহারথী?
আগেই জানানো হয়েছে আসন্ন FIFA বিশ্বকাপে যোগ্যতা অর্জন করেছে অস্ট্রেলিয়া দল। তবে বিশ্বকাপের আসরে মোহনবাগানের 3 ফুটবলার খেলবেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে নানা মহলে। সেই সূত্রে বলি, আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর না নিলেও বহুদিন জাতীয় দল থেকে বিচ্ছিন্ন এই তিন তারকা। এবার প্রশ্ন, তাহলে কি বিশ্বকাপে খেলবেন না বাগানের এই তিন দিগপাল? আপাতত যা খবর, অস্ট্রেলিয়ার হয়ে বিশ্বকাপে খেলার কোনও সুযোগ নেই এই তিন তারকার। কারণ, বিশ্বকাপের কোয়ালিফায়ার ম্যাচে সুযোগ পাচ্ছেন না তিনজনের কেউই।