ব্যর্থ আয়রন ডোম! ইজরায়েলে ভয়ঙ্কর হামলা ইরানের, তেল আবিবে চলল ধ্বংসলীলা

Published:

iran israel conflict
Follow

সহেলি মিত্র, কলকাতাঃ ফের একবার রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হল ইরান ও ইসরায়েল (Iran Israel conflict)। ইসরায়েল টানা দ্বিতীয় দিনের মতো ইরানে এয়ারস্ট্রাইক চালিয়েছে। রাতের অন্ধকারে চলেছে এই অতর্কিত হামলা বলে খবর। সূত্রের খবর, শুক্রবার গভীর রাতে আবারও ইরানের পারমাণবিক স্থাপনা লক্ষ্য করে ইসরায়েলি যুদ্ধবিমান হামলা চালিয়েছে। ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৭৮ জন নিহত এবং ৩৫০ জনেরও বেশি আহত হয়েছেন।

১০০-রও বেশি ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা ইসরায়েলে!

জবাবে ইরান ইসরায়েলের দিকে ১৫০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে। এর মধ্যে ৬টি ক্ষেপণাস্ত্র রাজধানী তেল আবিবে পড়ে, যার ফলে ১ জন মহিলা নিহত হন। একই সাথে ৬৩ জন আহত হন। একাধিক সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়েছে যে ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রকেও নাকি হামলা চালানো হয়েছে। শেষ পাওয়া খবর অনুযায়ী, ইরানের আক্রমণের আশঙ্কায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। সবথেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে তেল আবিব। ধারাবাহিক বিস্ফোরণে কেঁপে উঠেছে জায়গাটি। এক নজরে দেখলে মনে হবে, তেল আবিবের আকাশে আতশবাজির খেলা চলছে।

শুক্রবার ভোর ৫:৩০ মিনিটে ইসরায়েল ইরানের পারমাণবিক এবং বেশ কয়েকটি সামরিক ঘাঁটিতে হামলা চালিয়েছিল। এতে ৬ জন পারমাণবিক বিজ্ঞানী এবং ২০ জনেরও বেশি সামরিক কমান্ডার নিহত হন। এদিকে নেতানিয়াহু ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে কথা বলেছেন এবং পরিস্থিতি সম্পর্কে তাকে অবহিত করেছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে হুমকি দিয়ে বলেন, ‘পারমাণবিক চুক্তি করুন, নাহলে বড় আক্রমণ হবে।’ মধ্য ইসরায়েলে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার পর অনেক বাড়িঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলায় কমপক্ষে ১০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।

হু হু করে বাড়ছে মৃত্যু সংখ্যা

ইসরায়েলের অপারেশন রাইজিং লাইনের জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিজ নামে একটি অভিযান চালায়। এর আওতায় ইরান তেল আবিব এবং জেরুজালেমে ১০০ টিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করে। ইরানের এই আক্রমণ ইসরায়েলের বিখ্যাত হাতিয়ার আয়রন ডোম এবং ডেভিড’স স্লিংক অবধি নেতিয়ে পড়ে।

আরও পড়ুনঃ ১০ বছরের পুরনো Aadhar Card থাকলেই বিপদ! সমস্যা এড়াতে আজই করুন এই কাজ

ইতিমধ্যে, আইডিএফ জানিয়েছে যে লোকেরা এখন আশ্রয়কেন্দ্র থেকে বেরিয়ে আসতে পারে। জাতিসংঘে (UN) নিযুক্ত চীনের কূটনীতিক ফু কাং ইরানের উপর ইসরায়েলি হামলার নিন্দা জানিয়েছেন এবং সামরিক পদক্ষেপ বন্ধ করার দাবি জানিয়েছেন। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকে বক্তব্য রাখতে গিয়ে ফু কাং বলেন, ইসরায়েলের পদক্ষেপ নিয়ে বেইজিং খুবই উদ্বিগ্ন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join