বিদেশি ছাঁটাইয়ের আবহে ইস্টবেঙ্গলেই থাকছেন দিমিত্রিওস! সঙ্গে আরও দুই নাম

Published:

These 3 foreigners may stay in East Bengal FC
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গত ইন্ডিয়ান সুপার লিগে ভরাডুবির পর এবার নতুন মরসুমের জন্য একেবারে সর্বশক্তি নিয়ে কামব্যাক করতে চাইছে ইমামি ইস্টবেঙ্গল (East Bengal FC)। সেই মতোই হেড কোচ অস্কার ব্রুজো ও হেড অফ ফুটবল থাংবোই সিংটোর হাত ধরে একে একে নতুন ফুটবলারদের সই করিয়ে নিচ্ছে লাল হলুদ। তবে নতুন ছেলেদের দলে ভেড়ানোর আবহে হঠাৎ খারাপ পারফরমেন্সকে সামনে রেখে দলের বিদেশি তারকাদের ছাঁটাই করেছে কলকাতা ময়দানের এই প্রধান।

এমতাবস্থায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, বাকি তিন বিদেশিকে নিয়ে। তবে আপাতত সূত্রে যা খবর, মাদিহ তালাল, দিমিত্রিওস দিয়ামনতাকোস ও সউল ক্রেসপোকে নিয়ে সংসার বাঁধবে লাল হলুদ। যদিও অনেকেই মনে করছিলেন, দিমিত্রিকে হয়তো ছেড়ে দিতে পারে ইস্টবেঙ্গল! তবে শোনা যাচ্ছে, তেমনটা হবে না। লাল হলুদেই থাকবেন গ্রিক ফরোয়ার্ড। সঙ্গে থাকছেন আরও দুই বিদেশি।

লাল হলুদেই থাকছেন দিমিত্রিওস

বেশ কয়েকটি সূত্র মারফত যা খবর, তিন বিদেশিকে বিদায় দেওয়ার পর এবার তাঁদের জায়গায় 3 বিকল্প বিদেশি ফুটবলারকে বসতে চাইছে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। তবে প্রশ্ন থেকে যায়, সেই তালিকা ভরাট হলেও দলে থাকা বাকি বিদেশিদের মধ্যে কারা থাকছেন? সেই সূত্রে বলি, আপাতত ইস্টবেঙ্গলে থেকে যাচ্ছেন গ্রিক ফুটবলার দিমিত্রিওস দিয়ামানতাকোস।

একইভাবে চোট নিয়ে জর্জরিত মাদিহ তালালকে নিয়েও এখনই বড় পদক্ষেপ নিতে পারছে না বাগান প্রতিবেশী। শোনা যাচ্ছে, খুব শীঘ্রই চোট কাটিয়ে মাঠে ফিরতে পারেন তালাল। এছাড়াও পড়ে থাকা এক বিদেশি অর্থাৎ ক্রেসপোর ভবিষ্যৎ কী হবে সেই চিত্রটা সম্পূর্ণ না হলেও বেশ খানিকটা স্পষ্ট হয়ে গিয়েছে। খোঁজ নিয়ে জানা গেল, হয়তো লাল হলুদেই থেকে যেতে পারেন এই ফুটবলার।

অবশ্যই পড়ুন: কেন ইরানের পারমাণবিক আস্তানায় হামলা ইজরায়েলের? কারণ জানলে পায়ের তলার মাটি সরে যাবে!

সব মিলিয়ে বলা যায়, তিন বিদেশিকে বিদায় দিয়ে মূলত চুক্তি থাকার কারণে বাকি 3 সঙ্গীকে এখনই ছেড়ে দিতে পারছে না, ইস্টবেঙ্গল এফসি। তবে হ্যাঁ, বাদ পড়া তিন ফুটবলারের বিকল্প হিসেবে ইতিমধ্যেই লাল হলুদে পাকাপাকিভাবে যুক্ত হয়েছেন প্যালেস্টাইনের তাবড় ফুটবলার মহম্মদ রশিদ ও ব্রাজিলের মিগুয়েল ফেরেইরা। তবে এখানেই শেষ নয়! শোনা যাচ্ছে, আগামী দিনে যাতে দলের শক্তি আরও বাড়ে, সেজন্য বিশ্বের বেশ কয়েকজন তুখোড় ফুটবলারকে রাডারে রেখেছে ইমামির মালিকানাধীন দল।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join