বরাদ্দ 125 কোটি, দুর্গাপুজোর আগেই 200 CNG বাস রাজ্যে, কোন কোন রুটে চলবে?

Published:

200 New CNG Buses In Kolkata
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: সরকারি বাস পরিষেবা নিয়ে দিনে দিনে সাধারণের মধ্যে ক্ষোভ বৃদ্ধি পাচ্ছে বলে অভিযোগ। সেই অভিযোগের সুরাহা করতে এবার নতুন বাস কেনার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য পরিবহণ দফতর। জানা গিয়েছে দুর্গাপুজোর আগেই 200টি CNG বাস পেতে চলেছে কলকাতা (200 New CNG Buses In Kolkata)। এবং টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সেই 200টি বাস সরবরাহের দায়িত্ব পেতে চলেছে তিনটি প্রথম সারির সংস্থা।

পুজোর আগেই রাজ্যে 200 টি CNG বাস

পরিবহন দফতর সূত্রে জানা গিয়েছে, যাত্রীদের সুবিধার্থে বড় এবং মাঝারি মাপের তিন ধরনের বাতানুকূল বাস কিনতে চলেছেন তারা। প্রশাসনিক ভাবে এই তিন ধরনের বাসের নাম দেওয়া হয়েছে মিডি, সেমি এবং ডিলাক্স বাস। 12 মিটারের সেমি ডিলাক্স বাস কেনা হবে 120টি, যার প্রতিটির দাম 65 লাখ টাকা।

একই মাপের ডিলাক্স বাস কেনা হবে 50টি, যার প্রতিটির দাম 70 লক্ষ 40 হাজার টাকা। 9 মিটারের লম্বা মিডি বাস কেনা হবে 30টি, যার প্রতিটির মূল্য 42 লক্ষ টাকা। সব মিলিয়ে নতুন এই 200টি বাস ক্রয় করার জন্য 125 কোটি টাকা বরাদ্দ করেছে অর্থ দফতর।

কোথায় কোথায় চলবে বাস?

জানা যাচ্ছে, যাত্রীস্বার্থে সমস্ত পরিকল্পনা ঠিকঠাক থাকলে চলতি বছর আগামী সেপ্টেম্বরের মধ্যে পশ্চিমবঙ্গ পরিবহণ নিগমের হাতে সেই বাসগুলি চলে আসবে যেগুলি কলকাতা এবং কলকাতা-লাগোয়া বিভিন্ন রুটে বাস ব্যবহার করা হবে।

সূত্রের খবর, এসপ্ল্যানেড থেকে দমদম, উল্টোডাঙা থেকে এয়ারপোর্ট, বেলগাছিয়া থেকে সায়েন্স সিটি, উল্টোডাঙা থেকে যাদবপুরের মতো গুরুত্বপূর্ণ রুটে এসি সিএনজি বাস চালানো হতে পারে। তাছাড়াও কলকাতা এবং শহরতলির কয়েকটি রুটে চলবে এই বাস।

আরও পড়ুন: শিক্ষকদের ট্রান্সফার নিয়ে বড় ঘোষণা SSC-র

পরিবেশের জন্য বেশ সুখকর

বিশেষ সূত্রে জানা গিয়েছে, বাসগুলির আসন সংখ্যা 30 থেকে 40-এর মধ্যে থাকবে। এবং ডিল্যাক্স বাসগুলিতে আবার পুশব্যাক সিটও থাকবে। বিশেষজ্ঞ মহলের মতে, রাজ্যে CNG বাস চালু (200 New CNG Buses In Kolkata) হলে দুই দিকে বড় লাভ করবে সরকার।

একদিকে যেমন রাজ্য সরকারের খরচ কমবে অন্যদিকে পরিবেশের জন্য বেশ ভালো হবে। কারণ ডিজেলে চলা বাসের পরিবর্তে সিএনজি বাস চালানো হলে পরিবেশে দূষণ কমাবে। এবং যাত্রীরা স্বস্তিতে যাতায়াত করতে পারবেন।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join