‘বিদেশে বাংলাদেশিদের অপমান!’ ইউনূসের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ

Published on:

Updated on:

muhammad yunus

সৌভিক মুখার্জী, কলকাতা: বিদেশের মাটিতে দাঁড়িয়ে নিজের দেশের মানুষকেই অপমান করে বেড়াচ্ছে ওপার বাংলার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা শান্তিতে নোবেল জয়ী মহম্মদ ইউনূস (Muhammad Yunus)! লন্ডনে তার সাম্প্রতিক মন্তব্য ঘিরে বাংলাদেশের রাজনৈতিক উত্তেজনা এখন চরমে পৌঁছেছে। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সংবাদমাধ্যম, প্রতিটি জায়গায় চলছে এই মন্তব্যের তীব্র সমালোচনা।

ঠিক কী বলেছিল ইউনূস?

সম্প্রতি লন্ডনের এক আন্তর্জাতিক আলোচনা সভায় গিয়ে ইউনূস বলেছেন, বাংলাদেশের মানুষ ভোট দেওয়ার সময় টাকা খায়। আর যে টাকা দেয়, তাকেই ভোট দেয়। গণভোটের মতো বিষয় তাদের মাথার উপর দিয়েই যাবে। তারা শুধুমাত্র হাসবে। আর এই মন্তব্য সামনে আসতেই রাজনৈতিক দল থেকে শুরু করে সাধারণ মানুষ প্রশ্ন তুলতে শুরু করেছে, এটাই কি তাহলে দেশের মানুষের পরিচয়? দেশের মানুষকে এইভাবে অপমান করলেন তিনি? 

ইউনূসের এই বক্তব্যের সঙ্গে বাংলাদেশে অনেক রাজনৈতিক দলের দৃষ্টিভঙ্গিরও বিস্তার ফারাক রয়েছে। কারণ, জাতীয় নাগরিক পার্টি, জামায়াতে ইসলাম সহ একাধিক দল এই মন্তব্যের তীব্র সমালোচনা জানিয়েছে। তারা প্রশ্ন তুলছে, একজন দায়িত্বপ্রাপ্ত সরকারি উপদেষ্টা হয়ে তিনি কীভাবে দেশের সাধারণ মানুষদের নিয়ে এরকম দায়িত্বজ্ঞানহীন মন্তব্য করতে পারেন!

আরও পড়ুনঃ ধরা ছোঁয়ার বাইরে যাচ্ছে সোনার দর, রুপোর বাজারেও আগুন! আজকের রেট

তারেক রহমানের সঙ্গে বৈঠকেও বিতর্ক

সূত্রের খবর, লন্ডন সফরে বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে ইউনূসের একটি বৈঠকও হয়েছে। জানা যাচ্ছে, দুই পক্ষ আগামী বছরের ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন আয়োজন করতে উঠে পড়ে লেগেছে। অথচ কিছুদিন আগে ইউনূস জানিয়েছিল যে, 2026-এর এপ্রিলের মধ্যে নির্বাচন করার পরিকল্পনা রয়েছে।

আবার অন্যদিকে তারেক রহমান এবং তার দল বিএনপি চাইছিল যে, এই বছরের ডিসেম্বরে নির্বাচন হোক। আর এরকম অবস্থায় হঠাৎ করে ফেব্রুয়ারি মাসে নির্বাচনের সিদ্ধান্তের এই বিষয়টি নিয়ে আরও জলঘোলা সৃষ্টি হয়েছে। এখন দেখার নির্বাচন ঠিক কবে হয় এবং দেশের পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥