বিক্রম ব্যানার্জী, কলকাতা: ভারতীয় রেল (Indian Railways) যাত্রীদের জন্য বিরাট সুখবর! অবশেষে বন্দে ভারতে ফ্লাইটের খাবার পরিবেশন করার সিদ্ধান্ত নিল রেল। দেশের একটি জনপ্রিয় সংবাদমাধ্যম তাদের প্রতিবেদনে দাবি করেছে, খুব শীঘ্রই বন্দে ভারত সহ কেরালার বেশ কিছু এক্সপ্রেস ট্রেনে বিমানের খাবার পরিবেশন করবে ভারতীয় রেল।
ট্রেনেই পাওয়া যাবে বিমানের খাবার?
সদ্য প্রকাশিত ওই প্রতিবেদন অনুযায়ী, ভারতীয় রেল নাকি কোডিকুনিল সুরেশ সংসদকে জানিয়েছ যে, কেরালার ফ্লাইট কিচেন অপারেটর সহ তিনটি ক্যাটারিং ইউনিটকে অন বোর্ড ক্যাটারিং তালিকায় অন্তর্ভুক্ত করা হচ্ছে।
এ প্রসঙ্গে সুরেশ বলেন, রেলওয়ে বোর্ড ট্যুরিজম অ্যান্ড ক্যাটারিংয়ের নির্বাহী পরিচালক বিক্রম সিং জানিয়েছেন, কোচি ভিত্তিক কুদুম্বশ্রী ইউনিট, ক্যাসিনো ইয়ার ক্যাটারার্স অ্যান্ড ফ্লাইট সার্ভিসেস ও তিরুবন্তপুরম ভিত্তিক সংস্থা USD পরিচালিত সমৃদ্ধি, অন বোর্ড ক্যাটারিংয়ের জন্য তালিকাভুক্ত হয়েছে।
বাতিল হচ্ছে এই সংস্থার টেন্ডার!
বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে যা খবর, ইতিমধ্যেই নাকি ওই সংসদ বৃন্দাবন প্রোডাক্টসকে টেন্ডার প্রক্রিয়ায় অংশগ্রহণে নিষিদ্ধ করার দাবি তুলেছেন। খোঁজ নিয়ে জানা গেল, এই সংস্থার বিরুদ্ধে ট্রেনে নিম্নমানের খাবার সরবরাহের অভিযোগ রয়েছে। জানা যায়, বহুবার যাত্রীদের একেবারে নিম্নমানের খাবার সরবরাহ করেছিল এই সংস্থা। আর এরপরই তাদের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দেন যাত্রীরা।
ফ্লাইট কিচেন পরিদর্শন করবেন রেলের কর্মকর্তারা
বেশ কয়েকটি সূত্র ও ওই প্রতিবেদন অনুযায়ী, নতুন ক্যাটারিং সংস্থার হাতে দায়িত্ব দেওয়ার আগে কেরালার বিভিন্ন ক্যাটারিং পরিষেবা ও ফ্লাইট কিচেন পরিদর্শন করে দেখবেন রেলওয়ে বোর্ডের আধিকারিক থেকে শুরু করে অন্যান্য কর্মকর্তারা। জানা যাচ্ছে, রেল কর্মীদের পরিদর্শনের পরই সবুজ সংকেত পেলে তবেই নতুন ক্যাটারিং সংস্থাগুলিকে দায়িত্ব দেবে রেল।
অবশ্যই পড়ুন: রাশিয়ার পারমাণবিক সংস্থার সঙ্গে আলোচনা! বিরাট কাজ করতে চলেছে ভারতীয় রেল
খাবার সহ বন্দে ভারতের টিকিট মূল্য
জানিয়ে রাখি, যদি কোনও যাত্রী তিরুবন্তপুরম-কাসারগোড় বন্ধে ভারত এক্সপ্রেসে তিরুবন্তপুরম থেকে এরনাকুলাম পর্যন্ত টিকিট কাটেন সেক্ষেত্রে খাবার সহ টিকিট মূল্য পড়বে 800 টাকা। যা ন্যূনতম! তবে যদি কোনও যাত্রী খাবার বাদে টিকিট বুকিং করেন সেক্ষেত্রে শুধু টিকিটের দাম পড়বে 680 টাকা। সে ক্ষেত্রে টিকিট বুকিংয়ের সময় নো ফুড অপশনটি বেছে নিতে হবে।
তাছাড়াও তিরুবন্তপুরম-ম্যাঙ্গালুরু বন্দে ভারত এক্সপ্রেসে এরনাকুলাম থেকে ম্যাঙ্গালুরু পর্যন্ত পৌঁছনোর টিকিট মূল্য রাতের খাবার সহ 1,190 টাকা। তবে যদি কোনও যাত্রী রাতের খাবার না নেন সে ক্ষেত্রে শুধুমাত্র টিকিট মূল্য পড়বে 990 টাকা। বলে রাখি, যাত্রীরা 139 নম্বর ডায়াল করে অথবা রেল মাদাদ অ্যাপের মাধ্যমে ক্যাটারিং বা খাবারের গুণগতমান সম্পর্কে অভিযোগ অথবা ফিডব্যাক জানাতে পারবেন।