স্কুলে দু’দিনের গরমের ছুটি নিয়ে রাজ্য সরকারের সিদ্ধান্তে বিতর্ক, উঠল অন্য দাবি

Published:

Controversy Over WB School Closing Decision
Follow

প্রীতি পোদ্দার, কলকাতা: বৃষ্টি তো দূর, ভ্যাপসা গরমে রীতিমত কাবু আট থেকে আশি। ইতিমধ্যেই রাজ্যের বেশ কিছু জেলায় তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়েছে। এই আবহে শুক্রবার এবং শনিবার রাজ্যের স্কুল সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে ছুটি রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তাতেই (Controversy Over WB School Closing Decision) রেগে কাই শিক্ষক মহল থেকে অভিভাবকরা।

দু’দিন ছুটি সরকারি স্কুলে!

গত ২ জুন গরমের ছুটি শেষ হয়ে পঠন-পাঠন শুরু হলেও মে মাসের শেষ থেকে গরমের পরিমাণ অত্যাধিক হারে বাড়তে থাকে। যার ফলে রাজ্যের নানা প্রান্তে বাড়তে থাকে পড়ুয়া অসুস্থতার খবর। এরপরই জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদ ৩ জুন মর্নিং স্কুল চালুর সিদ্ধান্ত নেয় , সেই অনুযায়ী ৪ জুন জেলার সব প্রাথমিক স্কুল সকালে হয়। কিন্তু, খুব বেশি সময় তা চালু থাকেনি। পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ স্পষ্ট জানিয়ে দেয়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কোনও সংসদ এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে না।

ছুটির আওতায় থাকবে না উত্তরবঙ্গ!

তাই একপ্রকার বাধ্য হয়েই পূর্ব মেদিনীপুর জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ মর্নিং স্কুলের নির্দেশ প্রত্যাহার করে। এদিকে গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গের বিভিন্ন স্কুলে অসুস্থ হয়ে পড়েছে একাধিক শিশু সহ শিক্ষকেরা। এই আবহে তড়িঘড়ি গত বৃহস্পতিবার রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু তাঁর এক্স হ্যান্ডেলে জানান, শুক্রবার ও শনিবার এই দু’দিন সব সরকারি স্কুলে পঠন-পাঠন স্থগিত থাকবে। আগামী সোমবার থেকে স্কুল খোলা থাকবে। তবে এই ছুটির আওতায় থাকবে না উত্তরবঙ্গ।

আরও পড়ুন: আহমেদাবাদের মতো দুর্ঘটনা ঘটতে পারে কলকাতা বিমাবন্দরেও? উঠে এল ভয়ঙ্কর তথ্য

ক্ষুব্ধ অভিভাবকেরা!

কিন্তু স্কুলের পঠন-পাঠন বন্ধ থাকলেও শিক্ষা দফতর স্পষ্ট জানায় শিক্ষক-শিক্ষিকাদের স্কুলে উপস্থিত থাকতে হবে। সরকারের এই ধরনের সিদ্ধান্ত নিয়ে ক্ষোভে ফুঁসছেন শিক্ষক-শিক্ষিকা। এদিকে পড়ুয়াদের সিলেবাস শেষ না হওয়া নিয়ে উঠছে অভিভাবকদের মধ্যে প্রশ্ন।

তাঁদের বক্তব্য, এক মাসেরও বেশি সময় গরমের ছুটি ছিল। এখন ফের ছুটি দেওয়া হলে সিলেবাস শেষ করা কীভাবে সম্ভব? বরং মর্নিং স্কুলই হতে পারত সঠিক সমাধান। একই সুর শোনা যায় শিক্ষক সংগঠনগুলিতে। তাঁদের অভিযোগ, রাজ্য সরকার ইচ্ছাকৃত ভাবেই শিক্ষা ব্যবস্থাকে দুর্বল করছে।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join