জুনের তৃতীয় সপ্তাহে লটারিতে ভাগ্য ফিরছে এই ৮ রাশির

Published:

These 8 zodiac signs will become millionaires by winning the lottery in the third week of June
Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: লটারি (Lottery) কাটা হচ্ছে না? কাটলেই খসছে পকেট? নিজের কষ্টার্জিত অর্থ দিয়ে লটারি কেটে নিরাশ হচ্ছেন অনেকেই! তবে জ্যোতিষ শাস্ত্র বলছে, লটারি কাটলেই যে ভাগ্য ফিরবে তেমন কোনও কথা নেই। আসলে অর্থপ্রাপ্তি নির্ভর করে রাশি চক্রের ওপর।

কাজেই জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী, প্রতিমাসের বিভিন্ন সময়ে বহু রাশির জাতক জাতিকাদের আর্থিক যোগ থাকে। তবে তা না জানার কারণেই হাতছাড়া হয় কোটি টাকা। তবে তেমনটা আর হবে না! চলতি মাসের তৃতীয় সপ্তাহ অর্থাৎ 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত বেশ কিছু রাশির ভাগ্যে লটারি প্রাপ্তি রয়েছে। কারা হবেন কোটিপতি? দেখে নিন তালিকা।

বৃষ রাশি

জুন মাসের তৃতীয় সপ্তাহে বৃষ রাশির ভাগ্য মধ্যম প্রকৃতি হতে চলছে। তাই এই সময়ে মোটা অঙ্কের লটারি কাটা থেকে দূরে থাকাই ভাল। তবে খুব ইচ্ছে হলে অল্প টাকার লটারি কাটতে পারেন।

মিথুন রাশি

মিথুন রাশির ব্যক্তিদের জন্য জুন মাসের তৃতীয় সপ্তাহ অত্যন্ত শুভ হতে চলেছে। এই সময়ে লটারি কাটলে লাভবান হবেন মিথুনের জাতক জাতিকারা।

কর্কট রাশি

কর্কট রাশির ব্যক্তিদের জন্য জুন মাসের তৃতীয় সপ্তাহ বেশ শুভ। অভিজ্ঞ জ্যোতিষবিদদের মতে মাসের এই সময়টায় লটারি কেটে কোটি টাকা ঘরে তুলতে পারবেন কর্কটের ব্যক্তিরা।

সিংহ রাশি

সিংহ রাশির ব্যক্তিদের জন্য জুন মাসের তৃতীয় সপ্তাহের প্রথম ও মধ্যমভাগে সেভাবে অর্থ প্রাপ্তির সুযোগ নেই। তবে খুব ইচ্ছে হলে সপ্তাহের শেষভাগে একবার চেষ্টা করে দেখা যেতে পারে।

বৃশ্চিক রাশি

বৃশ্চিক রাশির ব্যক্তিদের জন্য জুন মাসের তৃতীয় সপ্তাহের মধ্যমভাগটা বেশ ভাল। তবে বাকি সময়গুলিতে একেবারেই লটারি কাটা যাবে না।

ধনু রাশি

জুন মাসের তৃতীয় সপ্তাহে ধনু রাশির ভাগ্যে লটারি যোগ রয়েছে। এই সময়ে যেকোনও দিন লটারি কেটে ভাগ্য ফেরাতে পারেন ধনু রাশির ব্যক্তিরা।

কুম্ভ রাশি

কুম্ভ রাশির ব্যক্তিদের জন্য জুনের তৃতীয় সপ্তাহ বেশ শুভ হতে চলে। মাসের এই সময়ে লটারি কেটে কোটি টাকা ঘরে তোলার সুযোগ পাবেন কুম্ভ রাশির জাতক জাতিকারা।

মীন

জুন মাসের তৃতীয় সপ্তাহে মীন রাশির ভাগ্য ফিরছে। এই সময়ে লটারি থেকে মোটা অঙ্কের অর্থ ঘরে তুলতে পারবেন মীনের জাতক জাতিকাবা।

ভুলেও লটারি কাটবেন না এই 4 রাশি

মেষ রাশি

জুন মাসের তৃতীয় সপ্তাহে মেষ রাশির ভাগ্যে কোনও রকম অর্থ প্রাপ্তি লক্ষ্য করা যাচ্ছে না। বরং লটারি কেটে ক্ষতির আশঙ্কাই বেশি।

কন্যা রাশি

চলতি মাসের তৃতীয় সপ্তাহ কন্যা রাশির জন্য একেবারেই শুভ নয়। এই সময়ে লটারি কাটার মতো অর্থলগ্নি সংক্রান্ত বিষয়গুলি থেকে বিরত থাকুন।

তুলা রাশি

জুনের তৃতীয় সপ্তাহ অর্থাৎ 15 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত সময়ে লটারি কেটে চরম বিপদে পড়তে পারেন তুলা রাশির ব্যক্তিরা। তাই জুনের তৃতীয় সপ্তাহে লটারি থেকে দূরে থাকাই শ্রেয়।

অবশ্যই পড়ুন: IPL-র আনক্যাপড প্লেয়ারের থেকেও কম, BBL খেলতে যাওয়া বাবরের বেতন জানলে লজ্জা পাবেন!

মকর রাশি

মকর রাশির ব্যক্তিদের জন্য জুন মাসের তৃতীয় সপ্তাহটা মোটেই ভাল যাবে না। তাই কারও দেখাদেখি লটারি কাটতে ঝাঁপিয়ে পড়বেন না। এই সময়ে অর্থহানির আশঙ্কা রয়েছে।

( প্রতিবেদনটি শুধুমাত্র প্রাপ্ত কিছু তথ্য ও জ্যোতিষ শাস্ত্রের ওপর ভিত্তি করে তৈরি। লটারি কাটার মতো অর্থলগ্নি সংক্রান্ত বিষয় একান্তই ব্যক্তিগত। )
গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join