পড়ানোর ধাঁচে বড় বদল! পুতুলনাচের মাধ্যমে শিক্ষকদের দেওয়া হবে বিশেষ প্রশিক্ষণ

Published on:

CCRT Thematic Trainning Workshop

প্রীতি পোদ্দার, কলকাতা: সকলের কাছে পড়াশোনা মানেই হল গুটিকয়েক পাতার মধ্যে লেখা অক্ষরের সারাংশ। অর্থাৎ বই না পড়লে জানা যাবে না কিছুই। কিন্তু এ বার সেই ধারণাকে অন্য ভাবে ভাবতে চাইছে কেন্দ্রীয় সরকার। দেশের সমস্ত স্কুলের শিক্ষকদের পাঠদান পদ্ধতির মানোন্নয়ন করতে বিশেষ প্রশিক্ষণের (CCRT Thematic Training Workshop) ব্যবস্থা করা হচ্ছে। ইতিমধ্যেই রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে এই প্রশিক্ষণ সম্পর্কিত বিষয়ে বিশদ জানানো হয়েছে।

শিক্ষকদের জন্য নয়া প্রশিক্ষণ ব্যবস্থা

বিশেষ সূত্রে জানা গিয়েছে, সেন্টার ফর কালচারাল রিসোর্সেস অ্যান্ড ট্রেনিং CCRT-র তরফে শিক্ষক-শিক্ষিকাদের প্রশিক্ষণ দেওয়া হবে। তাই সেই ক্ষেত্রে এই প্রশিক্ষণে নিজেদের নাম শীঘ্রই নথিভুক্ত করার নোটিস দেওয়া হয়েছে আগ্রহী শিক্ষকদের। অসমের গুয়াহাটিতে আগামী 19 জুন থেকে 3 জুলাই পর্যন্ত সিসিআরটি-র কর্মশালা চলবে। তাই এই সময়সীমার মধ্যে দ্রুত শিক্ষকদের নাম নথিভুক্ত করার আর্জি জানিয়েছে রাজ্যের প্রাথমিক শিক্ষা পর্ষদ। এছাড়াও প্রশিক্ষণের জন্য চারটি বিষয়ের তালিকা প্রকাশিত হয়েছে।

কেন্দ্রের সিদ্ধান্তকে কুর্নিশ সকলের

2020 সালের জাতীয় শিক্ষানীতি অনুযায়ী যে চারটি বিষয়ের প্রশিক্ষণ হতে চলেছে সেদুলি শিক্ষায় পুতুল নাচের ভূমিকা, পরিবেশ এবং সাংস্কৃতিক ঐতিহ্য পরিচর্যায় স্কুলের ভূমিকা, স্কুল শিক্ষায় শিল্পকলা চর্চার প্রাসঙ্গিকতা এবং দেশের সাংস্কৃতিক বৈচিত্র্য বিষয়ে প্রশিক্ষণ (CCRT Thematic Training Workshop) দেওয়া হবে।

এই প্রসঙ্গে, প্রাথমিক শিক্ষা পর্ষদের উপসচিব পার্থ কর্মকার জানিয়েছেন যে, দেশের ভাষা, সংস্কৃতি, খাদ্য সম্পর্কিত বিষয় নিয়ে চর্চার জন্য স্কুলের শিক্ষকদের এই ধরনের প্রশিক্ষণ দেওয়া হয়েই থাকে। তাই এই বিষয়টি যথেষ্ট প্রাসঙ্গিক।

আরও পড়ুন: বাংলায় আবাসে ঘর নিলেও শৌচাগার তৈরির টাকা নিচ্ছেন না অনেকেই! কারণ কী?

পার্থ কর্মকার আরও বলেন যে, “পুতুল নাচের মাধ্যমে শিক্ষাদানের এই বিষয়টি যে নতুন নয় সেটি সকলেরই জানা। কারণ এটি ভারতীয় সংস্কৃতির এক বিশেষ অঙ্গ। তাই বর্তমানে পঠনপাঠনের প্রতি আগ্রহ বৃদ্ধি করার লক্ষ্যে এই পদ্ধতির ব্যবহার করা হবে। আর এর ফলে শিক্ষক-শিক্ষিকারা বেশ উপকৃত হবেন।” অন্যদিকে, চলতি বছর থেকে একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পাঠ্যক্রমে বেশ কিছু রদবদল করেছে শিক্ষা সংসদ। এবার সেই বিষয়গুলির জন্য শিক্ষকদের প্রশিক্ষণ ব্যবস্থার আয়োজন কতা হয়েছে।

নয়া 5 বিষয়ের জন্য প্রশিক্ষণ ব্যবস্থা

যে পাঁচটি নতুন বিষয় যোগ করা হয়েছে, সেগুলি হল আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড ডেটা সায়েন্স, এনভায়রনমেন্টাল সায়েন্স, ফিশারিজ অ্যান্ড অ্যাকোয়াকালচার, বিজনেস ম্যাথমেটিক্স অ্যান্ড বেসিক স্ট্যাটিস্টিক্স এবং বেসিক ম্যাথমেটিক্স ফর সোশ্যাল সায়েন্সেস।

আর এই প্রত্যেকটি বিষয়ের জন্য 200 জন শিক্ষককে নিয়ে একটি ব্যাচ তৈরি করা হয়েছে। এক্ষেত্রে শিক্ষা সংসদের মূল উদ্দেশ্য হল এই পরিবর্তিত পাঠ্যক্রম এবং মূল্যায়ন ব্যবস্থা শিক্ষক ও পড়ুয়াদের কাছে সহজ করে তোলা।

রাজ্য রাজনীতি, বিনোদন থেকে শুরু করে খেলা সংক্রান্ত নানা ধরনের খবরের লেটেস্ট আপডেট পেতে এখনই ফলো করুন আমাদের India Hood Bangla কে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥