বিক্রম ব্যানার্জী, কলকাতা: পুরনো ব্যর্থতা কাটাতে এবার বেছে বেছে দক্ষ ফুটবলারদের সই করাচ্ছে ইস্টবেঙ্গল (East Bengal FC)। ইন্ডিয়ান সুপার লিগ থেকে শুরু করে অন্যান্য মঞ্চে যাতে আর লজ্জায় না পড়তে হয় সেজন্য প্রতিদ্বন্দ্বীদের সাথে পাল্লা দিয়ে ফুটবলার কিনছে লাল হলুদ। এহেন আবহে শোনা যাচ্ছে, এবার নাকি বড় চাল দিয়েছে কলকাতা ময়দানের এই প্রধান। সূত্রের যা খবর, ইউরোপা লিগ খেলা ফুটবলারকে মোটা অঙ্কে সই করিয়ে নিতে পারে বাগান প্রতিবেশী। কত খরচ হবে মশাল ব্রিগেড কর্তাদের?
ইউরোপা লিগ খেলা ফুটবলারকে সই করাতে চায় ইস্টবেঙ্গল
বেশ কয়েকটি সূত্র মারফত খবর, পোল্যান্ডের লিগ খেলা এক ভয়ঙ্কর ফুটবলারকে এবার টার্গেট করেছে ইস্টবেঙ্গল এফসি। মূলত পুরনো ভুল ত্রুটি শুধরে নতুনদের নিয়ে সংসার বাঁধতে চাইছে মশাল বাহিনীর ম্যানেজমেন্ট। আর সেই সূত্র ধরেই, দক্ষ বিদেশিদের সই করানোর মাঝেই এক তুখোড় ফুটবলারকে খুঁজে পেয়ে গেল কলকাতা ময়দানের প্রধান দল ইস্টবেঙ্গল।
আপাতত যা খবর, উইসলা ক্রাকাও ক্লাবের হয়ে খেলা ধুরন্ধর স্ট্রাইকার অ্যাঞ্জেলো রোডাডোকে রাডারে রেখেছে ইস্টবেঙ্গল এফসি। খোঁজ নিয়ে জানা গেল, এ মরসুমে 32টি ম্যাচ খেলে 23 গোল করা দাপুটে ফুটবলারকে সই করাতে মোটা অঙ্ক দিতে হলেও তাতে রাজি হয়ে যাবে ইস্টবেঙ্গল। শোনা যাচ্ছে, নিজেদের শক্তি কয়েকগুণ বাড়িয়ে নিতে ইউরোপা লিগ খেলা এই 28 বছর বয়সী স্টার ফুটবলারকে নাকি সই করানোর ওপর জোর দিচ্ছেন খোদ লাল হলুদের হেড স্যার অস্কার ব্রুজো। কিন্তু রোডাডোকে নিতে কত খরচ হতে পারে ইস্টবেঙ্গলের?
অবশ্যই পড়ুন: এ কি করে বসলেন শেহবাজ শরীফ? শেষ পর্যন্ত ‘Condom’! নাক কাটা গেল পাকিস্তানের
রোডাডোকে কিনতে হলে কত খসবে ইস্টবেঙ্গলের?
জানা যাচ্ছে, বিদেশি ছাঁটাইয়ের আবহে মার্লোকা অনূর্ধ 19 দল থেকে শুরু করে বার্সেলোনার বি দলে খেলা তুখোড় স্প্যানিশ ফুটবলারকে সই করাতে যতদূর সম্ভব 12 কোটি টাকা খরচ হতে পারে ইস্টবেঙ্গলের। যদিও সূত্র বলছে, লাল হলুদের বিনিয়োগকারী সংস্থা ইমামি যদিও সেই সেই অর্থের হিসেব নিয়ে যথেষ্ট সংশয়ে রয়েছে। অনেকেই বলছেন, ইউরোপা লিগ খেলা এমন অভিজ্ঞ প্লেয়ারকে দলে নিতে 12 কোটির থেকেও বেশি অর্থ খরচ হয়ে যেতে পারে ইস্টবেঙ্গল এফসির। তবে শেষ পর্যন্ত বিপুল অর্থ খরচ করে তাঁকে দলে নেওয়া হবে কিনা সে বিষয়ে কিছুই জানানো হয়নি লাল হলুদ ম্যানেজমেন্টের তরফে।