ছুটির দিনে দৈনিক ১০০০ টাকা আয়! রইল ঘরে বসে উপরি রোজগারের সেরা ৫ উপায়

Published:

Follow

বিক্রম ব্যানার্জী, কলকাতা: গ্রীষ্মের ছুটিতে হোক কিংবা সাপ্তাহিক ছুটি, বাড়িতে পরিবারের সাথে সময় কাটানোর পাশাপাশি ঘুরতে যাওয়া এখন ম্যান্ডেটরি হয়ে গিয়েছে অনেকেরই। তবে ছুটির দিনে যদি বাড়িতে বসেই হাজার হাজার টাকা রোজগারের উপায় (Income Ideas) থাকে তাহলে সেই প্রস্তাবে না করবেন এমন মানুষের সংখ্যা নেহাতই নগণ্য।

কিন্তু কীভাবে বাড়িতে বসেই রোজগার করা যাবে রাশি রাশি টাকা? ছুটির দিনগুলোকে ঠিক কীভাবে ব্যবহার করলে অবসর সময় কাটানোর পাশাপাশি ভরবে পকেট? জেনে নিন ছুটির দিনে ঘরে বসে অর্থ রোজগারের 5টি সহজ উপায়।

ফ্রিল্যান্সিং থেকে রোজগার

কন্টেন্ট রাইটিং হোক কিংবা ভিডিও এডিটিং, অথবা শুধুই ভয়েস ওভার, এগুলির মধ্যে কোনও ক্ষেত্রে যদি আপনার দক্ষতা থেকে থাকে তবে নিজের সৃজনশীলতাকে কাজে লাগিয়ে অবসর সময়ে একেবারে ঘরে বসেই ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে দৈনিক মোট টাকা রোজগার করতে পারবেন আপনি। বলে রাখি, কন্টেন্ট রাইটিং, ভিডিও এডিটিং ও ভয়েস ওভারের মতো কাজগুলি করে প্রতিদিন অন্ততপক্ষে 500 থেকে 1000 টাকা বা তার বেশিও রোজগার করেন অনেকেই।

ইউটিউব শর্টস থেকে আয়

ছুটির দিনে বা অবসর সময়ে অনেকেই সোশ্যাল মিডিয়ায় মনোযোগী হন। মূলত ইউটিউব ভিডিও বা শর্টস বানিয়ে মোটা টাকা আয় করেন বহু নেট নাগরিক। সেই সূত্রে বলি, AI ব্যবহার করে স্ক্রিপ্ট থেকে শুরু করে, ভয়েস ও ভিডিও বানিয়ে ইউটিউবে শর্টস আকারে পোস্ট করার মাধ্যমে মোটা টাকা রোজগারের সুযোগ রয়েছে। এক্ষেত্রে মূলত আপনি অ্যাডসেন্স ও YouTube Partner Program বা Sponsorship থেকেও রোজগার করতে পারেন।

ছবি বানিয়ে রোজগার

মূলত ফ্রিল্যান্সার হিসেবে Canva থেকে বিভিন্ন ছবি, পোস্টার, ব্যানার, বিজ্ঞাপনের পোস্টার, ইনফোগ্রাফিক্স বানিয়ে দৈনিক ভাল অঙ্কের রোজগার সম্ভব। সেক্ষেত্রে আপনি চাইলে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মগুলির কাছে বিভিন্ন বিয়ের কার্ড, ব্যানার বা পোস্টার বানিয়ে তা বিক্রি করতে পারবেন। সে ক্ষেত্রে প্রতিদিন কম করে 100 থেকে 500 টাকা রোজগারের সুযোগ রয়েছে।

অনলাইনে টিউশন করে আয়

বর্তমানে অনলাইন টিউটরের সংখ্যা ক্রমশ বাড়ছে। পেশাটিও যথেষ্ট সম্মানজনক। কাজেই অবসর সময়ে অথবা ছুটির দিনগুলিতে Google Meet বা Zoom প্ল্যার্টফর্মে স্কুল বা কলেজের ছাত্র-ছাত্রীদের অঙ্ক, ইংরেজি, বিজ্ঞান, বাংলা সহ অন্যান্য বিষয়গুলির ক্লাস করিয়ে ভাল পরিমাণ অর্থ রোজগার করতে পারবেন আপনি।

অবশ্যই পড়ুন: ঘুরে গেল খেলা! তুরস্ক, পাকিস্তানকে এড়িয়ে ভারতের বন্ধুর সাথে গোপনে চুক্তি সারল আজারবাইজান

ব্লগিং থেকে রোজগার

অনেকেই হয়তো জানেন না সাধারণ মানুষের বিভিন্ন প্রয়োজনীয় বিষয়গুলি নিয়ে নিজের ব্লগিং সাইটে সুমার্জিত লেখা আপলোড করে প্রতিমাসে ভাল টাকা আয় করা সম্ভব। সেক্ষেত্রে নিজের ব্লগে ছাত্ররা অবসর সময়ে কীভাবে অর্থ রোজগার করতে পারবেন, বার্ধক্যের পর সময় কাটাতে কোন কোন কাজ সবচেয়ে সেরা, সেরা ভ্রমণ ডেস্টিনেশনের মতো বিষয়গুলি নিয়ে লিখে অ্যাড রেভিনিউয়ের মাধ্যমে অর্থ উপার্জন করা যায়।

গুরুত্বপূর্ণ
Join
চাকরির খবর
Join
রাশিফল
Join
খেলার খবর
Join