এ মাসের শেষের দিকেই অম্বুবাচী, জেনে নিন সঠিক সময়সূচি ও উৎসব সম্পর্কিত বিশেষ তথ্য

Published on:

Ambubachi 2025

প্রীতি পোদ্দার, কলকাতা: অম্বুবাচী (Ambubachi 2025) হিন্দুধর্মের এক বাৎসরিক উৎসব। হিন্দুদের শাস্ত্রে পৃথিবীকে মা বলা হয়ে থাকে। বেদেও ধরিত্রীকে মা রূপে বর্ণনা করা হয়েছে। উর্বরতাকেন্দ্রিক কৃষিধারাতেও নারী এবং ধরিত্রী সমার্থক বলে গণ্য করা হয়। সেই ধ্যানধারণা থেকেই আষাঢ় মাসের শুরুতে পৃথিবী বা মাতা বসুমতী যখন বর্ষার নতুন জলে সিক্ত হয়ে ওঠেন তখন তাঁকে ঋতুমতী নারী রূপে গণ্য করা হয়৷ শুরু হয় অম্বুবাচী প্রবৃত্তি।

অম্বুবাচী কী?

হিন্দু পুরাণ মতে আষাঢ মাসে রবি মিথুন রাশিস্থ আর্দ্রা নক্ষত্রের প্রথমপাদে অর্থাৎ এক চতুর্থাংশ স্থিথিকালে পৃথিবী বা ধরিত্রী মা ঋতুময়ী হন। সেই সময়টিতে অম্বুবাচী পালন করা হয়ে থাকে। তিনদিন ধরে চলা এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে শাস্ত্রের নানা কাহিনি। অম্বুবাচী, বিভিন্ন আঞ্চলিক ভাষায় অমাবতী বলেও পরিচিত। মনে করা হয়, আষাঢ় মাসে মৃগশিরা নক্ষত্রের চতুর্থ পদে ঋতুমতী হন ধরিত্রী। পূর্ণ বয়স্কা ঋতুমতী নারীরাই কেবল সন্তান ধারণে সক্ষম হোন। তাই অম্বুবাচীর পর ধরিত্রীও শস্য শ্যামলা হয়ে ওঠেন।

কবে পড়েছে অম্বুবাচী?

শাস্ত্র অনুযায়ী, চলতি বছর অম্বুবাচী প্রবৃত্তিঃ অর্থাৎ শুরু হতে চলেছে আগামী ২২ জুন অর্থাৎ ৭ আষাঢ় রবিবার, রাত ১১টা ৩ মিনিট ৫৭ সেকেন্ডে। যা শেষ হবে আগামী ২৫ জুন অর্থাৎ ১০ আষাঢ়, বুধবার বিকেল ৪টা ২৪ মিনিট ১৩ সেকেন্ডে। ভারতের বিভিন্ন জায়গায় এই অম্বুবাচী রজঃউৎসব নামে পালিত হয়।

অনেক ব্রহ্মচারী, সাধু, সন্ন্যাসী, যোগীপুরুষ, বিধবা মহিলারা এই সময় ‘অশুচি’ পৃথিবীর উপর আগুনের রান্না করা কিছু খান না। বিভিন্ন ফলমূল খেয়ে এই তিন দিন কাটান তাঁরা। এইভাবেই অম্বুবাচী উপলক্ষ্যে ব্রত পালন করতে দেখা যায়৷

আরও পড়ুন: মধ্যবিত্তদের ভয় ধরাচ্ছে সোনার দর, রুপো নিয়েও খারাপ খবর! আজকের রেট

কৃষিকাজও বন্ধ রাখা হয় এই সময়

অম্বুবাচীর সঙ্গে জড়িয়ে থাকে বহু আচার অনুষ্ঠান। তাইতো অম্বুবাচীর এই বিশেষ তিনদিন সন্ন্যাসী এবং বিধবারা বিশেষ ভাবে আচার অনুষ্ঠান পালন করেন। তবে কোনও শুভ কাজ এই কয়েকদিন করতে নেই বলেই জানা গিয়েছে। শুধু তাই নয়, অম্বুবাচী চলাকালীন কৃষিকাজও বন্ধ রাখা হয়। তিনদিন পর অম্বুবাচী তিথি শেষ হলে ফের কোনও মাঙ্গলিক অনুষ্ঠান ও চাষাবাদ শুরু হয়। অন্যদিকে তন্ত্র সাধনার অন্যতম পীঠ কামাখ্যা মন্দিরে প্রতি বছর অম্বুবাচীর তিন দিন বিশেষ উৎসব এবং মহা মেলার আয়োজন হয়। দেশ- বিদেশ থেকে ভক্তেরা ভিড় জমান মন্দিরে।

গুরুত্বপূর্ণ খবরের জন্যJoin Group
চাকরির খবরের জন্যJoin Hood Jobs
রাশিফলের জন্যJoin Hood Rashifal
খেলার খবরের জন্যJoin Whatsapp
সঙ্গে থাকুন ➥